02/09/2025
ছবিতে হয়তো আমাকে সবাই চিনতে পারবেন না,কিন্তু আমার পাশে যিনি আছেন তাকে না চিনে থাকা সম্ভব নয়,-তিনি বলিউডের কিং খান,সুপারস্টার 'শাহরুখ খান"। স্বাভাবিকভাবেই এই ছবিটি দেখে অনেকেই নানা মন্তব্য করবেন,আর সেই কারণেই আমি ছবিটি শেয়ার করেছি।
কিন্তূ আসল ব্যাপারটা ছবির মধ্যে নয়,ছবির পেছনের বাস্তবতায়। এই ছবিটি সম্পূর্ণ AI সফটওয়্যারের তৈরি। এর মাধ্যমে আমরা আসলে ভবিষ্যতের এক ঝলক দেখতে পাচ্ছি। আগামী দিনে প্রযুক্তি এমন জায়গায় গিয়ে পৌঁছাবে,যেখানে আসল আর নকলের পার্থক্য করা অনেক কঠিন হয়ে যাবে।
ভাবুন তো,এমন ছবি কিংবা ভিডিও যখন আরও নিখুঁতভাবে তৈরি হবে,তখন কতো মানুষ বিভ্রান্ত হবে!
যাদের বোঝার ক্ষমতা থাকবে না,তারা সহজেই প্রতারিত হবে,বিভ্রান্তির শিকার হবে।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে,কিন্তু এর ভুল ব্যবহার আমাদের সমাজকে বড় বিপদের দিকে নিয়ে যাচ্ছে।
এই ছবিটি আসলে এক ধরনের সতর্কবার্তা। আমাদের চোখ খুলে দেয় যে,ভবিষ্যৎ শুধুই ঝলমলে নয়,সেখানে রয়েছে অন্ধকার দিকও। তাই আজ থেকেই সচেতন হওয়া জরুরি-কোনটা আসল আর কোনটা নকল,সেটি বোঝার ক্ষমতা তৈরি করতে হবে। নইলে ভবিষ্যতে শুধু বিভ্রান্তিই নয়,বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে।