Dotflicks Studio

  • Home
  • Dotflicks Studio

Dotflicks Studio Dotflicks Studio is an animation farm. Dotflicks Studio Advanced Animation Farm Among the new Animati Founder & CEO: Md. Akhtarul Islam

Dotflicks Studio – Advanced Animation Farm
Dotflicks Studio is a dynamic and innovative animation studio based in Bangladesh, rapidly emerging as a leader in the industry. With a strong team of creative professionals, we bring stories to life through captivating animations for audiences worldwide. Our Expertise
We specialize in a wide range of animation services, including:
✅ Intro Videos & Logo A

nimation – Crafting stunning brand visuals
✅ Commercial & Short Video Animation – Elevating marketing content
✅ Animated Films – Our passion for storytelling in motion
✅ Funny Jokes & Islamic Stories – Engaging and meaningful content
✅ Baby & Kids Educational Animation – Fun learning experiences for young minds

At Dotflicks Studio, we push the boundaries of creativity to deliver high-quality animations that leave a lasting impression.

🚀 Join us on this animated journey!

06/01/2026

ভাঙা স্বপ্নের আলো | 3D Cinematic Asian Bangladeshi Village at Dawn | Inspirational Story

এই ভিডিওটি একটি হৃদয়ছোঁয়া 3D cinematic Asian Bangladeshi village at dawn পরিবেশে নির্মিত অনুপ্রেরণামূলক গল্প।

একটি গ্রামের সাধারণ পরিবার, প্রতিদিনের সংগ্রাম, স্বপ্ন ভাঙা ও আবার নতুন করে উঠে দাঁড়ানোর গল্প।
এখানে রয়েছে—
🌱 জীবনের বাস্তবতা
😂 ছোট ছোট মজার মুহূর্ত
😢 কষ্ট ও কান্না
❤️ পারিবারিক ভালোবাসা
✨ নতুন আশার আলো

এই গল্পটি শেখায়—
👉 ভোর যেমন অন্ধকার ভেঙে আলো আনে, জীবনও তেমনি আশা নিয়ে ফিরে আসে।

🎥 Duration: 5+ Minutes
🎞️ Style: 3D cinematic Asian Bangladeshi village at dawn
🎧 Language: Bangla Voice Over
👨‍👩‍👧‍👦 Audience: All Age (Kids to Elderly)

ভিডিওটি ভালো লাগলে Like, Comment, Share করতে ভুলবেন না ❤️



06/01/2026

এত হাসি কোথায় পেলে | জনপ্রিয় শিশুতোষ ছড়া | Bangla Kids Rhymes 2D Animation

এত হাসি কোথায় পেলে

এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি।
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমী ফুলের গুলগুলানি।
কে দিয়েছে চলন বলন
কোন সে লতার দোল দুলানী।

কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টইটুবানি।
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানী।
কাদের পাড়ার ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি
কাদের দেশের কোন সে চাঁদের

এত হাসি কোথায় পেলে — একটি সুন্দর, মজার ও শিক্ষামূলক বাংলা শিশুতোষ ছড়া।
এই ভিডিওটি তৈরি করা হয়েছে Classic 2D Animation স্টাইলে, যাতে শিশুরা আনন্দের সাথে শিখতে পারে।

এই ছড়ায় আছে—
🌸 হাসি ও আনন্দ
🌊 প্রকৃতির সৌন্দর্য
🎵 মধুর ছন্দ ও তাল
👶 শিশুদের কল্পনার জগৎ

এই ভিডিওটি উপযোগী:
✔ Kids learning videos
✔ Bengali nursery rhymes
✔ Preschool & kindergarten children
✔ Bangla cartoon animation

👉 শিশুদের জন্য নিরাপদ, শিক্ষামূলক ও সম্পূর্ণ পারিবারিক কনটেন্ট।

#বাংলাছড়া #শিশুতোষছড়া #শিশুদেরগান #বাংলাশিশুগান #শিশুশিক্ষা #কার্টুনছড়া #বাংলাকবিতা

05/01/2026

বাংলাদেশের গ্রাম প্রভাতের জাদু | Magical Dawn in a Bangladeshi Village 🌅

অদ্ভুত সুন্দর 3D সিনেমাটিক ভিউতে বাংলাদেশের গ্রাম প্রভাতের দৃশ্য উপভোগ করুন। 🌿

Experience the charm of rural life in a 3D cinematic Bangladeshi village at dawn, where:

শিশুরা মাঠে খেলে 🌾
জেলে নৌকা চালায় ধোঁয়াশার নদীতে 🎣
নারীরা দুধ, খাবার, এবং হস্তশিল্পে ব্যস্ত 🧺
সুন্দর সূর্যোদয় সবুজ ধানক্ষেতে আলো ছড়ায় 🌄

Perfect for nature lovers, culture enthusiasts, and 3D storytelling fans.
💡 Like, Share & Subscribe করুন আরও সুন্দর 3D Bangladeshi Village ভিডিওর জন্য!"

#বাংলাদেশেরগ্রাম #গ্রামপ্রভাত

05/01/2026

ইচ্ছা | Ichchha Bangla Rhyme | Kids Learning Song | Bengali Cartoon | Fun & Educational 2D Animation

ইচ্ছা
মনা রে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস।
ঘাস কি হবে?
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল।
জাল কি হবে?
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
মাছ কি হবে?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙিন হাঁড়ি।

এই ভিডিওতে রয়েছে জনপ্রিয় বাংলা শিশুতোষ ছড়া “ইচ্ছা” 🎵
গ্রামের সহজ জীবন, পরিশ্রম, ভালোবাসা আর স্বপ্নকে তুলে ধরা হয়েছে রঙিন 2D Classic Animation–এর মাধ্যমে।

👶 এই ভিডিওটি শিশুদের জন্য:

শেখার উপযোগী
আনন্দময়
নৈতিক শিক্ষা সমৃদ্ধ
গ্রামবাংলার সংস্কৃতি পরিচিতি

🎨 সম্পূর্ণ ভিডিওটি তৈরি করা হয়েছে Colorful, Kids Friendly & Educational Animation স্টাইলে।
👉 শিশুদের শেখা ও বিনোদনের জন্য এটি একটি আদর্শ বাংলা কার্টুন গান।

#ইচ্ছা #বাংলাছড়া #শিশুগান #শিশুকবিতা #গ্রামবাংলা #বাংলাকার্টুন #শিশুশিক্ষা
#বাংলানার্সারিগান

04/01/2026

🌟 Nursery Rhymes Collection for Kids 🌟
Enjoy a joyful mix of classic English nursery rhymes including Twinkle Twinkle Little Star, Baa Baa Black Sheep, Humpty Dumpty, Rain Rain Go Away, Jack and Jill, Incy Wincy Spider.

This video helps children learn through:
🎶 Music & rhythm
😊 Positive emotions
🤝 Kindness, sharing & confidence
🌈 Fun learning with colorful animation

✔️ 100% YouTube Kids Safe
✔️ No violence, no text, no ads
✔️ Perfect for toddlers, preschool & kindergarten kids

👉 Watch, dance, learn and smile together!

04/01/2026

গ্রামের প্রভাত ও শিশুদের খুশি | Morning Joy in a Bangladeshi Village 🌾

3D সিনেমাটিক ভিউতে বাংলাদেশের গ্রামের সকাল উপভোগ করুন, যেখানে শিশুরা খেলছে, কৃষক মাঠে কাজ করছে এবং সূর্যোদয় ধানের ক্ষেতে আলো ছড়াচ্ছে। 🌄

Experience the magical morning life in a 3D Bangladeshi village at dawn, featuring:

Children playing joyfully in village paths 🌿
Farmers tending paddy fields 🌾
Women fetching water and carrying baskets 🧺
Colorful birds flying over the river 🌊

Perfect for nature lovers, 3D animation fans, and cultural enthusiasts.

💡 Like, Share & Subscribe for more 3D Bangladeshi Village cinematic experiences!"

#বাংলাদেশগ্রাম

04/01/2026

আদর্শ ছেলে | নৈতিক শিক্ষামূলক শিশুতোষ গান | Moral Song for Kids Bangla

আদর্শ ছেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
মানুষ হইতে হবে' এই যার পণ।

বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীর তব রক্ত, মাংস, প্রাণ?
হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?
চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?

সে ছেলে কে চায় বল, কথায় কথায়
আসে যার চোখে জল মাথা ঘুরে যায়?
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ--
মানুষ হইতে হবে মানুষ যখন।

কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারই রয়েছে কাজ, এ বিশ্ব মাঝার
মনে প্রাণে খাট সবে, শক্তি কর দান,
তোমরা 'মানুষ' হলে দেশের কল্যাণ।

আদর্শ ছেলে” একটি সুন্দর নৈতিক শিক্ষামূলক শিশুতোষ গান।
এই গানে শিশুদের শেখানো হয়েছে — কথায় নয়, কাজে বড় হওয়া, সাহসী হওয়া, সত্য ও মানবিক গুণে মানুষ হওয়া। রঙিন 2D অ্যানিমেশন ও আনন্দময় ভিজ্যুয়ালের মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা ও দেশপ্রেম গড়ে তুলতে এই ভিডিওটি সহায়ক।

🎵 উপযোগী:
✔ Kids Moral Education
✔ Bangla Rhymes & Poems
✔ Preschool & Primary Children
✔ Value Based Learning

English Description:
“Adorsho Chele” is a Bengali moral song for children that teaches honesty, courage, kindness and responsibility through colorful 2D animation. Perfect for kids learning values through music and stories.

#আদর্শ_ছেলে #শিশুতোষ_গান #নৈতিক_শিক্ষা #শিশু_কবিতা #বাংলা_ছড়া
#বাচ্চাদের_গান #ভালো_মানুষ #শিক্ষামূলক_ভিডিও

03/01/2026

এক গ্রামের এক ছেলের জীবন | 3D Cinematic Bangladeshi Village Story | Emotional Short Film

এই ভিডিওটি একটি 3D cinematic Asian Bangladeshi village at dawn পরিবেশে নির্মিত একটি হৃদয়স্পর্শী গল্প।
এখানে রয়েছে জীবনের হাসি, কান্না, আনন্দ, বেদনা, সংগ্রাম, শিক্ষা ও মজার মুহূর্ত—যা শিশু থেকে বৃদ্ধ সবাই উপভোগ করতে পারবে।

একজন সাধারণ গ্রামের ছেলের জীবন সংগ্রাম, পরিবারের ভালোবাসা, দারিদ্র্য, স্বপ্ন এবং সফলতার পথে যাত্রা এই গল্পের মূল বিষয়।
এই গল্পটি আমাদের শেখায়—
👉 জীবন সহজ না, কিন্তু ভালোবাসা থাকলে সব সম্ভব।

🎥 Duration: 5+ Minutes
🎞️ Style: 3D Cinematic Bangladeshi Village
🎧 Language: Bangla Voice Over
👨‍👩‍👧‍👦 Audience: All Age People

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন ❤️


03/01/2026

প্রার্থনা – হে রহিম রহমান – শিশুদের প্রার্থনার গান | Islamic Kids Animation Song

প্রার্থনা
তুলি দুই হাত করি মোনাজাত হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান,
গাছে ফুল ফল নদী ভরা জল
পাখির কণ্ঠে গান সকলি তোমার দান।
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি কত ভাল তুমি,
কত ভালোবাস গেয়ে যাই এই গান।
কবি: সুফিয়া কামাল

শিশুদের জন্য তৈরি এই সুন্দর ইসলামী প্রার্থনার গান “হে রহিম রহমান”—কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আল্লাহর অপার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়।
পুরো গানটি 2D অ্যানিমেশন দ্বারা নির্মিত, যেখানে প্রকৃতি, পরিবার, দয়া, এবং সৎ পথে চলার বার্তা তুলে ধরা হয়েছে।

This animation song is designed for kids to learn prayer, kindness, gratitude, and Islamic values through music. Perfect for toddlers, preschoolers, and Islamic schools.

✔ Kids Friendly
✔ Educational
✔ Spiritual & Peaceful
✔ High-quality Bangla 2D Animation

👉 ভিডিওটি ভালো লাগলে Like, Comment & Subscribe করতে ভুলবেন না।
👉 আরও শিশুতোষ ইসলামী গান ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন।

#শিশুগান #ইসলামীগান #প্রার্থনা #হেরহিমরহমান #শিশুশিক্ষা #ইসলামিকভিডিও #বাংলাগান #কিডসঅ্যানিমেশন #দোয়া #আলোছড়াকিডস

02/01/2026

নোটন নোটন পায়রাগুলি | শিশু শিক্ষামূলক ছড়া গান | Kids Bangla Cartoon | Rui Fish & Pigeon Fun

নোটন নোটন পায়রাগুলি
ঝোটন বেঁধেছে,
ওপারেতে ছেলেমেয়ে
নাইতে নেমেছে।
দুই ধারে দুই রুই কাতলা
ভেসে উঠেছে,
কে দেখেছে কে দেখেছে
দাদা দেখেছে।
দাদার হাতে কলম ছিল
ছুড়ে মেরেছে,
উঃ বড্ড লেগেছে।

নোটন নোটন পায়রাগুলি–এই জনপ্রিয় ছড়াটি নিয়ে তৈরি হলো শিশুদের জন্য রঙিন 2D ক্লাসিক অ্যানিমেশন ভিডিও। এখানে আছে পায়রার খেলাধুলা, নদীতে নামা ছেলেমেয়েদের মজা, আর Rui মাছের চমৎকার ঝাপটানি! শিশুরা রঙ, প্রকৃতি, প্রাণী আর ছড়ার তাল–সবকিছু শিখবে আনন্দের মাধ্যমে।

👉 Features:
✔ Classic 2D Bangla Animation
✔ Colorful kids learning
✔ Fun movement, animals & nature
✔ Fully child-friendly visual storytelling

Dotflicks Studio presents playful Bengali learning animations for kids!

#শিশুদেরছড়া #নোটননোটনপায়রাগুলি #ছড়ারভিডিও #শিশুশিক্ষামূলকভিডিও

01/01/2026

সবার আমি ছাত্র | শিশুদের শিক্ষা ছড়া গান| Kids Learning Animation | Nature Learning Bangla 2D Cartoon | Sabaar Ami Chatro

সবার আমি ছাত্র
আকাশ আমায় শিক্ষা দিল
উদার হতে ভাই রে;
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর পাই রে।
পাহাড় শিখায় তাহার সমান
হই যেন ভাই মৌন-মহান্,
খোলা মাঠের উপদেশে—
দিল্-খোলা হই তাই রে।

সূর্য আমায় মন্ত্রণা দেয়
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখালো হাসতে মেদুর,
মধুর কথা বলতে।
ইঙ্গিতে তার শিখায় সাগর,—
অন্তর হোক রত্ন-আকর;
নদীর কাছে শিক্ষা পেলাম
আপন বেগে চলতে।

মাটির কাছে সহিষ্ণুতা
পেলাম আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল দীক্ষা।
ঝরনা তাহার সহজ গানে
গান জাগালো আমার প্রাণে,
শ্যাম বনানী সরসতা
আমায় দিল ভিক্ষা।

বিশ্ব-জোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবের নতুন জিনিস,
শিখছি দিবারাত্র;
এই পৃথিবীর বিরাট খাতায়
পাঠ্য যে-সব পাতায় পাতায়,
শিখছি সে-সব কৌতূহলে
সন্দেহ নাই মাত্র॥

সবার আমি ছাত্র” কবিতার উপর ভিত্তি করে তৈরি করা এই রঙিন 2D বাংলা কিডস অ্যানিমেশন ভিডিওতে শিশুরা শিখবে আকাশ, বাতাস, পাহাড়, নদী, সূর্য ও চাঁদ থেকে জীবন–শিক্ষা।
শিশুদের শিক্ষা, আনন্দ, নৈতিকতা ও প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলার জন্য উপযুক্ত একটি মজাদার ভিডিও।

✓ Kids Learning
✓ Bengali Moral Story
✓ Educational Animation
✓ Nature Teaching Animation

#সবারআমিছাত্র #বাংলাকবিতা #কিডসঅ্যানিমেশন #শিশুশিক্ষা #বাংলাশিশুগান

31/12/2025

Goodbye 2025 👋 Welcome 2026 🎉 | Funny Cartoon Animation | Dotflicks Side Frame Studio

হ্যালো ছোট্ট বন্ধুরা 👶🧒
বিদায় ২০২৫, স্বাগতম নতুন বছর ২০২৬ 🎉

Dotflicks Studio নিয়ে এসেছে একদম নতুন
🎨 2D & 3D কার্টুন অ্যানিমেশন
😂 মজার জোকস
📚 সহজ ও আনন্দময় শেখার গল্প

এই ভিডিওতে আছে—
রঙিন চরিত্র,
হাসির মজা,
আর নতুন বছরের ছোট্ট শিক্ষা।

নতুন বছর মানে নতুন শেখা,
নতুন বন্ধু,
আর আরও বেশি মজা 😄

👉 বাবা-মায়েরা, আপনার শিশুর জন্য এটি Safe & Educational Content
👉 ভিডিও ভালো লাগলে Like 👍 Subscribe 🔔 করতে ভুলবেন না।

Dotflicks Studio — Learn with Fun, Smile with Animation 🌈



Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dotflicks Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

Dotflick Studio

Dotflicks Studio is an animation farm. Dotflicks Studio Advanced Animation Farm Among the new Animation firms in Bangladesh.We have a strong team. We Provide animation in different countries including Bangladesh. Among the services we provide Like as Intro Video, Logo animation, Commercial & Short Viveo Animation.Animation film is our main goal.

Are in management

Nawab Nasir & Md.Akhtarul Islam