19/10/2022
বাহ অসাধারণ সময় টিভি (Hack গ্রীন স্কিন) ভিডিও ওপেন করে এক থেকে নিজেদের একাউন্ট ব্যাক নিয়ে আসলো 😅
যাদের চোখে সমস্যা তারা চাইলে ইউটিউবে
হ্যাক গ্রিন স্কিন ভিডিও লিখে সার্চ করতে পারেন 🥴
গ্রিন স্কিনের ভিডিও দেখিয়ে বাঙ্গালীদের কে বোকা বানাচ্ছে। তারা নাকি দশ মিনিটের ভেতরে আইডি ব্যাক এনেছে।
সত্যিই এটা হাস্যকর 😅😅
যারা ইউটিউবের কনটেন্ট ক্রিয়েটর তারা খুব ভালো করেই জানে একটা আইডি যদি হ্যাক হয়। সেটা ব্র্যাক আনার জন্য ইউটিউবের সাথে কথা বলতে হয়। Live Chat
তার সাথে কিছু ফরম সাবমিট করতে হয়। এবং সেটা করতে কমপক্ষে ২০/৩০ মিনিট সময় লাগে। তারপর যাচাই-বাছাই করে ইউটিউব তাদের চ্যানেল তাদেরকে ফিরিয়ে দেয়।
তো সব মিলিয়ে ৪০ থেকে ১ ঘন্টার মত সময় লাগে।
আর এখানে নাকি তারা ১০ মিনিটের ভেতরে ( ইউটিউবের সাথে কথাও বলে নিল, ফরম সাবমিট করল, অ্যাকাউন্ট ব্যাক নিয়েও আসলো )
🤣🤣🤣🤣🤣🤣🤣 প্রাণীগুলো সব কই যারা আমাকে কমেন্টে গালাগালি করছিল।
দেখেন ভাই। আপনারা কেউই ethereum কোম্পানির নাম জানতেন না। কেউ কেউ হয়তো বা জানতে পারে।
কিন্তু এই ইস্যুর কারণে সবাই এই কোম্পানির নাম এই কোম্পানির কি কাজ সে বিষয়ে জানতে পেরেছেন।
মূলত এটাই ছিল তাদের লক্ষ্য।
টাকার কাছে আপনি নিজেকে বিক্রি করে দেবেন আর এটা তো সময় টিভি।
যারা সরকারের একটি গুলো তাদের টিভিতে দেখায় না। নাস্তিকদের মত মুসলমানদের পিছনে বাঁশ দিচ্ছে।
আমেরিকাতে যে বিশ্ব সংবাদ গুলো দেখানো হয় যারা তাদের সংবাদগুলোই বারবার মানুষের সামনে প্রচার করে।
যাই হোক তাদেরকে আমি বিশ্বাস করি না। আপনি হয়তোবা করলে করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জাযাকাল্লাহ ❤️