
24/03/2025
যখন সেনাবাহিনীর সামনে ধানমন্ডি ৩২ নম্বার বাড়িটা ভাঙ্গা হচ্ছিল তখন সেনাবাহিনী ভালো ছিল।যখন শেখ হাসিনা ভারতে চলে গেছে তখন সেনাবাহিনীকে মিস্টি খাওয়াইছিলেন, তখন ওরা দেশপ্রেমিক ছিল।
যখন ডেবিল হান্টের নামে আওয়ামিলীগের অসংখ্য নেতা কর্মীকে বিনা মামলায় ধরতে ছিল,তখনো সেনাবাহিনী ভালো ছিল। এখন যখন অন্যায়ের প্রতিবাদ করেতেছে, এখন সেনাবাহিনী খারাপ হয়ে গেছে?
আগে নিজে ভালো হন ,তাহলে জগৎ ভালো ।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অশালীন ভাষা ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি.....