Shanta Blogs

Shanta Blogs Welcome to my pageThis is Shanta Moni. Here you find several blogs like Islamic, food, and nature. Follow my page and Enjoy the new moments.

18/11/2025

আসসালামু আলাইকুম

17/11/2025

শিক্ষকঃ ধর, তোমার সামনে একটা টাকার বস্তা
আরেকটা জ্ঞানের বস্তা রাখা হল,
তুমি কোনটা নিবে?
ছাত্রঃ স্যার, টাকার বস্তাটা নিব ।
শিক্ষকঃ গাধা, আমি হলে জ্ঞানের বস্তাটা
নিতাম ।
ছাত্রঃ স্যার, যার যেটা অভাব সেতো সেটাই নিবে

16/11/2025

🤣🤣🤣🤣

গ্রামের মানুষ চাচা কুদ্দুস। বয়স পঞ্চাশ পার, কিন্তু মনের দিক দিয়ে একেবারে কিশোর।
চাচার একটা সমস্যা আছে—তিনি বাজারে গেলেই কোনো না কোনো হাস্যকর কাণ্ড ঘটান।

একদিন সকালে চাচা বাজারে গেলেন ডিম কিনতে।

দোকানে গিয়ে বললেন,
“এই ভাই, আমাকে ১২ পিস ডিম দাও, তবে যেন সবগুলোই মেয়ে ডিম হয়। ছেলে ডিম নিলে আবার ঝগড়া করে!”

দোকানদার তো থ!
“চাচা, আবার ডিমও ছেলে-মেয়ে হয় নাকি?”

চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন,
“তুমি তরুণরা কিছুই জানো না! আগের দিন যে ডিম নিয়েছিলাম, ভাজতে দিলে ফুট ফুট করে আওয়াজ করতেছিল।। এটা কি ছেলে ডিম না?”

দোকানদার হাসতে হাসতে বলল,
“ওটা তেল বেশি গরম হয়েছিল, চাচা!”

চাচা হতাশ হয়ে বললেন,
“তেল গরমে ডিম আওয়াজ করে নাকি! আমারে তো নতুন নতুন বিজ্ঞান শিখাইলায়!”

যাই হোক, ডিম কিনে চাচা বাড়ি ফেরার পথে হঠাৎ দেখল রাস্তায় দু’জন পুলিশ দাঁড়িয়ে আছে।
চাচা তো সঙ্গে সঙ্গে ব্যাগের ভেতর ডিম লুকিয়ে ফেলল।

পুলিশ জিজ্ঞেস করল,
“চাচা, ব্যাগে কী আছে?”

চাচা গলা নামিয়ে বললেন,
“কিছু না! সরকারি কিছু নয়!”

পুলিশ হেসে বলল,
“দেখান তো!”

চাচা ব্যাগ খুলতেই ভেতর থেকে একটা ডিম পড়ে ফাট! করে ভেঙে গেল।

পুলিশ হাসি ধরে রাখতে পারল না।
“চাচা, এত লুকোচ্ছেন কেন?”

চাচা গম্ভীর মুখে বললেন,
“ডিম মনে করে ঝামেলা না করেন। আগের বার বাজার থেকে লাউ এনেছিলাম, তারে টমেটো ভেবে ৫০ টাকা জরিমানা দিছিলেন!”

পুলিশ হাসতে হাসতে বলল,
“চাচা, আজকে আপনাকে কোনো জরিমানা দিতে হবে না। শুধু ডিমটা নষ্ট হইল।”

চাচা রাগী মুখে ডিমের ভাঙা খোলটা হাতে নিয়ে বললেন,
“এই ডিমটাও হয়তো ছেলে ডিম আছিল!”

আর পুলিশসহ আশপাশের সবাই হেসে লুটোপুটি!

🤣🤣🤣🤣

মাশাল্লাহ আমার টুনটুনি ❤️❤️
15/11/2025

মাশাল্লাহ আমার টুনটুনি ❤️❤️

15/11/2025

রাতে না ঘুমাইয়া যখন কাজে ব্যস্ত🤩🥰🤩

08/11/2025

আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর সুবহানাল্লাহ ❤️❤️

08/11/2025

জীবনটা কেমন জানি কিছুই ভালো লাগে না 😔😔

03/11/2025

🤣 পাত্রের বাবা যখন বলে আমার ছেলে স্বর্ণের খাটে ঘুমায় 🤣

মেয়ের বাবাঃ বেয়াই সাহেব আপনি তো বলেছিলেন আপনার ছেলে স্বর্ণর খাটে ঘুমায় কিন্তু এটা তো দেখছি কাঠের?😐
ছেলের বাবাঃ ঠিকই দেখছেন। এটা আমার বড় মেয়ের স্বর্ণর খাট।
মেয়েটার বিয়ে হয়ে যাওয়ায় এই খাটে আমার ছেলেই ঘুমায়😁

মেয়ের বাবাঃ বে/হু/স 😾😾😾😾

18/10/2025
18/10/2025

নামাজ পড়লে অন্তরে শান্তি পাওয়া যায় এটাই সবথেকে বড় কৃতিত্ব নামাজের ভিতরে।

11/10/2025

“আগেই সালাম দেওয়ার চেষ্টা করো, কেননা আল্লাহ কাছে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে প্রথমে সালাম প্রদানকারী।” _______বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)

Address

Fani Chattogram

3900

Alerts

Be the first to know and let us send you an email when Shanta Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanta Blogs:

  • Want your business to be the top-listed Media Company?

Share