03/10/2025
বিটিসিএল-এর MVNO সিম: কবে আসছে বাজারে?
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের নিজস্ব মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) সিম কার্ড বাজারে আনার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এক অনুষ্ঠানে জানিয়েছেন,এ সেবা চালুর প্রস্তুতি চলছে এবং এর বিস্তারিত তথ্য অক্টোবর মাসেই প্রকাশ করা হবে।
MVNO কী এবং কেন গুরুত্বপূর্ণ?
MVNO বা মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর হলো এমন একটি সেবা, যেখানে কোনো প্রতিষ্ঠান নিজস্ব টেলিকম নেটওয়ার্ক না থাকলেও অন্য কোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সিম ও মোবাইল সেবা দিতে পারে। বিশ্বজুড়ে বহু দেশে এ ধরনের সেবা জনপ্রিয়, কারণ এতে নতুন প্রতিষ্ঠান বাজারে প্রবেশ করে প্রতিযোগিতা বাড়াতে পারে এবং গ্রাহকরা তুলনামূলক সাশ্রয়ী মূল্যে সেবা পেয়ে থাকে।
বিটিসিএল-এর সম্ভাবনা
বিটিসিএল দীর্ঘদিন ধরে দেশে স্থায়ী টেলিফোন ও ইন্টারনেট সেবা প্রদান করে আসছে। তবে মোবাইল খাতে এটাই তাদের প্রথম পদক্ষেপ। সুতরাং,বিটিসিএল সিম বাজারে এলে এটি শুধু প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে না, বরং গ্রাহকরা আরও বহুমুখী ও সাশ্রয়ী সেবা পাওয়ার সুযোগ পাবেন।
কবে আসবে বাজারে?
যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবে বিভিন্ন সূত্র জানাচ্ছে—অক্টোবর মাসে বিটিসিএল তাদের MVNO সিম চালুর তারিখ ও সেবার কাঠামো প্রকাশ করবে। লঞ্চের সঠিক দিন নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না,তবে ধারণা করা হচ্ছে অক্টোবরের মধ্যভাগে বা শেষের দিকে আনুষ্ঠানিকভাবে সেবা চালু হতে পারে।
আলোচনার মূল বিষয়
এখন সকলের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো—
সিম কার্ডের মূল্য ও ট্যারিফ প্যাকেজ কেমন হবে?
গ্রাহকরা কি বর্তমান মোবাইল অপারেটরদের তুলনায় সাশ্রয়ী কল ও ইন্টারনেট সুবিধা পাবেন?
নেটওয়ার্কের মান কতটা স্থিতিশীল হবে?
বিটিসিএল কীভাবে নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে প্রতিষ্ঠিত করবে?
বিটিসিএল-এর MVNO সিম চালু হলে বাংলাদেশের টেলিকম খাতে নতুন যুগের সূচনা হবে বলেই আশা করা হচ্ছে। তবে এখনো সবার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে,টেলিটক এর মত গতি যদি এদেরও হয় এরা চালাতে পারবে না,আর অন্যান্য কোম্পানিগুলো এই প্রতিষ্ঠানকে এগুতে দিবে কিনা সন্দেহ—তবুও আশায় আছি এই সিম বাজারে কবে পাওয়া যাবে?