Somoy News

Somoy News সময়ের সাথে সত্যের পথে Passion Business Solutions Ltd all UK based business solutions provider.

Operating out of head office in London, PBS offers digital marketing services to businesses in the UK. With services ranging from Pay Per Click Management and SEO, to Email Marketing, CMS and CRM, Passion have the skills and experience to plan and execute multifaceted digital campaigns that will deliver for the business. Bangladesh Office:
Please call: +88 0175 946 7439
Email: [email protected]

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কাম...
17/08/2025

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরা...
17/08/2025

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। নবীন, প্রবীণ, তরুণরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে...
16/08/2025

চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। নবীন, প্রবীণ, তরুণরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এসময় শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশের চেষ্টাকালে সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে এ শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় প্রদক্ষিণ করে আন্দরকিল্লার জেএম সেন হলে গিয়ে শেষ হয়।

পুলিশ জানায়, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম কালবেলাকে বলেন, জন্মাষ্টমীর শোভাযাত্রায় কয়েকজন চিন্ময় কৃষ্ণের প্ল্যাকার্ড হাতে প্রবেশ করতে চায়। আয়োজকরা বিষয়টি চিহ্নিত করে পুলিশকে জানানোর পরে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত বলা যাবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একসময়কার পরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেন সবচেয়ে বড় মাথাব্...
16/08/2025

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একসময়কার পরম বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন যেন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। গুজরাট থেকে দিল্লি হয়ে লালকেল্লায় বিজয়ী নেতার আসনে বসা মোদি আজ শুল্কের আগুনে দিশাহারা। একদিকে ট্রাম্পের কড়া বাণিজ্যিক অবস্থান, অন্যদিকে দেশীয় রাজনীতির চাপ- সব মিলিয়ে ভারতের জন্য পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে উঠছে।

বন্ধুত্ব রক্ষার নামে যদি ওয়াশিংটনের সব শর্ত মানা হয়, তবে ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় কৃষকরা। আবার কৃষকদের ক্ষোভ বাড়লে টালমাটাল হয়ে পড়বে সরকারের ভিত। ফলে এক ভুল পদক্ষেপেই অপ্রতিরোধ্য ভাবমূর্তির মোদিকে নেমে আসতে হতে পারে ব্যর্থ শাসকের তকমায়।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের আরোপিত ৫০ শতাংশ শুল্ক ভারতের অর্থনীতিতে কোভিডের চেয়েও ভয়াবহ অভিঘাত ফেলতে পারে। কারণ ২০২৪ সালে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ২১ হাজার ১২৩ কোটি মার্কিন ডলার। এর মধ্যে ভারতের রপ্তানি ছিল ১২ হাজার ৮৯০ কোটি ডলার। উচ্চ শুল্কের ফলে সেই বিশাল অংশই হুমকির মুখে।

এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়ালমার্ট, অ্যামাজন, টার্গেট ও গ্যাপের মতো মার্কিন খুচরা জায়ান্টরা ইতোমধ্যে ভারত থেকে তাদের অর্ডার স্থগিত করেছে।

কেন এত ক্ষুব্ধ ট্রাম্প?

বিশ্লেষকদের মতে, দুটি প্রধান কারণে ট্রাম্প মিত্র দেশ ভারতের ওপর শুল্ক চাপিয়েছেন- ১. ভারত বাইরের পণ্যের ওপর, বিশেষ করে কৃষিপণ্যে গড়ে ৩৯ শতাংশ আমদানি শুল্ক বসিয়ে বাজার সুরক্ষিত রেখেছে। ২. মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে তেল ও অস্ত্র কিনছে এবং সেই তেল প্রক্রিয়াজাত করে অন্য দেশে বিক্রি করছে।

কৃষকদের জন্য নতুন বিপদ

ভারতে কৃষকদের দুর্দশা নতুন নয়। উৎপাদন খরচ বেশি হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় প্রতি বছর হাজারো কৃষক আত্মহত্যার পথ বেছে নেন। সরকারি তথ্য বলছে, কেবল ২০২২ সালেই ১১,২৯০ কৃষক ও কৃষিশ্রমিক আত্মহত্যা করেছেন, মানে গড়ে প্রতি ঘণ্টায় একজন। এখন যদি ভারত বাজার উন্মুক্ত করে দেয়, তবে সস্তা দামের মার্কিন কৃষিপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে পারবে না দেশীয় কৃষকরা। এতে রাজনৈতিকভাবে ভয়াবহ চাপে পড়বে মোদি সরকার।

বাংলাদেশের জন্য সুযোগ

যেখানে ভারত ও চীনের মতো দেশগুলো শুল্ক ঝড়ের কবলে পড়েছে, সেখানে বাংলাদেশ পাচ্ছে বাড়তি সুবিধা। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের পোশাক রপ্তানির শুল্ক ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়েছে। এতে তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক মার্কিন ক্রেতা ভারত ও চীন থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়েই মার্কিন-ভারত দ্বন্দ্ব বাংলাদেশের জন্য রপ্তানি বাজারে বিরাট সুযোগ তৈরি করে দিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রোজার আগে অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সর...
16/08/2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রোজার আগে অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারির প্রথমার্ধে আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে অনুযায়ী, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠিও দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে।

সবমিলিয়ে দেশে যখন নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে, ঠিক তখন অন্তর্বর্তী সরকার গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সংস্কার ব্যতীত নির্বাচন হলে- তা বিতর্কিত হতে পারে।’

শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে তিনি আরও বলেন, ‘লেজুড়ভিত্তিক ছাত্র রাজনীতি গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে।’

তবে বদিউল আলম মজুমদার এও বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ফেব্রুয়ারিতে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি।’

তিনি বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার, নাগরিক সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য।

এবারের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে রাজনৈতিক দলসমূহ যদি হুণ্ডা-গুণ্ডা ও টাকার খেলায় মত্ত থাকে, তাহলে ভালো নির্বাচন সম্ভব নয় বলেও সতর্ক করেন বদিউল আলম মজুমদার।

আসনভিত্তিক ও আনুপাতিক— উভয় পদ্ধতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান আলোচনায় নিম্নকক্ষ আসনভিত্তিক আর উচ্চকক্ষ আনুপাতিক পদ্ধতিতে গঠনের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।’

অনুষ্ঠানের সভাপতি ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলগুলো এখনো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। জুলাই সনদ চূড়ান্ত না হওয়া এবং সনাতন নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে- তা নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর বিরোধ নতুন শঙ্কা তৈরি করেছে।’ ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ ভয়াবহ সংকটে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ছায়া সংসদের প্রতিযোগিতায় ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান’ শীর্ষক বিতর্কে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন- অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. এসএম মোর্শেদ, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক জাকির হোসেন লিটন এবং সাংবাদিক মো. হুমায়ূন কবীর। শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার ...
16/08/2025

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে গিয়ে এক অপ্রত্যাশিত মুহূর্তের মুখোমুখি হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লাল কার্পেট সংবর্ধনার পর ট্রাম্পের সঙ্গে করমর্দন করে হাঁটছিলেন তিনি।

ঠিক সে সময় মাথার ওপর দিয়ে উড়ে যায় যুক্তরাষ্ট্রের ভয়ংকর বি-২ স্টিলথ বোমারু বিমান। আকস্মিক গর্জনে আকাশ-বাতাস কেঁপে ওঠে, আর হঠাৎ থমকে গিয়ে আকাশের দিকে তাকান পুতিন। কিছুক্ষণ পর ট্রাম্প হাসিমুখে তার কানে কিছু বললে আবারও স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করেন তিনি।

এ দৃশ্য ধরা পড়ে ২২ সেকেন্ডের এক ভিডিওতে, যা ইতোমধ্যেই ভাইরাল। ঘটনাটি ঘটে আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন জয়েন্ট বেসে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেই পুতিনকে অভ্যর্থনা জানাতে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল এই ‘শক্তি প্রদর্শন’।

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমানের একটি বি-২ স্টিলথ বোমারু। প্রতিটির দাম প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার। নর্থরপ গ্রুমম্যান নির্মিত এ বিমান ১৯৮০-এর দশকে তৈরি হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বহরে যুক্ত হয় মাত্র ২১টি। একবার জ্বালানি নিয়ে এটি ছয় হাজার নটিক্যাল মাইল উড়তে পারে এবং আকাশে জ্বালানি ভরলে বিশ্বের যেকোনো স্থানে হামলা চালাতে সক্ষম। আফগানিস্তান, লিবিয়া থেকে শুরু করে সম্প্রতি ইরানের ভূগর্ভস্থ স্থাপনাতেও ব্যবহৃত হয়েছে এ বোমারু।

৪০ হাজার পাউন্ডের বেশি অস্ত্র বহনে সক্ষম এই বিমান একসঙ্গে ১৬টি পারমাণবিক বোমা বহন করতে পারে। পাশাপাশি ‘বাংকার বাস্টার’ জিবিইউ-৫৭এ/বি বোমাও বহন করতে সক্ষম, যা ভূগর্ভস্থ শক্তিশালী স্থাপনাও ধ্বংস করতে পারে।

পুতিন-ট্রাম্প বৈঠককে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রত্যাশা ছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমাধান মিলতে পারে। তবে বৈঠক শেষে উভয়পক্ষ আলোচনা ‘ইতিবাচক’ বললেও যুদ্ধ থামানো বা সমাধানের কোনো অগ্রগতি হয়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত হাজারো প্রাণহানি ঘটেছে এবং সংঘাত চলছেই।

তথসূত্র: নিউইয়র্ক টাইমস, এনডিটিভি, বিবিসি

রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত স...
16/08/2025

রাজশাহী নগরের বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহভাজন তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে রাজশাহী সেনাক্যাম্প ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার রাত দেড়টা থেকে অভিযান শুরু হয়।

আটকরা হলেন মোন্তাসেরুল আলম আনিন্দো, মো. রবিন ও মো. ফয়সাল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বোয়ালিয়া থানাধীন দরিখরবোনা এলাকায় ৪০ ইস্ট বেঙ্গলের (মেকানাইজড) একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে জড়িত সন্দেহজনক তিনজনকে আটক করা হয়েছে।

অভিযানে ২টি বিদেশি রিভলবার ও গুলি, ১টি এয়ার গান, ৬টি দেশীয় অস্ত্র, সামরিক মানের দূরবীন ও অপটিক্যাল স্কোপ, বিদেশি ধারালো ডেগার, উন্নতমানের ওয়াকিটকি সেট, জিপিএস, টিজার গান, দেশি-বিদেশি কার্টিজ, বিপুলসংখ্যক অব্যবহৃত সিম কার্ড, বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি, একাধিক কম্পিউটার সেট, নগদ টাকা, দেশি-বিদেশি মদ, বিস্ফোরণে ব্যবহৃত হতে পারে এমন নাইট্রোজেন কার্টিজ (যা বোম্ব ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হবে) এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে—এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশে তিনি ব...
16/08/2025

রোগীদের কেন নির্দিষ্ট কোম্পানির ওষুধ কিনতে বলা হবে—এমন প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘পৃথিবীতে কোন জায়গায় হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে সব সময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট টাইম থাকে ডাক্তারের। আপনারা ওষুধ কোম্পানির দালাল? এ দেশে বড় বড় হসপিটালের ডাক্তাররা কি ওষুধ কোম্পানির মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদের?’শনিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও বার্ষিক সাধারণ সভায় আইন উপদেষ্টা এ কথাগুলো বলেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, চিকিৎসকদের বিষয়ে বেশ কিছু সাধারণ অভিযোগ তিনি প্রায়ই শোনেন, যার মধ্যে রয়েছে চিকিৎসকেরা ভালোভাবে রোগের কথা না শুনেই পরামর্শপত্র লেখেন এবং অপ্রয়োজনীয় পরীক্ষা দেন। তিনি বলেন, ‘এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব। এখানে লোকজন খুব গরিব আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরিব রোগীদের ১৪-১৫টি টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান।’

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান বলেন, ‘বেসরকারি হাসপাতালগুলোকে অন্যায় মুনাফা করা বন্ধ করতে হবে।’ তিনি বলেন, ‘সরকারের পাশে বেসরকারি খাত না দাঁড়ালে স্বাস্থ্যসেবাকে পুনর্গঠন করা সম্ভব নয়।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছ...
16/08/2025

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ। আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবগণ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর মন্তব্যকে বাংলাদেশসহ মুসলিম দেশগুলো আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার চরম লঙ্ঘন এবং আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে, উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীর সংলগ্ন অঞ্চলে বসতি পরিকল্পনার অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন—যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি, ধর্মীয় পবিত্র স্থানসমূহে (বিশেষ করে আল-আকসা মসজিদে) আঘাত, বসতি সন্ত্রাস, দৈনন্দিন অভিযান, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদ করার মতো পদক্ষেপগুলো সংঘাতকে আরও উসকে দিচ্ছে বলে জানান আরব নেতারা।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাঈম কাসেম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইলের  আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে, ...
16/08/2025

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাঈম কাসেম বলেছেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না। প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে। আরবাইনে জনতার উদ্দেশে নাঈম কাসেম বলেন, ‘ইমাম হুসেন (আ.)-এর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি। প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হুসেন (আ.)-এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে। ’

‘শেখ রাগেব হারব, সাইয়্যেদ আব্বাস আল-মুসাভি এবং সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ইমাম খোমেনী এবং ইমাম খামেনীরা একই পথে হেঁটেছিলেন। আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে। আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি। ’

কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন, ২০০৬ সালের বিজয় ছিল মোহাম্মদী-আলাউইত সমর্থনের আশীর্বাদগুলোর মধ্যে একটি। কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন। ২০০৬ সালের বিজয় ১৭ বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লাহর ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল। ’

তিনি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে, ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে। ’

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লায় অবস্থিত ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধানে অভিযান ...
16/08/2025

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ মহল্লায় অবস্থিত ডক্টর ইংলিশ নামে একটি কোচিং সেন্টারে অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের সন্ধানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানটি চলছে।
কোচিং সেন্টারটি পরিচালনা করছিলেন মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৬)। তিনি রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। অভিযানকালে অনিন্দ্যসহ দুজনকে যৌথবাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে। অভিযোগ রয়েছে, বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হলেও চাচাতো ভাই লিটনের প্রভাবেই চলতেন অনিন্দ্য।

অনিন্দ্যের বিরুদ্ধে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনায় ২০১৬ সালের ২ জুন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। অনিন্দ্য রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং জঙ্গি কার্যকলাপে জড়িত হয়ে দেশের ভেতরে কয়েকটি জঙ্গি হামলায় অংশ নিয়েছিল বলে ওই সময় পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার...
16/08/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে। আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর লিডারশিপ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।

তিনি বলেন, পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতি।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Somoy News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somoy News:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

Passion Business Solutions Ltd all UK based business solutions provider. Operating out of head office in London, PBS offers digital marketing services to businesses in the UK. With services ranging from Pay Per Click Management and SEO, to Email Marketing, CMS and CRM, Passion have the skills and experience to plan and execute multifaceted digital campaigns that will deliver for the business. Bangladesh Office - Please call: +88 0175 946 7439 Address: Shah Anis Moshjid Market (2nd Floor), 92 Momin Road, Chittagong, Bangladesh. Email: [email protected]