
21/07/2025
হাইলাকান্দি জেলাপরিষদে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদের দাবিতে নাসিমা ফেরদৌস লস্করের নাম উঠে এলো জনতার কণ্ঠে
হাইলাকান্দি জেলা পরিষদের মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদে কালীনগর পাইকান ZPM তথা সংগ্রামী নেতা কবির উদ্দিন লস্করের স্ত্রী নাসিমা ফেরদৌস লস্কর-কে মনোনয়ন দেওয়ার দাবিতে জনমত প্রবল হয়ে উঠেছে।
সম্প্রতি শেষ হওয়া জেলা পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দি সমষ্টির চারটি ZPC আসনের মধ্যে কংগ্রেসের দখলে এসেছে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনটি। এই জয়ের পেছনে স্থানীয় জনতার মতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কবির উদ্দিন লস্কর।
এই প্রেক্ষিতে সাধারণ মানুষ ও কংগ্রেস সমর্থকরা জেলা কংগ্রেস নেতৃত্ব ও ঊর্ধ্বতন মহলের কাছে দাবি জানিয়েছেন, যাতে মহিলা সংরক্ষিত চেয়ারম্যান পদের জন্য নাসিমা ফেরদৌস লস্কর-এর নাম বিবেচনায় নেওয়া হয়। জনসেবার চেতনায় উজ্জীবিত এক সক্রিয় নারী মুখ, যিনি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন বলে দাবি উঠেছে।