Vorer alo

Vorer alo কথা, কবিতা, রান্নাবান্না, ভ্রমণ ও দৈনন্দিন জীবনের নানা বিষয়

শুভ রাত্রি🖤
11/07/2025

শুভ রাত্রি🖤

Today's breakfast...Bread, vegetables, egg, banana, mango & green tea 🥪🥗🥚🍌🥭☕Good morning everyone 🥰 ゚viralシfypシ゚vi
11/07/2025

Today's breakfast...
Bread, vegetables, egg, banana, mango & green tea 🥪🥗🥚🍌🥭☕
Good morning everyone 🥰
゚viralシfypシ゚vi

শুভ সকাল 🥰💙আজকের দিনটা সকলের ভালো কাটুক। ভোরের নতুন আলোয় দূর হয়ে যাক সকল ক্লান্তি। দিনটি হয়ে উঠুক সজীব ও প্রাণবন্ত 🌺🌿 ゚v...
11/07/2025

শুভ সকাল 🥰💙
আজকের দিনটা সকলের ভালো কাটুক। ভোরের নতুন আলোয় দূর হয়ে যাক সকল ক্লান্তি। দিনটি হয়ে উঠুক সজীব ও প্রাণবন্ত 🌺🌿
゚viralシfypシ゚vi

শুভ রাত্রি 🖤
10/07/2025

শুভ রাত্রি 🖤

10/07/2025

আপনি যখন ভেঙে পরেন, কষ্ট পান, হেরে যান....

09/07/2025

মানসিক শান্তির জন্য মাঝে মাঝে প্রকৃতির কাছাকাছি যাওয়া দরকার। 🌿☘️🌲🌳

09/07/2025

゚viralシfypシ゚viralシalシ

বর্ষার প্রথম বৃষ্টি ধারামনটাকে করে বাঁধনহারাছুটে চলে যায় কার আশায়ভিজে যেতে চায় তার ভালোবাসায়
15/06/2023

বর্ষার প্রথম বৃষ্টি ধারা
মনটাকে করে বাঁধনহারা
ছুটে চলে যায় কার আশায়
ভিজে যেতে চায় তার ভালোবাসায়

14/06/2023

চলে যাব দূরে কোথাও
কোন এক গোধূলি বেলায়।
কেউ খুঁজে পাবে না আমায়।
সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে
হারিয়ে যাব অন্ধকারে।
সবকিছু চলবে আগের মতই
থাকবে না আর কিছু পরে।
যে দায়িত্বের বোঁঝা কাঁধে ছিল
জীবনের বেলা অবেলায়।
মৃত্যু এসে মুক্তি দেবে
রবে না তখন আর কোন দায়।
যেখানে ছিল আমার
সর্বদা বিচরণ
সে জায়গা আর রবে না খালি
অন্য কেউ এসে করবে পূরণ।
তবুও করি জীবনের জন্য
কত আয়োজন।
অনেক কিছু করার পরও
আরও কিছু প্রয়োজন।

-- রাবেয়া আক্তার লাকী

14/06/2023

মানুষের কোথাও শান্তি নেই!
অশান্তির অনলে পুড়ে ছারখার হয়ে যে ঘরে শান্তির আশায় আশ্রয় নিতে চায়,
সে ঘরেও মানুষের শান্তি মিলে না!

মানুষ কতকিছুই না করে একটু শান্তি পেতে।
ঘর ছেড়ে বনে যায়,
সে বনেও যে বাঘের ভয়!
শান্তির খোঁজে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সে ক্লান্ত,
তখন সে বিশ্রাম নিতে চায়।
বিশ্রাম নিতে দুচোখ বন্ধ করতেই
শুরু হয় কাল বৈশাখী ঝড়,
ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দেয়!
আবার মানুষ শান্তি চায়,
ঘর ছেড়ে দেশান্তরি হয়েও মানুষ শান্তি পায় না।

মানুষ ভাবে টাকায় শান্তি।
তারপর অনেক টাকা হয়,
তবু শান্তি মিলে না!
লক্ষ-কোটি টাকাওয়ালা মানুষের ঘরেও
আজ শান্তি নেই।
ধন-সম্পদ আর টাকায় মানুষের অশান্তি বাড়ায়!স্বার্থ,প্রয়োজনে প্রিয়জন,লোভ-লালসার জন্ম দেয়।

অতঃপর আমি দেখেছি শান্তি কেবল ভালোবাসায়।
যে ভালোবাসা মিথ্যা নয়,
যে ভালোবাসা কোনো স্বার্থে নয়,যে ভালোবাসা মানুষকে ভালো রাখতে শেখায়,
মানুষের অনুভূতির মূল্য দেয়।

গ্রীষ্মের দুপুরে খাঁ খাঁ করা রোদ্দুরেজনজীবন অসহায়,এরই মাঝে বিদ্যুৎ এই আসে এই যায়।রাতের বেলায় গরমেচোখে নেই ঘুম,এসি আর আইপ...
14/06/2023

গ্রীষ্মের দুপুরে
খাঁ খাঁ করা রোদ্দুরে
জনজীবন অসহায়,
এরই মাঝে বিদ্যুৎ
এই আসে এই যায়।
রাতের বেলায় গরমে
চোখে নেই ঘুম,
এসি আর আইপিএস কেনার
পরে যায় ধুম।
বাজারেতে এসবের
দাম যায় বেড়ে,
কিনতে না পেরে অনেকে
হিট স্ট্রোক করে।
অসহায় হয়ে মানুষ
আল্লাহ্কে ডাকে,
হঠাৎ যেন দিগন্ত
কালো মেঘে ঢাকে।
এক পশলা বৃষ্টি এসে
ভিজিয়ে দিয়ে যায়,
সকল মানুষ এবার যেন
প্রান ফিরে পায়।
_রাবেয়া আক্তার লাকী

13/06/2023

Address


Alerts

Be the first to know and let us send you an email when Vorer alo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share