08/08/2025
আল্লাহ তুমি কি পারো না আমার আব্বুর মতো আমায় ও তোমার কাছে নিয়ে যেতে।আব্বুটার জন্য তো আমি আর মা ছিলাম।কিন্তু এই আমিটার আমার মা ব্যতিত কেউই নেই।এইভাবে ধীরে ধীরে নিয়ে যেওনা আমায়। আমার এই ইচ্ছেটা অন্তত রাখো আল্লাহ।খুব তাড়াতাড়ি হুট করেই নিয়ে নাও আমায়।আমার মা টা যে বড্ড অবলা নারী।আমায় নিয়ে দৌড়ানোর শক্তি তার নেই।আমিও কেন শেষ বেলায় তাকে এতো কষ্ট দিবো।নিয়ে নাও না প্লিজ।