
13/07/2024
আসসালামু আলাইকুম
আমার কাছে সামান্য কিছু পুঁজি আছে
কিন্তু স্বশরীরে পুঁজি খাটানো সম্ভব না কারণ আমি একজন স্টুডেন্ট।
তাই এমন কিছু আইডিয়া খুজছিলাম যার দ্বারা এই সামান্য পুঁজি খাটিয়ে হালাল ভাবে বসে বসে স্থায়ীভাবে মুনাফা গ্রহণ করতে পারি।
এরই মাঝে আমার শিক্ষকদের এক বিশাল পরিকল্পনা থেকে আমার একটি ক্ষুদ্র পরিকল্পনা আসে।
তাদের বিজনেস টি এমন ছিল যে তারা ৫০-৬০ জনের পুঁজি একত্র করে বিজনেস শুরু করেছে। তাদের বিজনেস কর্মীদের মাধ্যমে সুন্দর চলছে এবং তারা বসে বসে হালাল ভাবে মুনাফা গ্রহণ করছে।
অতঃপর আমি চিন্তা করলাম আমরাও যদি এভাবে একত্রে পুঁজি জমিয়ে কোন ব্যবসা শুরু করি তাহলে আমরা ছাত্ররাও পড়ালেখার পাশাপাশি বসে বসে হালাল ভাবে আমাদের পুঁজি বাড়াতে পারবো।
কিন্তু তাদের ৫০-৬০ জন এর জায়গায় আমাদের ৫০০-৬০০ জন হোক না কেন কোন সমস্যা নেই। কারণ বড় বড় কোম্পানিগুলোতে তো হাজার হাজার মানুষ শরিক থাকে।
৬০০ জন যদি আমরা এক হাজার টাকা করে দেই তাহলে টাকা হবে ৬ লক্ষ টাকা, আর যদি ২ হাজার করে দেই তাহলে হবে ১২ লক্ষ টাকা। আর আমাদের এত কম পরিমাণের টাকা দিতে কোন চাপ সৃষ্টিও হবে না।
টাকা ব্যবসার মধ্যে থাকলে তা অবশ্যই বাড়বে এর মধ্যে কোন সন্দেহ নেই চাই তার পরিমাণ যতটুকই হোক না কেন এবং সেটা পরিপূর্ণ হালাল। এর মধ্যেও কোন সন্দেহ নেই।
আল্লাহ তাআলা বলেছেন আমি ব্যবসাকে হালাল করেছি এবং সুদকে হারাম।
অনলাইনে ব্যবসার নামে অনেকে প্রতারিত হচ্ছেন আমি নিজেও অনেকবার প্রতারিত হয়েছি।
তাই আমাদের এ পরিকল্পনাটি অনলাইনে নয় এটি সম্পূর্ণ স্বশরীরে সরাসরি অর্থ আদান প্রদান করা হবে এবং সকলের মাঝে যোগাযোগ অনলাইন এর মাধ্যমে হতে পারে।
আর আমরা ৬০০ জন একটি ফেসবুক পেইজে থাকবো এবং সেখানে ব্যবসায় কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে এগুলো ভিডিও করে সেখানে ছাড়া হবে। যাতে করে সকলেই লাভ লস এর ব্যাপারে অবগত থাকেন।
আর সেই ভিডিওগুলো ৬০০ জন অবশ্যই দেখবে যার কারনে আমরা ফেসবুক থেকেও কিছু টাকা লাভবান হতে পারব ।
অতঃপর আমরা পরবর্তীতে আরো নতুন কোন পরিকল্পনা নিয়ে ফেসবুকে পোস্ট করে ৬০০ জনে শেয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে আরো বড় কোন ব্যবসা শুরু করতে পারব।
এই পরিকল্পনাটি আমার ফ্রেন্ডদের মাঝে বলার পর তারা সকলেই একমত প্রকাশ করেছেন ।
এবং আমরা অতি শীঘ্রই ব্যবসা শুরু করতে যাচ্ছি তাই আপনারা যারা যারা বিজনেস করতে অথবা আমাদের জিরো থেকে বিজনেস দেখতে ইচ্ছুক তারা অবশ্যই "ক্ষুদ্র উদ্যোক্তাদের ঠিকানা" পেজটি ফলো দিয়ে নক করবেন।
তাই ফেসবুকে একটি নতুন পেজ খুলে পোস্ট দিলাম। যারা যারা একমত রয়েছেন পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকবেন।এবং শেয়ার করে দিবেন।
আরো অনেক কথা রয়েছে বাকি সব আলোচনা পেজে হবে ইনশাল্লাহ। তাই পেজটিতে লাইক দিয়ে সাথেই থাকুন।
https://www.facebook.com/profile.php?id=61562187786107