ZPM Kobir Uddin Laskar

  • Home
  • ZPM Kobir Uddin Laskar

ZPM Kobir Uddin Laskar ZPM Kalinogor paikan...

হাইলাকান্দি জেলাপরিষদে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদের দাবিতে নাসিমা ফেরদৌস লস্করের নাম উঠে এলো জনতার কণ্ঠেহাইলাকান্দি জে...
21/07/2025

হাইলাকান্দি জেলাপরিষদে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদের দাবিতে নাসিমা ফেরদৌস লস্করের নাম উঠে এলো জনতার কণ্ঠে

হাইলাকান্দি জেলা পরিষদের মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদে কালীনগর পাইকান ZPM তথা সংগ্রামী নেতা কবির উদ্দিন লস্করের স্ত্রী নাসিমা ফেরদৌস লস্কর-কে মনোনয়ন দেওয়ার দাবিতে জনমত প্রবল হয়ে উঠেছে।

সম্প্রতি শেষ হওয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি সমষ্টির চারটি ZPC আসনের মধ্যে কংগ্রেসের দখলে এসেছে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনটি। এই জয়ের পেছনে স্থানীয় জনতার মতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কবির উদ্দিন লস্কর।

এই প্রেক্ষিতে সাধারণ মানুষ ও কংগ্রেস সমর্থকরা জেলা কংগ্রেস নেতৃত্ব ও ঊর্ধ্বতন মহলের কাছে দাবি জানিয়েছেন, যাতে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদের জন্য নাসিমা ফেরদৌস লস্কর-এর নাম বিবেচনায় নেওয়া হয়। জনসেবার চেতনায় উজ্জীবিত এক সক্রিয় নারী মুখ, যিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে দাবি উঠেছে।

21/07/2025

হাইলাকান্দি জেলা পরিষদের চেয়ারমেন পদটি মহিলা সংরক্ষিত করা হয়েছে । এসসি নয় ।।

21/07/2025

রাস্তা এখনও কাঁচা কিন্তু টাকা উদাও.... কোন অবস্থায় এই রকম দালালি মেনে নেব না, কড়া হুশিয়ারি দিলেন ZPM কবির উদ্দিন লস্কর।।

21/07/2025


19/07/2025

আলগাপুর মডেল হসপিটালে এক্সরে মেশিনের শুভ উদ্বোধনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কালিনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবির উদ্দিন লস্কর।

আলগাপুর মডেল হসপিটালে এক্সরে মেশিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর পাইকান জেলা পরিষদ সদস্য কব...
19/07/2025

আলগাপুর মডেল হসপিটালে এক্সরে মেশিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিনগর পাইকান জেলা পরিষদ সদস্য কবির উদ্দিন লস্কর। এখানে উপস্থিত ছিলেন আলগাপুর কাঞ্চনপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর ও বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।।

17/07/2025

হাইলাকান্দি জেলায় কংগ্রেস জেলা পরিষদ বোর্ড গঠন করবে সেটা নিশ্চিত অপপ্রচারে কান দিবেন না জেলা পরিষদ সদস্য কবির উদ্দিন লস্কর।।

17/07/2025

কালিনগর- পাইকান সমষ্টির জিলা পরিষদ কবির উদ্দিন লস্কর আজ বিভিন্ন এলাকার মানুষের সাথে মত বিনিময় করেন, মোহনপুর জিপির সভাপত...
16/07/2025

কালিনগর- পাইকান সমষ্টির জিলা পরিষদ কবির উদ্দিন লস্কর আজ বিভিন্ন এলাকার মানুষের সাথে মত বিনিময় করেন, মোহনপুর জিপির সভাপতির সাথে জিপির উন্নয়ন নিয়ে কিছু সময় আলোচনা করেন, বন্যার জলে ভেঙ্গে যাওয়া কয়েকটি রাস্তা পরিদর্শন করে মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।।দুর্নীতি মুক্ত কালিনগর- পাইকান সমষ্টি গড়তে তিনি সবসময় মানুষের পাশে আছেন এবং থাকবেন।।

কালীনগর - পাইকান জেলা পরিষদ এলাকার অন্তর্গত প্রত্যেক জিপিতে সংঘটিত এমজি এনরেগা, ফোর্টিন ফাইনান্স সহ অন্যান্য প্রকল্পের ক...
16/07/2025

কালীনগর - পাইকান জেলা পরিষদ এলাকার অন্তর্গত প্রত্যেক জিপিতে সংঘটিত এমজি এনরেগা, ফোর্টিন ফাইনান্স সহ অন্যান্য প্রকল্পের কাজে লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে এবার সরাস‌রি একশনে নেমেছেন ZPM প্রতিনিধি কবির উদ্দিন লস্কর।

প্রথমে নিজের হোম জিপি সুদর্শনপু কালাছড়া জিপিতে বিভাগীয় আধিকারিক এবং সংবাদ মাধ্যমে কে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে কয়েকটি ভুয়া কাজের তথ্য সম্মুখে এনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। কোন ধরনের কাজ ছাড়াই সুদর্শনপুর জিপিতে বিভাগের কর্মীদের যোগসাজশে প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। এতে জড়িত রয়েছে জিপি সচিব এবং ইঞ্জিনিয়ার। এভাবে অন্যান্য জিপিতে হয়েছে দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে এই অভিযান অব্যহত থাকবে এবং পঞ্চায়েত রাজ সম্পুর্ন দালাল মুক্ত হবে বলে হুংকার দেন কবির উদ্দিন লস্কর।

ভুয়া কাজের বিরুদ্ধে শুরু হবে আইনি লড়াই।
Kobir Uddin Laskar

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ZPM Kobir Uddin Laskar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share