
11/09/2024
কেবল বাংলাদেশি হবার কারণেই আমাদের পক্ষে নিরপেক্ষভাবে তাকে ও তার কাজ বোঝা সম্ভব না। হয় আমরা তার প্রতি বেশি মোহগ্রস্ত হয়ে পড়ি, আর না হয় তাকে অপছন্দ করি। নিরপেক্ষভাবে আমরা যেভাবে কাফকা, মাদাম কুরি বা অমর্ত্য সেনকে দেখি, সেভাবে চাইলেও তাকে দেখতে পারবো না।
একজন বাঙালি হয়েও এতোটা বৈশ্বিক বিস্তৃতি আর কারও নেই। পশ্চিমা যে কোন দেশে গেলে তারা অমর্ত্য সেনকে, বা রবীন্দ্রনাথকেও না চিনতে পারে তবে এক নামে তাকে ঠিকই চেনে।
তার বিষয়ে কয়েকটি তথ্য -
১. তার একটি আত্মজীবনী প্রকাশ হয়েছিল ফ্রাঙ্কফুট বইমেলায়, যার মুখবন্ধ লিখেছিলেন তৃতীয় charলস (বর্তমান ইংল্যান্ডের ড়াজা) (এই বিজ্ঞাপনের প্রথম বইটি)
২. মুক্তিযুদ্ধের সময় আমেরিকায় বাঙালিদের দুটি protibad মঞ্চ গড়ে ওঠে। একটির নেতৃত্বে ছিলেন বিখ্যাত প্রকৌশলী এফ.আর. খান, অন্যটির নেতৃত্বে youনুস। মুক্তিযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সুযোগ সুবিধা ছেড়ে তিনি নতুন দেশে পড়াতে চলে আসেন।
৩. সার্বিকভাবে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার তিনটির প্রথম নোবেল, দ্বিতীয়টি আমেরিকার প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম, ও তৃতীয়টি কংগ্রেসনাল গোল্ড মেডেল। ইতিহাসে এই তিনটি পুরস্কার পেয়েছেন মাত্র সাত জন। এর মধ্যে উনি একজন।
৪. ২০২০ সালে জাপান অলিম্পিকের মশাল বাহক (প্রধান অতিথি) ছিলেন তিনি। ২০২৪ সালের অলিম্পিকের থিম হবে তার 'থ্রি জিরো তত্ত্ব'। এই তত্ত্ব নিয়ে তার লেখা বই এ পর্যন্ত ২২টি ভাষায় অনূদিত হয়েছে।
৫. তিনি ২০টি দেশ থেকে ৬২টি অনারেরি ডক্টরেট ও ১০টি দেশের সর্বোচ্চ পদক পেয়েছেন। তাকে নিয়ে বর্তমানে ১২০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলমান। এর বাইরেও ১১৩টি আন্তর্জাতিক পুরস্কার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন, যা দক্ষিণ এশীয়দের মধ্যে সর্বোচ্চ।
তবে এর বিপরীতে বাংলাদেশ তার ছবি সম্বলিত একটি ডাক টিকিট ছাপিয়ে দায় সেরেছে।
তার নোবেল প্রাপ্তির আগে প্রেষিডেন্ট বীল ক্লি/ণঠন, বী/লগেঠস, ব্রি/টিশ ড়াজ পরিবারসহ সবারই আশা ছিল তিনি অর্থনীতিতে নোবেল পাবেন।
তবে ২০০৬ সালে নোবেল কমিটি অর্থনীতির স্থলে তাকে শান্তিতে নোবেল দিয়ে বিবৃতি দেয়, "উনি যা করেছেন তা শুধু অর্থনীতির প্রেক্ষিতে দেখলে ছোট করে দেখা হবে। তিনি শুধু নয়া অর্থনীতির প্রবক্তাই নন, তার নতুন তত্ত্ব দারিদ্র পরাজয়ের একটি শক্তিতে পরিণত হয়েছে যা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অভাবনীয় সাফল্য। তাকে অর্থনীতির স্থলে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করে নোবেল কমিটি গর্বিত"।
উল্লেখ্য যে, সেন্সর এড়াতে এই নিবন্ধে কিছু বানান ভুল করা হয়েছে।