
17/04/2023
আদিয়ানের সাথে তার সাক্ষাৎ বেশ পুরনো, ছোটোবেলা থেকে। ঈদের আগে প্লাজা এআর-এ গেলে তার সাথে দেখা হতো, সে চকলেট দিতো। মাঝে ২/৪ বছর অন্য মার্কেটে ছিল। এবার আবার প্লাজা এআর-এ তে গিয়ে দেখা হয়ে গেল। তাকেও আমরা কিছু সমাদর করায়, তার সাথে ছবি তোলায় আদিকে চকলেট দিলো দুইবার, আসা-যাওয়ার পথে।