19/03/2025
গাজায় রক্ত ঝরছে, আর কতদিন?
রক্তে ভিজে গেছে গাজার আকাশ,
বোমার আগুনে পুড়ছে নিষ্পাপ শিশুর হাসি।
মায়ের কোলে থাকা শিশুটিও রেহাই পায়নি,
তার ক্ষতবিক্ষত দেহটাই যেন যুদ্ধের নিষ্ঠুরতম প্রশ্ন—
কেন? কী দোষ ছিল তার?
ঘুমন্ত শিশুর গায়ে বোমার আগুন,
স্কুলের বেঞ্চ ভেঙে পড়েছে ধ্বংসস্তূপে,
একটি বইয়ের পাতায় রক্তের ছোপ,
এটাই কি সভ্যতার সংজ্ঞা?
চুপ করে থাকলে আমরাও অপরাধী!
গাজার রক্ত যদি তোমার শিরায় আগুন না ধরায়,
তবে জানবে, মানবতা তোমার ভেতর মৃত!
গর্জে উঠো! প্রতিবাদ করো!
একটি শিশুর কান্নাও যদি আমাদের হৃদয় না কাঁপায়,
তবে আমরা মানুষ নই, শুধুই নির্বাক দর্শক!
রুখে দাঁড়াও, বিশ্বকে জাগাও!
গাজার রক্ত বৃথা যেতে দেব না,
এই অন্যায়ের অবসান হবেই!
ন্যায়বিচারের দিন আসবেই!
ফিলিস্তিন জিতবেই!