
17/06/2025
"নানা, আজকে তো বাবা দিবস না!"
হ্যাঁ রে ভাই, জানি।
কালকে তো সবাই হুটহাট ছবি, পোস্ট, আবেগে ডুব দিচ্ছিল।
আমি করলাম না।
কারণ আমি ভাবি—
বাবার জন্য ভালোবাসা কি শুধু একটা দিনের জন্য?
বাবা তো সেই মানুষ, যিনি বছরের ৩৬৫ দিন চুপচাপ আমাদের পেছনে দাঁড়িয়ে থাকেন, ছায়া হয়ে…
তাহলে আমি কেন শুধু একটা দিন পোস্ট দিয়ে শেষ করি?
তাই একটু ব্যতিক্রম হয়ে গেলাম।
সবার পোস্ট যখন ‘কাল’, আমি দিলাম ‘আজ’।
পোস্টের টাইমিংটা একটু আলাদা, কিন্তু ভালোবাসাটা ঠিক আগের মতোই গাঢ়।
বাবা, তুমি পোস্টে না থাকলেও, প্রতিটা ছোট জয়, ছোট কষ্টে তোমার স্মৃতি জড়িয়ে থাকে।
তুমি আমার প্রতিদিনের হিরো।
বাবা দিবস কেবল ক্যালেন্ডারে, কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা—টাইমলেস।
া_হলেও_বাবা_প্রতিদিন