Rabby islam

Rabby islam This is my official page. You can connect with me.

30/03/2025

ঈদ মোবারক 🕋
এবারে ঈদ হোক ধনী গরীব বৈষম্য বিলুপ্তির ঈদ❤️

Absence of him will remain you who was mr. Yunus!
19/03/2025

Absence of him will remain you who was mr. Yunus!

12/01/2025

Personality 👌
Courage, Leadership 💥
খান সাহেব❤️

Achievements...... 🤟
17/10/2024

Achievements...... 🤟

06/10/2024

ভার্সিটি লাইফের শেষ মুহূর্ত!
কত-শত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে আছে ক্যাম্পাসের ঘাসে, রাস্তায়, দেয়ালে।
এই দেখা কি শেষ দেখা? আবার কি দেখা হবে তোদের সাথে?

Look at her! ©ফ টিক
25/09/2024

Look at her!

©ফ টিক

24/09/2024

অরিত্রি 🌸🥀

লেখাঃ ইথার আখতারুজ্জামান

22/08/2024

ফারাক্কা ব্যারেজ নিয়ে আমাদের এখনই আওয়াজ তোলা উচিত। ভারত কে বয়কট করা উচিত। ভারতের সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাড়ানোর এখনই সময়।

21/08/2024

ফারাক্কা সংকট এবং সমাধানঃ

বিহারের মন্ত্রী সঞ্জয় কুমার ঝা বছর চারেক আগে ভারত সরকারের কাছে দাবি জানিয়েছিলেন ফারাক্কা ব্যারেজ ভেঙে দেয়ার জন্য। এই ব্যারেজের কারনে ভারতের অভ্যন্তরে ১৪ টি গ্রাম ভেঙে নিয়ে গেছে, বিহারে প্রতিবছর বন্যার সৃষ্টি করছে।

মাওলানা ভাসানী ৯০ বছর বয়সে 1976 সালের মে মাসে ফারাক্কা লং মার্চ এর ঘোষণা দিয়েছিলেন। উদ্দেশ্য ছিলো ভারত সরকারকে ফারাক্কা ব্যারাজ ভেঙে ফেলার দাবি জানানো। ১৬ ই মে রাজশাহী থেকে শুরু হওয়া লং মার্চে যুক্ত হয়েছিলো হাজার হাজার মানুষ। সবার প্রানের দাবী ফারাক্কা সমস্যা সমাধান।

কেন দুই দেশের মানুষই অতিষ্ট এই ব্যারেজ নিয়ে? বাংলাদেশ ইতোমধ্যে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এই ব্যারেজের কারনে। ভারতেরও লাভের লাভ কিছুই হয়নি। বরং বিহারের মানুষের জীবন জাহান্নামে পরিনত করেছে। কলকাতা নদী বন্দরের গভীরতাও বাড়েনি বরং প্রতি বছর বিপুল সংখ্যক টাকা খরচ করে ড্রেজিং করতে হয়।

যে ব্যারেজ দুই দেশেরই ক্ষতি করছে সেই ব্যারেজের প্রয়োজনীয়তা কি? ভারত বাংলাদেশের ক্ষতি না ভেবে তাদের লাভ চিন্তা করেছিলো। কিন্তু নদী শাসন করা যে প্রকৃতির বিরুদ্ধে অবস্থান নেয়া সেটা তারা ভাবেনি। প্রকৃতি তাদের ছেড়ে দিবে? প্রতিশোধ নিবে না?

সমাধানঃ
এই মুহূর্তে আমরা রাগ করে হয়তো বলি আরেকটা ব্যারেজ আমরা তৈরী করতে পারি কিনা! কিন্তু এর থেকে সুন্দর পথ হচ্ছে দুই দেশের সমোঝোতায় ফারাক্কা ব্যারেজ ভেঙে দেয়া বা সকল গেট শুষ্ক মৌসুম থেকে সবসময় খুলে রাখা। এতে নদী পথ চলমান থাকলে পরবর্তীতে বন্যা হবে না, ভাঙন হবে না। ৫ বছর পরীক্ষামূলক সকল গেট খুলে রেখে দেখা উচিত। তবে খোলার আগে দুইদেশে পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রাথমিক অবস্থায় কিছু দূর্যোগ সৃষ্টি হতে পারে৷

(আমি এ বিষয়ে বিশেষজ্ঞ নয়, তবে নদী শাসন সম্পর্কে সামান্য ধারনা এবং যুক্তিসঙ্গত চিন্তা থেকে এটা লেখা)
~ রাব্বি ইসলাম

07/08/2024

কেউ গদি পেতে ব্যাস্ত,কেউ দল গোছাতে ব্যাস্ত !
অথচ ক্লান্ত ছাত্র ছাত্রীরা,দেশ গোছাতে ব্যাস্ত!

16/06/2024

সবাইকে ঈদ মোবারক ❣️❤️

30/03/2024

১৯ রমজান মানবসভ্যতার ইতিহাসে একটি শ্রেষ্ঠ দিন বলা চলে। অষ্টম হিজরি সনের ১৯ রমজানে মক্কা বিজয় করেছিলেন হযরত মুহাম্মদ (সঃ)।

মক্কা বিজয়ের ইতিহাস সকল যুদ্ধ, বিগ্রহ,বিরুদ্ধাচারণ কে হার মানায়। এই বিজয় ছিলো মানবতার, সাম্যের, ক্ষমার। হযরত মুহাম্মদ (সঃ) তার প্রায় ১০,০০০ সাহাবীদের নিয়ে মক্কায় গমন করেন এবং সন্ত্রাসী, অত্যাচারী কুরাইশদের ক্ষমা করেন।

সাহাবায়ে কিরামদের নির্দেশ দেন,
বিভিন্ন দলকে মক্কার বিভিন্ন স্হান দিয়ে প্রবেশ করতে তবে কাউকে আক্রমণ করা যাবে না, কোনো সাধুসন্ন্যাসীকে হত্যা করা যাবে না, অগ্নিসংযোগ করা যাবে না, নারী শিশুদের হত্যা করা যাবে না, বৃক্ষ নিধন করা যাবে না, শস্যক্ষেত্র ধংস করা যাবে না, আত্মসমর্পণকারীকে আঘাত করবে না।

এভাবেই মানবসভ্যতার নতুন ইতিহাস তৈরী করেছিলে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)। যেখানে উদারতার আকাশে ক্ষমার শুকতারা দীপ্তি ছড়াচ্ছিল।

কুরাইশদের উদ্দেশ্য করে বলেছিলেন, "হে কুরাইশগন! অতীতের সব ভ্রান্ত ধারণা মন থেকে মুছে ফেলো, কৌলিন্যের গর্ব ভুলে যাও, সবাই এক হও। সব মানুষ সমান, এ কথা বিশ্বাস করো।"

এভাবে তিনি সাম্য, মৈত্রী ও একতার ঘোষণা করেন।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabby islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share