04/10/2025
আসসালামু আলাইকুম আপুরা।
কেমন আছেন সবাই।
আজকে একটা মেন্টাল সাইকোর কথা বলব আমি বিজনেস শুরু করেছি ৭/৮মাস হবে মেবি।
কখনোই কাউকে জেনে বুঝে কোন খারাপ প্রোডাক্ট দেইনি।
কেউ কখনো কোন পার্সেল রিটার্নও করেনি যা দেখাই তাই দিই।ইনশাআল্লাহ
মূল কথায় আসি একটি থাই কটন ড্রেস এর আসে আমার ড্রেস এর পিক দেখেন সেই ভদ্র মেন্টাল অর্ডার করে, যেহেতু আমি কাস্টমাইজড ড্রেস নিয়ে কাজ করি তাই অর্ডার কনফার্ম হলে কাজ করি, যে অর্ডার করে তার পছন্দ অনুযায়ী ডিজাইন তার মাপ দিয়ে ড্রেস টা মেকিং।করি।
কথা হলো মেন্টাল মহিলা একবার যে সাইজ দেয় অই সাইজ পরে আবার চেঞ্জ করে আমি পরের সাইজ দিয়ে মেকিং করি যেহেতু কাস্টমাইজড আর আমি অসুস্থ থাকায় কিছুদিন সময় নিই উনার পার্সেল ৮-১০তারিখের ভিতর পাঠানোর কথা থাকলেও উনি আমায় ১ তারিখের আগেই তাড়া দেয় এবং বলে যে ক্যান্সেল করে দিন, বললাম আপু এভাবে ক্যান্সেল করা যায়না আমি সময়মত ডেলিভারি দিলেই ত হয়।
উনি বলে যে ঠিক আছে পাঠিয়ে দে। আমি ৩ তারিখ পাঠিয়ে দেই উনি রিসিভ করেন তার কিছুক্ষন পরে আমাকে বলে যে ড্রেস টা রিটার্ন করবেন
আমি জানতে চাই কেন রিটার্ন করবেন? কি সমস্যা বলে যে আপু সব ঠিক আছে কিন্তু আমার এখন ভালোলাগছেনা।
ভাই মানে টা কি????
আমি যদি সেম টু সেম না দিতাম ভুল মাপ মেকিং করতাম তাহলে বুঝতাম সব ঠিক আছে এখন উনার ভালো লাগছেনা তাই রিটার্ন করবেন।
আদৌ কি এমন হয়? আমাকে প্লিজ জানাবেন একটু আপনারা। অর্ডার দিলেন সব ঠিক থাকলেও কি আপনি রিটার্ন করবেন?
আমি যতটুক উনার সাথে কনভার্সেশন করে বুঝলাম উনি আমাকে জাস্ট হ্যারেজমেন্ট করতে চাইছেন।
ভাই এমন কাস্টমার আসলে জাস্ট বিজনেস থেকে মনটা উঠে যায় একদম।🥲