
14/10/2020
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু ”
আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন
বিদেশ ফেরত দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের শনু মল্লিক এর ছেলে রাসেল মল্লিক এর দুইটি কিডনি’ই ড্যামেজ হয়ে গেছে। তাকে বাঁচাতে অতিসত্বর কিডনি প্রতিস্থাপন করা অপরিহার্য হয়ে পড়েছে। কিডনি প্রতিস্থাপন ব্যয় অত্যন্ত ব্যয়বহুল বিধায় তার পরিবার ও আত্মীয় স্বজনদের পক্ষে এর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।তার পরিপারের পক্ষ থেকে বিভিন্ন বৃত্তবান ও সামাজিক ভাবে আর্থিক সাহায্যের আবেদন করেছেন।অনেকেই মানবতার প্রেক্ষিতে সেই আবেদনে সাড়া দিয়েছেন।রাসেল মল্লিক কে বাঁচাতে আপনাদের দোয়া ও আর্থিক সাহায্যে একান্ত প্রয়োজন। আল্লাহ চাইলে আপনার আমার সকলের সম্মিলিত প্রচেষ্টায় হয়ত রাসেল মল্লিক পৃথিবীর আলো দেখতে পারবেন।তাই আসুন আমরা একটি জীবন বাঁচাতে আমাদের সাধ্য মতো সকলেই আমাদের সাহায্যের হাত অগ্রসর করে দেই।
নিম্নে তার পরিবারে ফোন নম্বর, একাউন্ট নম্বর ও বিকাশ নম্বর দেওয়া আছে।
আপনারা চাইলে তার পরিবারের সাথে কথা বলতে পারেন ও বিকাশ এর মাধ্যমে সাধ্যমত আর্থিক সাহায্যে পাঠাতে পারেন।
চায়না বেগম
(A/C No- 0102050050819)
One Bank Ltd, Joypara Branch.
বিকাশ #01707528189
এই পোস্টটি শেয়ার করুন