14/07/2025
বর্তমান সময়ে খেলার মাঠের অভাবে অনেকেই খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছেন। কর্পোরেট চাকরিজীবীদের জন্য তো সময় বের করাই একটা বড় চ্যালেঞ্জ। তবে এই ব্যস্ত জীবনের মাঝেও যেটুকু সময় পাওয়া যায়, তা যেন একটু প্রশান্তি দেয়—এই জায়গাটা পূরণ করছে আধুনিক টার্ফ মাঠগুলো।
বিশেষ করে রাতে বা অবসরের সময়ে টার্ফে ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের খেলায় অংশ নিয়ে চাকরিজীবীরা যেমন শরীরচর্চা করতে পারছেন, তেমনি মানসিক প্রশান্তিও খুঁজে পাচ্ছেন। মাঠ সংকটের এই সময়ে টার্ফ হয়ে উঠেছে বিনোদনের এক গুরুত্বপূর্ণ বিকল্প।