Nowshin Jahan Arpita

  • Home
  • Nowshin Jahan Arpita

Nowshin Jahan Arpita Hi,welcome to my page.In this page u can write and send me ur feelings,love stories or broken stories

08/08/2025

আল্লাহ তুমি কি পারো না আমার আব্বুর মতো আমায় ও তোমার কাছে নিয়ে যেতে।আব্বুটার জন্য তো আমি আর মা ছিলাম।কিন্তু এই আমিটার আমার মা ব্যতিত কেউই নেই।এইভাবে ধীরে ধীরে নিয়ে যেওনা আমায়। আমার এই ইচ্ছেটা অন্তত রাখো আল্লাহ।খুব তাড়াতাড়ি হুট করেই নিয়ে নাও আমায়।আমার মা টা যে বড্ড অবলা নারী।আমায় নিয়ে দৌড়ানোর শক্তি তার নেই।আমিও কেন শেষ বেলায় তাকে এতো কষ্ট দিবো।নিয়ে নাও না প্লিজ।

08/08/2025

একটি ফুল দিন দিন শেষ হয়ে যাওয়ার এ এক আরেক গল্প।যার প্রতিটি পাতায় কষ্টেরা মুড়িয়ে আছে💔🥀

05/08/2025

এমন জীবন কেন দিলা
সুখের চেয়ে দুঃখ দিলা....
তিলে তিলে ভিতর পুড়ে ছাই💔

04/08/2025

ভীষণ সুখ সুখ লাগতেছে।সত্যি এইক্ষনে এসে মনে হচ্চে না আমার যাওয়াটা সত্যিই সার্থক হবে।কারোই তেমন কোন ক্ষতি হবে না।আজ দুনিয়ার মায়া ত্যাগ করো পরক্ষনেই দেখবে সকলের কত আয়োজন তোমাকে তোমার শেষ ঠিকানায় দিয়ে আশার জন্য।তবে আমার জন্য কারো কিছু থেমে থাকবেনা এইটা ভেবেই ভীষণ সুখ লাগছে আমার।মন খুলে হাসতে ইচ্ছে হচ্ছে। এই শেষ বেলায়😊😊😊😊

04/08/2025

নিজের অস্তিত্ব নিজের সত্তা দের বিলিন হতে দেখেছেন কখনো?

আমি মানুষটা দেখেছি।দেখতেছিও।তবে আমার আর সহ্য শক্তিটা নাই। একদমই হারিয়ে পেলেছি।আমি মানুষটা বরাবরই লড়াকু প্রকৃতির ছিলাম।সেই মানুষটাই যে সব শক্তি, আস্থা বিশ্বাস হারিয়ে পেলবো এইভাবে ভাবি নাই আমি।সব কিছু হারিয়ে শেষ প্রান্তে এসে দাড়াবো তাও ভাবি নাই।একটি বার মুক্তি প্রয়োজন এই মানব জীবন থেকে।প্রকৃতিতে বিলিন হওয়ার প্রচুর ইচ্ছা জাগতেছে।ভিতরটা প্রচুর চটপটাচ্ছে একটু মুক্ত পাওয়ার আশায়।

04/08/2025

একাকিত্ব সুন্দর 🌸
যদি আপনি উপভোগ করতে পারেন❤️‍🩹

03/08/2025

কোন এক ভোর বেলায় তোমার মেহমান করে নিও আল্লাহ।।।

01/08/2025

সন্তান্দের এতিম করে দিয়ে চলে যাওয়া খুবই সহজ তাই না আব্বু।কেমন আছো তুমি ওই কবরে।আমাদের কথা মনে পড়ে তোমার। কষ্ট হয় আব্বু খুব কষ্ট হয়।গলায় কান্নারা সব দলা পাকিয়ে যায় আব্বু।কতদিন ডাকিনা কাউকে আব্বু বলে।ফোনে আর নিয়ম করে সন্ধ্যা বেলায় কেউ কল দেয় না আব্বু।আমিও কথার ফুলজুরি নিয়ে বসিনা।মা কে নিয়ে আর কারো সাথে কথা বলা হয় না।এই যে হুট হাট আমার মা টা হাওমাও করে কান্না করে উঠে কি বলে সান্তনা দি বলো না।আমার দম বন্ধ লাগছে আব্বু। খুব😭😭😭

31/07/2025

এসএমএস লিখতে লিখতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার যে ব্যাপারটা.....😅😅
এইটা শুধু যাদের সাথে ঘটে তারাই উপলব্ধি করতে পারবে😊😊

30/07/2025

চাইলেই কি আর ভালোবাসা পাওয়া যায়?
চাইলেই কি সুখ পাওয়া যায়?

একদম না,এই সব পাইতে ভাগ্য লাগে।কপাল লাগে।যার কোনটাই আমার নেই।তাই এখন যদি কেউ বলে তোমার স্বপ্ন কি আমি এক কথায় বলি আল্লাহ ডাকে সাড়া দেওয়া।এই একটা জিনিস ছাড়া চোখের সামনে আর কিছুই দেখতে পাই না।যাইহোক,আল্লাহর দরবারে শোকর আলহামদুলিল্লাহ সব কিছুই জন্য।।।।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Nowshin Jahan Arpita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share