Rimon Hasan Chad

  • Home
  • Rimon Hasan Chad

Rimon Hasan Chad Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rimon Hasan Chad, Digital creator, .

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে...
22/07/2025

দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।
মাইলস্টোনের টিচার মেহরিন চৌধুরী নিজে ৮০% দগ্ধ হয়েছেন। কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতী ছিলেন না। শুধু বলছিলেন, দৌড়াও, ভয় পেয়ো না। আমি আছি।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষিকা মেহরিনের সাহসিকতায় অন্তত ২০ জন শিক্ষার্থীর প্রাণ রক্ষা সম্ভব হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন, “ম্যাডাম ভিতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলারে বের করে দিছেন, তারপর উনিই বের হতে পারেন নাই।”

নিজের জীবন উৎসর্গ করে ২০টি তাজা প্রাণ বাঁচালেন এই মহীয়সী নারী।

বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে।

শত শত সালাম সেই মায়ের প্রতি যার গর্ভে মেহরীন চৌধুরী নামক রত্নটি জন্মেছে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ* হত বন্ধুকে ক্লাসরুম থে...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ* হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ* তদে *হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা* রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম বন্ধু তুই আসবি💔😅

It's not an accident ❌. It's murder. ✅To my knowledge (correct me if I am wrong) only Bangladesh, Myanmar, India and Pak...
21/07/2025

It's not an accident ❌. It's murder. ✅

To my knowledge (correct me if I am wrong) only Bangladesh, Myanmar, India and Pakistan uses F-7s still.

And you know the fun fact? Bangladesh has more F-7 than the rest 3 countries combined, or there about. (Again correct me if I am wrong)

This craft is not just a museum piece and absurdly unsafe to manoeuvre. It also requires unimaginable level of maintenance and follow up to even get it off the ground.

It is not an aircraft anymore .... it is basically a time bomb with wings and a living breathing human being inside it.

The time was just finally up for the bomb today. And took away God knows how many lives with it.

No let me correct that. Took away God knows how many innocent little children with it and a fighter pilot, who is supposed to be a one in a million.

You can call it an accident if that makes you sleep better at night.

But you do not have to be a pilot nor aviation expert to find out that the flying coffin that is F-7 should never have left the hanger. Unless it was for the scrapyard.

Anyway. 2 more weeks and we will just wait for another incident and move on.

All iz well... As always :)

21/07/2025

Pray for them 😥

21/07/2025

ছুটির মুহূর্ত!
একেকজনের মনে একেক চিন্তা। কেউ কি ভেবেছিল আকাশ থেকে হুট করে কিছু তাদের উপর পড়বে?
না, কেউ ভাবে নি। কিন্তু আজকে হলো মাইলস্টোনে।

বাংলাদেশ এয়ারফোর্সের ট্রেনিং বিমানের অবস্থা যে কী— তা নতুন করে আমাকে বলতে হবে না।
এত কোটি টাকা খরচ হয় দেশে— কোথায় যায় সেই বাজেট?
এই খাতে কেন পর্যাপ্ত ইনভেস্ট করা হয় না?
আজকের এই এক্সিডেন্টের দায় কার?

আরেকটা জিনিস।
কিংস পার্টির লোকেরা এখন হুট করে বলবে,
“এইসব দুর্ঘটনা ঘটতেছে কারণ দেশে মানবাধিকার নাই। আমাদের মানবাধিকার সংস্থা দরকার।”
না না— লিটেরেলি এইরকমই বলতে শুনেছি গতকাল।
যে দেশের ভেতরে অপরাধ হয়, সেই দেশে সংস্থা লাগবে— মানে কী?
তাহলে রাষ্ট্রক্ষমতা দিয়ে দাও না—
বিদেশি এনজিওর হাতে দেশ চালানোর লাইসেন্স দিয়ে দাও!

কিন্তু মূল কথা—
আমরা ভালো থাকতে চাই।
আমরা নিরাপদ থাকতে চাই।
আজকের এই ঘটনাটা হৃদয়বিদারক।
এই জায়গায় আমার আপনার সন্তান, ভাই, বোনও থাকতে পারতো।

সিস্টেম ম্যানেজমেন্ট ইমপ্রুভ হোক।
জবাবদিহিতা তৈরি হোক।
রাষ্ট্র যদি দায়িত্ব নেয়, দায়িত্ব পালনেও পেশাদার হতে হবে।

21/07/2025

Milestone School 💔😭

21/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।

একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?

প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...

কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?

এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।

দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।

আজই... এখনই...

04/08/2023

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rimon Hasan Chad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share