The RelaX Bro

  • Home
  • The RelaX Bro

The RelaX Bro Me!! The one & only relax guy here trying to create some creative/innovative content.

30/06/2025

উপদেষ্টা আসিফের ব্যাগে পাওয়া গেল ম্যাগাজিন!!
# আসিফের বোকামি, নাকি জনগনে অযথাই হাইপ তৈরি করলো?

#বাংলাদেশ

23/06/2025

দেশটা কোন দলের নয়, দেশটা আমার-আপনার, আসন্ন নির্বাচনে
সামান্য টাকায় নিজের নাগরিক অধিকার বিক্রি না করে বিবেক- বিবেচনায় ভোট দিন। 🙌💪💪💪

05/06/2025

টাকাতে কার ছবি ওটা গর্বের চেয়ে কতটাকা নিজের ব্যাংকে জমা সেটাতে যখন আমরা বেশি সন্তুষ্টি তবে কেন এই নাটক? আর কত রুপ দেখাবেন বাঙ্গালী? কবে হবে আপনাদের চিন্তার সংস্কার?

২০ টাকার নোটে মন্দিরের ছবিতে যদি দেশের মুমিন জনতার ইমানে এবং ইসলামি সংস্কৃতিতে আঘাত হানে তাহলে বলবো জানিনা কতটা মজবুত ছিলো আপনাদের ইমান,
_অহিংসা পরম ধর্ম হওয়া উচিত,
বরং আজকে এবিষয়ে নিয়ে অভিযোগ জানিয়ে সমাজের অন্য শ্রেণীর মানুষের প্রতি আপনাদের হিংসাত্নক মনোভাব ব্যক্ত করলেন, _ধর্ম নিয়ে যে প্রতিহিংসার প্রতিফলন ঘটে, তা কোন বিশাদ নয় এমন ঠুনকো ব্যাপারেই হয়ে থাকে।

যারা মানতে পারছেন না, তারা দয়া করে আপনাদের সুদের, ঘুষের, চুরির, ডাকাতির, টাকা গুলো ২০ টাকা নোট করে আমাকে উপহার দিয়েন, কেমন?
তা বলি হুজুর সুদখোরের টাকা আপনার পকেটে হাত বদল হয়ে যাচ্ছে ওটা হালাল তো?
এমন চিন্তা থেকে কবে বের হবো আমরা?

বলছি, যে বৈদেশিক মুদ্রার উপর দেশের অর্থনীতি দাড়িয়ে সেটাতে কিন্তু জাতির পিতার ছবি নেই, তবুও ওই মুদ্রার প্রতি কারো ভ্রুক্ষেপ নেই। যার ছবিই থাক টাকা আমার দেশের 👊🥸✌️

05/06/2025

আগেই ভালো ছিলামের পক্ষে দেশপ্রেমী সৈনিকদের কাছে-
"ইউনুস সাহেব দ্বারা দেশের কোন উন্নয়ন বা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না বা কখনও সম্ভব
নয়"।
সাধারণ নাগরিক হয়ে এ ব্যপারে আপনার অবস্থান কি ???
আপনিও কি তাই মনে করেন???

23/05/2025

We as "Ungrateful Nation " do not deserve such intelligent mind like Dr. Younus. (Proved again).

আমরা "ডক্টর ইউনুসকে" যোগ্য সম্মান দিতে পারিনি আর এর পরিণাম খুনই ভয়ংকর হতে চলেছে, কারন দলগত Biased চিন্তাভাবনা থেকে এ জাতীকে বের করে আনা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সকল উন্নতির বাধা একটাই, দলগত চিন্তা, বের হয়ে দেশ নিয়ে ভাবুন।
⚠️ If you somehow do not like my opinion please skip the video rather than putting your biased comment other than thinking rational. Thanks.👍

17/05/2025

প্রবাসীর রেমিট্যান্সে দেশ চলে আর এয়ারপোর্টে সেই প্রবাসী মোবাইল ২টার বেশি আনলেই, মোবাইল প্রতি ২৫ হাজার টাকা ট্যাক্স?
তাহলে প্রবাসীরা কেবল হাত বদল হয়?
# দেশের সংবিধান বদলে যায় তবুও প্রবাসীর ভাগ্য বদলায়না।
# অবৈধ দূর্বিসহ প্রবাসীদের বৈধতা নিশ্চিত না করে নতুন কলিংয়ের ব্যবসা করে যে উন্নয়ন দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রহসন।

# প্রবাসী কল্যাণ পরিকল্পনার বাস্তবায়ন কেবল প্রতিশ্রুতি পর্যন্ত সীমাবদ্ধ। তবে এবার পরিবর্তন অনিবার্য, প্রয়োজনে "রেমিট্যান্স শাটডাউন" হবে আরেকবার। 👊⚠️

#মালেশিয়া_প্রবাসী
#প্রবাসি

16/05/2025

মালেশিয়া প্রবাসীদের জন্য কোনটা বেশি জরুরি?
১) কলিং ওপেন করা
২) অবৈধ প্রবাসীদের ভিসার নবায়নের সুযোগ দেওয়া

__কোন আলোচনা- বিহীন ডক্টর আসিফ নজরুল নতুন করে মালেশিয়ায় কলিং ওপেন করার সিদ্ধান্তকে অবান্তর এবং অপরিকল্পিত বলে মনে করি।।
#মালেশিয়া_প্রবাসী
#প্রবাসি

06/03/2025

রমজানে তারাবীর নামাজ নিয়ে কেন এত বিভ্রান্তি?
নামাজ মূলত কয় রাকাত ৮ নাকি ১০?

03/01/2024

এক ট্রিপে পিনাংএর দুইটি বৃহতম ব্রিজ ঘুরে এলাম। A beautiful trip from KL-Penang .0

03/01/2024

পিনাং এর সর্ববৃহত দুটি ব্রীজ কেমন ছিল দেখুন।।।

14/11/2023

For better video quality, Rotate your device....
------------------- প্রকৃতির বিশালতার মাঝে বড্ড ক্ষুদ্রতর মানুষ, সৃষ্টিতে অথবা ধংসের খেলায় প্রকৃতির বিজয় আবশ্যক।

27/06/2023

KLCC trip... মালেশিয়ার সবচেয়ে সুউচ্চ সনামধন্য নির্মাণ কে এল সি সি টাওয়ার। (Petronas tower)।

Address


Alerts

Be the first to know and let us send you an email when The RelaX Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The RelaX Bro:

  • Want your business to be the top-listed Media Company?

Share