A M TV

A M TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A M TV, TV/Movie Award, Comilla.

🎬 আমাদের চ্যানেলে যা পাবেন:
✅ বাস্তব জীবনের ঘটনা
✅ ভ্রমণ ও ফুড ব্লগ
✅ সামাজিক সচেতনতা
✅ মানবতা ও ভালোবাসার গল্প
✅ লাইভ কনটেন্ট
✅ ভাইরাল ঘটনা বিশ্লেষণ
ভিডিও হোক বাস্তবতার" — A M TV বিশ্বাস করে একটি ভিডিও বদলে দিতে পারে একজন মানুষের চিন্তা, ভাবনা ও জীবন।

আল্লাহ যদি আপনাকে প্রথম দেখার সুযোগ করে দেয়, তাহলে( সুবহানাল্লাহ) বলতে ভুলবেন না।
10/08/2025

আল্লাহ যদি আপনাকে প্রথম দেখার সুযোগ করে দেয়, তাহলে( সুবহানাল্লাহ) বলতে ভুলবেন না।

আল্লাহর প্রিয় প্রেমিকদের দেখতে চাই।
10/08/2025

আল্লাহর প্রিয় প্রেমিকদের দেখতে চাই।

মুসলিম হলে শেয়ার দিবেন
10/08/2025

মুসলিম হলে শেয়ার দিবেন

🐝 জানো কি? মৌমাছির জীবন রহস্য!মৌমাছির আসলে দুটি পেট থাকে —🔹 একটি নিজের খাবার হজমের জন্য🔹 আরেকটি শুধু অমৃত জমা রাখার জন্য...
09/08/2025

🐝 জানো কি? মৌমাছির জীবন রহস্য!

মৌমাছির আসলে দুটি পেট থাকে —
🔹 একটি নিজের খাবার হজমের জন্য
🔹 আরেকটি শুধু অমৃত জমা রাখার জন্য, যেটিকে বলা হয় "Bee Stomach" — এখানেই মধু তৈরির শুরু।

🌼 একটি মৌমাছি গড়ে মাত্র ৪০ দিন বাঁচে।
এই অল্প সময়ে সে প্রায় ১০০০টি ফুল থেকে অমৃত সংগ্রহ করে।
কিন্তু জানো কি? তার সারাজীবনের পরিশ্রমে তৈরি হয় মাত্র এক চা চামচ মধু! 🍯

🥄 আমাদের কাছে এক চামচ মধু হয়তো তুচ্ছ মনে হতে পারে,
কিন্তু মৌমাছির কাছে —
এটাই তার সারা জীবনের গল্প। ❤️🐝

🦖 ডাইনোসরের দেহ থেকেই এসেছে আজকের তেল! 😮কোটি কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত বিশালাকায় ডাইনোসর।যখন তারা মারা যেত, তাদের...
08/08/2025

🦖 ডাইনোসরের দেহ থেকেই এসেছে আজকের তেল! 😮
কোটি কোটি বছর আগে পৃথিবীতে ঘুরে বেড়াত বিশালাকায় ডাইনোসর।
যখন তারা মারা যেত, তাদের বিশাল দেহ সমুদ্রের তলায় বা মাটির নিচে চাপা পড়ত।
সময়ের সাথে সেই দেহগুলোর উপর জমত পলি আর কাদা, তৈরি হত প্রচণ্ড চাপ।
অক্সিজেনবিহীন পরিবেশে, সেই চাপ ও তাপে ডাইনোসরের মাংস ও হাড় ধীরে ধীরে তেলে রূপ নিত।
এইভাবেই তাদের দেহ কোটি কোটি বছরে পরিণত হয়েছে আজকের পেট্রোল, ডিজেল আর গ্যাস।
তাই যখন গাড়ি চালান, মনে রাখবেন — আপনি হয়তো কোনো প্রাচীন টি-রেক্স বা ট্রাইসেরাটপসের শক্তি ব্যবহার করছেন! 🚗

🌍 মরুভূমিতে যুগান্তকারী আবিষ্কার! 🌵☀️সৌদি আরবের বিশাল নাফুদ মরুভূমি এখন পাচ্ছে জীবনের নতুন আশা—সৌরচালিত লেজার টাওয়ার!হার...
08/08/2025

🌍 মরুভূমিতে যুগান্তকারী আবিষ্কার! 🌵☀️

সৌদি আরবের বিশাল নাফুদ মরুভূমি এখন পাচ্ছে জীবনের নতুন আশা—সৌরচালিত লেজার টাওয়ার!
হারিয়ে যাওয়া ভ্রমণকারীদের জন্য এই টাওয়ার যেন এক আশীর্বাদ।

☀️ দিনে: সূর্যের আলো থেকে চার্জ নেয়
🌙 রাতে: শক্তিশালী সবুজ লেজার রশ্মি ছড়িয়ে নিকটস্থ পানির উৎসের পথ দেখায়

এই অভিনব উদ্যোগের নায়ক সাহসী অভিযাত্রী মোহাম্মদ ফুহাইদ আল-সোহাইমান আল-রাম্মালি।
📡 ইন্টারনেট নয়, ব্যাটারিও নয়—পুরোপুরি স্বনির্ভর ও টেকসই প্রযুক্তি।

🇸🇦 সৌদি সরকারের সহায়তায় ইতিমধ্যে বসানো হয়েছে একাধিক টাওয়ার, আরও অনেক স্থাপনের কাজ চলছে।
মরুভূমির কঠিন বাস্তবতায় এই প্রযুক্তি এখন জীবনের পথে আলোর দিশা দিচ্ছে।

🔴 সতর্কতা মূলক পোস্ট 🔴মাত্র ৬ মাস বয়সী একটি শিশু ১৫ দিন আগে একটি কানের দুল গিলে ফেলে, যা গিয়ে আটকে ছিল শিশুটির বুকের ভিত...
07/08/2025

🔴 সতর্কতা মূলক পোস্ট 🔴

মাত্র ৬ মাস বয়সী একটি শিশু ১৫ দিন আগে একটি কানের দুল গিলে ফেলে, যা গিয়ে আটকে ছিল শিশুটির বুকের ভিতরে খাদ্যনালীতে।

এই বয়সে এমন একটি বস্তু বের করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল একটি কাজ, কারণ শিশুর শ্বাসনালী ও খাদ্যনালী অনেক বেশি সংবেদনশীল।

📍 আলহামদুলিল্লাহ, বিআরবি হসপিটালে মাত্র ৪০ মিনিটের চেষ্টায় সফলভাবে এন্ডোসকপি করে কানের দুলটি বের করা সম্ভব হয়েছে এবং শিশুটি এখন পুরোপুরি সুস্থ।

বিশেষ কৃতজ্ঞতা জানাই:
🔸 এনেস্থিসিয়া বিভাগের কনসালটেন্ট ও আমার বন্ধু Kutub Uddin Khan
🔸 এবং এন্ডোসকপি টিমের প্রতিটি সদস্যকে – যাঁদের সমন্বিত প্রচেষ্টায় এই লাইফ সেভিং প্রসিডিউর সফলভাবে সম্পন্ন হয়েছে।

📸 শিশুটির অভিভাবকের অনুমতি নিয়ে ছবি তোলা হয়েছে শুধুমাত্র সচেতনতামূলক বার্তার উদ্দেশ্যে।

❗ প্রিয় অভিভাবকগণ, দয়া করে খেয়াল রাখুন – শিশুর আশেপাশে যেন কখনোই ছোট ধাতব বস্তু, গয়না বা খেলনা না থাকে। এক মুহূর্তের অসাবধানতায় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।


ডাঃ কামাল হোসেন
ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট
কনসালটেন্ট, ঢাকা মেডিকেল কলেজ ও বিআরবি হসপিটাল

🌀 শেয়ার করে অন্য অভিভাবকদের সচেতন করুন।
#সতর্কতা #শিশুর_নিরাপত্তা #লাইফসেভিং_স্টোরি

📢 ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে দুর্নীতি: আমরা কতদিন চুপ থাকবো?আমরা অনেকেই জানি—ইউনিয়ন ভূমি অফিস বা ইউনিয়ন পরিষদ অফিস...
03/08/2025

📢 ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে দুর্নীতি: আমরা কতদিন চুপ থাকবো?
আমরা অনেকেই জানি—
ইউনিয়ন ভূমি অফিস বা ইউনিয়ন পরিষদ অফিসে গেলেই কাজের চেয়ে ঘুষের গল্প বেশি শোনা যায়।

🔻 জন্ম নিবন্ধন করতে গেলেই শুরু হয় নাটক —
“নাম ভুল”, “সার্ভার নাই”, “আগে টাকা দেন”... অথচ এসব সম্পূর্ণ ফ্রি সরকারি সেবা!

🔻 ওয়ারিশ সনদ পেতে হলে লাগবে চেনাজানা ও চা-পানির টাকা —
যার প্রকৃত হক, তাকেই বারবার ঘুরতে হয়।

🔻 নাগরিক সনদ, বিবিধ সনদ নিতে গেলেও দালালের দাপট —
যদি টাকা না দেন, তাহলে হয় ‘আবেদন খুঁজে পাওয়া যায় না’, নয়তো ‘চেয়ারম্যান সই করেন নাই’।

🔻 ভূমি অফিসে তো যেন ঘুষই নিয়ম!
নামজারি, পর্চা, মাপঝোঁক — সবকিছুতেই ঘুষ ছাড়া ফাইল নড়ে না।

💥 সাধারণ মানুষ যেসব কাগজপত্র পেতে চায়, সেগুলোর পেছনে তাদের ঘাম ঝরে, সময় যায়, আর পকেট খালি হয়। অথচ এসব সেবা সরকারি ও বিনামূল্যে দেয়ার কথা।

❗আমরা কি এভাবেই চলতে দেবো?
👉 দুর্নীতিকে না বলুন।
👉 নিজের অধিকার সম্পর্কে জানুন।
👉 ঘুষ চাইলেই সরাসরি অভিযোগ করুন জেলা প্রশাসক কার্যালয়ে বা ৩৩৩ নম্বরে কল করুন।

📢 সময় এসেছে প্রশ্ন করার, প্রতিবাদ করার!
আপনি যদি চুপ থাকেন, কালকে আপনার সন্তানের জন্ম সনদও ঘুষ ছাড়া হবে না।

#দুর্নীতি_বিরোধী_প্রতিরোধ
#ইউনিয়নঅফিস #ভূমি_অফিস #জন্মনিবন্ধন #নাগরিকসনদ #ঘুষ #সচেতনতা
#অধিকার_আমার_দায়িত্ব_সবার

02/08/2025

নোয়াখালী মানুষ ছোট বলে থেকে নাকি এমনি হয়

The game will be
02/08/2025

The game will be

🐚 গলা লম্বা শামুক! আপনি কি জানেন...? 😲এলিফ্যান্ট ক্ল্যাম নামেও পরিচিত “জিওডাক” (Geoduck), পৃথিবীর অন্যতম বিশাল আকৃতির শা...
02/08/2025

🐚 গলা লম্বা শামুক! আপনি কি জানেন...? 😲
এলিফ্যান্ট ক্ল্যাম নামেও পরিচিত “জিওডাক” (Geoduck), পৃথিবীর অন্যতম বিশাল আকৃতির শামুক!
এর বৈজ্ঞানিক নাম Panopaea generosa, যা প্রশান্ত মহাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চল, বিশেষ করে উত্তর আমেরিকার উপকূলে পাওয়া যায়।
🔍 আশ্চর্য সব তথ্য:
✅ লম্বা হয় প্রায় ৬ ফুট (১.৮ মিটার) পর্যন্ত!
✅ আয়ু হতে পারে ১০০ বছরেরও বেশি!
✅ এর “ঘাড়” বা সিফনে থাকে দুটি মুখ –
🔹 একটি দিয়ে শ্বাস ও খাওয়ার কাজ হয়
🔹 অন্যটি দিয়ে পানি ফিল্টার করে বের করে দেয়
এই অদ্ভুত প্রাণীটি দেখতে যেমন অস্বাভাবিক, এর জীবনযাপনও তেমনি আশ্চর্যজনক!
📌 জানলে কি অবাক লাগল?
⏩ বন্ধুদের জানাতে শেয়ার করুন!
#অদ্ভুতপ্রাণী #প্রকৃতিরআশ্চর্য #বিশ্বজ্ঞান #শামুক_তথ্য

🧵 যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য!এক বিস্মৃত নায়িকার গল্প⏳ সময়: ১৭৬০ সাল📍 স্থান: ফ্রান্স⚠️ পরিস্থিতি: মা ও নবজাত...
01/08/2025

🧵 যে কাপড় বদলে দিয়েছিল হাজারো মায়ের ভাগ্য!
এক বিস্মৃত নায়িকার গল্প

⏳ সময়: ১৭৬০ সাল
📍 স্থান: ফ্রান্স
⚠️ পরিস্থিতি: মা ও নবজাতকের মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা।

এই অন্ধকার সময়ে এক নারী এগিয়ে এলেন—
👩‍⚕️ আঞ্জেলিক মার্গারিট ল্য বুরসিয়ে দু কুদ্রে
তিনি ছিলেন শুধু ধাত্রী নন, এক বিপ্লবী উদ্ভাবক।

🎯 লক্ষ্য: মা ও শিশুর জীবন রক্ষা
🧠 উপায়: তৈরি করলেন কাপড়, চামড়া ও তুলা দিয়ে একটি নারীদেহ ও জ/রায়ুর মডেল—
যা পরিচিত ছিল “The Machine” নামে।

🎓 এতে হাতেকলমে শিখতেন ধাত্রীবিদ্যা।
🧳 রাজা পঞ্চদশ লুইয়ের অনুমতিতে ২৫ বছর ধরে তিনি গ্রামে গ্রামে ঘুরে ৪,০০০+ নারীকে প্রশিক্ষণ দেন!
📚 প্রকাশ করেন যুগান্তকারী বই — “Abrégé de l’Art des Accouchements”

💔 ইতিহাস তাঁকে ভুলে গেলেও
❤️ তিনি ছিলেন মাতৃত্ব রক্ষার এক নীরব নায়িকা,
যার সৃষ্ট মডেল আজকের মেডিকেল ট্রেনিংয়ের পথপ্রদর্শক।

একজন নারী, এক কাপড়ের জরায়ু, আর হাজারো প্রাণ বাঁচানোর গল্প—ভুলে যাবার নয়! 🙌

Address

Comilla
3623

Alerts

Be the first to know and let us send you an email when A M TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A M TV:

Share