Sabbir Ahmed

Sabbir Ahmed Hello everyone!!!

ফেসবুকে ছবি বা ভিডিও ছাড়া পোস্টে রিচ নাই। ইচ্ছে সত্বেও অনেকদিন ছবি তোলা হচ্ছে না তাই অনিচ্ছা সত্বেই এই ছবিটা দিলাম 🤦‍♂️
08/08/2025

ফেসবুকে ছবি বা ভিডিও ছাড়া পোস্টে রিচ নাই।

ইচ্ছে সত্বেও অনেকদিন ছবি তোলা হচ্ছে না তাই অনিচ্ছা সত্বেই এই ছবিটা দিলাম 🤦‍♂️

✅ অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন1. ভিজিট করুন: https:...
08/08/2025

✅ অনলাইনে জিরো ট্যাক্স রিটার্ন দেওয়ার নিয়ম (ই-রিটার্ন)

🔸 ধাপ ১: এনবিআর পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করুন

1. ভিজিট করুন: https://etaxnbr.gov.bd

2. "Register" বা "নিবন্ধন করুন" বাটনে ক্লিক করুন।

3. আপনার TIN নম্বর, NID, জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলুন।

4. ইউজারনেম, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

---

🔸 ধাপ ২: নতুন রিটার্ন ফাইল শুরু করুন

1. Login করার পর Dashboard এ যান।

2. “Return Filing” বা “রিটার্ন দাখিল” অপশনে ক্লিক করুন।

3. করবর্ষ (যেমন: 2024-2025) সিলেক্ট করুন।

4. Return Type হিসেবে “Normal Return” সিলেক্ট করুন।

---

🔸 ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন (জিরো ইনকাম অনুযায়ী)

প্রধান সেকশনগুলোতে কীভাবে পূরণ করবেন:

সেকশন কী লিখবেন (জিরো ইনকাম হলে)

পেশা ফ্রিল্যান্সার / আইটি সেবা
আয় বিবরণী সবখানে “০” দিন
ব্যাংক হিসাব যেসব অ্যাকাউন্ট আছে, শুধু অ্যাকাউন্ট নম্বর ও ব্যাংকের নাম দিন
সম্পত্তি ও দায় কিছু না থাকলে “০” দিন
অন্যান্য তথ্য NID, ফোন, ইমেইল দিন

---

🔸 ধাপ ৪: ঘোষণাপত্র (Declaration)

সঠিক তথ্য দিয়েছেন এটা নিশ্চিত করে:

✔️ টিক দিন "আমি নিশ্চিত করছি..."

নাম ও জমাদান তারিখ লিখে “Submit” দিন।

---

🔸 ধাপ ৫: Acknowledgement Download করুন

জমা দিলে আপনি একটি Acknowledgement Receipt পাবেন:

PDF ফরম্যাটে ডাউনলোড করুন

প্রিন্ট করে রেখে দিন, প্রমাণ হিসেবে।

---

📌 কিছু অতিরিক্ত টিপস:

✅ ফ্রিল্যান্স ইনকাম থাকলে:

Section 43 এর অধীনে “Tax Exempted” হিসেবে দেখান

আয় দেখান, কিন্তু “ট্যাক্স অ্যাপ্লিকেবল নয়” সিলেক্ট করুন

✅ রিটার্ন ফাইলের সময়সীমা:

প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিতে হয়

✅ একবার রিটার্ন ফাইল করলে:

পরের বছর “পূর্ববর্তী রিটার্ন থেকে কপি” অপশন ব্যবহার করে দ্রুত করতে পারবেন

02/08/2025

সোশ্যাল মিডিয়ার এমন Stream এ আছি। একটা ১০০% Emotional ভিডিও আসলে। পরের ভিডিও টা আসে ২০০% Motivational 😃

01/08/2025

গত কয়েক মাস ও বছর খানেক তো আমেরিকার Ai প্রোডাক্ট গুলো দেখলেন 😃

আগামী দিনগুলোতে চায়নাও পিছিয়ে থাকবে না 🤫

সপ্তাহে প্রায় প্রতিদিনই ১-২ টা এমন পোস্ট এমন দেখি যে লাখ লাখ ভিউ অথচ ইনকাম দুই শূন্য পার করতে পারছে না তিন শূন্য তো দুঃস...
01/08/2025

সপ্তাহে প্রায় প্রতিদিনই ১-২ টা এমন পোস্ট এমন দেখি যে লাখ লাখ ভিউ অথচ ইনকাম দুই শূন্য পার করতে পারছে না তিন শূন্য তো দুঃস্বপ্ন। 😂

এর Exact কারণ জানি না তবে আমি আমার দৃষ্টিকোণ থেকে ছোট্ট একটা বিশ্লেষণ দিতে চাই। বিশ্লেষণ দেয়ার কারণ আমাদের বাংলাদেশি Audience কন্টেন্ট ভিউ করলে আয় হচ্ছে না অন্য দেশ থেকে দেখলে হচ্ছে।

তো এবার সোজা কথায় আসি ফেসবুক বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে Earning করে। বর্তমানের ফেসবুক তাদের পুরো সিস্টেমেই AI (Artificial Intelligence) ইমপ্লিমেন্ট করতেছে। Ads সিস্টেম টাও এর বাইরে না। ফেসবুক চাচ্ছে যারা Ads রান করে তাদের অল্প টাকায় একটা বেটার রেজাল্ট দিতে।

কিন্তু এইটা হবে কীভাবে? 🤨

এখানেই আসে কন্টেন্ট এর খেলা। আমাদের দেশের যারা কন্টেন্ট বানায় Maximum ই Audience Target করে Content বানাচ্ছে না। আজ Funny কন্টেন্ট তো কাল Educational তো পরশু emotional video এভাবেই Daily audience চেইঞ্জ হচ্ছে। চেইঞ্জ হয়ে কন্টেন্ট গুলো যাচ্ছে এমন এক Audience এর কাছে।

এই Audience তো মাশাআল্লাহ 😃

এই Audience দের কাছে ফেসবুক Ads দেখায়। 😃

এখানেই শুরু হয় অনলাইন ব্যবসায়ীদের ব্যবসা চান্দে তোলার হালখাতা। এরা নিবে না তবুও কমেন্ট করবে প্রাইজ please. ওকে এবার দামটা যদি বলেন আর কি মনে করেন বাজারের সবচেয়ে কম দাম বললেও তারা এমন এক দাম বলবে যা শুনে মন থেকে ব্যবসা নামক ভূত দৌড় দেয় দেয় অবস্থা। মানে Product এর মূল প্রাইজ থেকে প্যাকেজিং আর ডেলিভারি Cost মিলে যা হবে তা বাদ দিয়ে যা হবে তাই বলবে। এখানেও আবার Twist আছে দাম যা বলবে তা কিন্তু ডেলিভারি চার্জ সহ। এই তো গেলো একটা গ্রুপ।

আরেকটা গ্রুপ এরা আবার কারা?🤔

এরা আবার একটু আপডেট। এরা যা করে তা ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ বলার মতো যতক্ষণ না ডেলিভারি ম্যান Product নিয়ে লোকেশনে গিয়ে শুনতে পায় "ভাই আমি তো বাসায় নাই" ওকে "কাউকে দিয়ে রিসিভ করান" "ভাই আমার এখানে কেউ নাই"।
মানে সে এই মুহুর্তে এতিম হয়ে গেছে। কেউ যদি প্রোডাক্ট হাতে নিয়ে দেখে বলে পছন্দ হয় নাই সেক্ষেত্রে অন্য হিসেব। কিন্তু ব্যবসা এখনো টিকে আছে কেন জানেন অনেক কাস্টমার ই ব্যাপার গুলো বুঝেন এজন্য তারা ডেলিভারি চার্জ অনেকটাই পরিশোধ করেন।

কিন্তু ভাই এই যে যারা ডেলিভারি রিসিভ করলেন না তাদের যে একটা লিস্ট হচ্ছে এই খবর তো আর তারা জানে না।

" আরে ভাই লিস্ট হলে হবে তাতে কি কিসের ভয় দেখান?"

না ভাই ভয় দেখাচ্ছি না। শুধু বলতে চাচ্ছি কয়টা প্রোডাক্ট Order দিয়ে রিসিভ করবেন না শুধু। এর পর দেখবেন যদি বলেন ভাই ডেলিভারি চার্জ আগে দিচ্ছি প্রোডাক্ট পাঠান। তবুও কোনো অনলাইন শপ Product পাঠাবে না কারণ কি জানেন। কিছু প্রোডাক্ট এমন থাকে যেগুলোর বক্স একবার খোলার পর বক্স যদি কোন ভাবে নষ্ট হয় তা যদি রিটার্ন আসে তবে সেই প্রোডাক্ট ব্যবসায়ীর যাদুঘরে রাখা ছাড়া উপায় নেই কারো কারো।

এই তো গেলো আমাদের দেশের Super Audience দের অবস্থা যার কাছে ৫০০ টাকার প্রোডাক্ট বেচতে ২০০ টাকা Ads এ খরচ করতে হয়। ফেসবুকের ও খরচ হয় Ai দিয়ে ব্যবসায়ী আর উদ্যোক্তাদের এই Super কাস্টমার দের খুজতে। 😑

এবার বলেন Content Creator ভাই ও শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের আয় কমে যাওয়ার জন্য দায়ী কে বা কারা?🤫

Super Audience নিয়ে তো মাত্র বলা শুরু করেছি। দিনে দিনে আরো জানবেন 🫡

07/06/2025

I have started my 100 days challenge from 1st June 2025 🙂

16/04/2024

কিছু মানুষের ভাব এমন যে তারা Elon Mask এর চেয়ে Busy 💌🕜

তারা অনেক কিছু দেখেও দেখে না 🥹

20/03/2024

আপনি কোনটা সিলেক্ট করবেন?

ক. SSC & HSC তে 5.00
খ. Fiverr এ 5* Ratings

Cox's Bazar Tour Begins.🏖️
19/02/2024

Cox's Bazar Tour Begins.🏖️

বইয়ের হাজারো মেসেজ এর ভিড়ে, সেই মেসেজটি কোথায় যেটা শুধু উৎসর্গ করেছে আমায় 😌😬
26/01/2024

বইয়ের হাজারো মেসেজ এর ভিড়ে, সেই মেসেজটি কোথায় যেটা শুধু উৎসর্গ করেছে আমায় 😌😬

অবশেষে ঢাকাতেও শীত চলে আসছে 🥶🥶
15/12/2023

অবশেষে ঢাকাতেও শীত চলে আসছে 🥶🥶

আমার জন্য আলো জ্বেলো না কেউআমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছিশেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না,...
06/10/2023

আমার জন্য আলো জ্বেলো না কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ,
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না, না, না,
না, না, না, না, না, না। 🤕

Address


Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share