12/08/2025
বাংলাদেশে হাইকমিশন খোলার জন্য দ্বিপাক্ষিক বৈঠক
=========================================
মান্যবর হাই কমিশনার জনাব শাহ্ আহমেদ শফী স্যার আজ অপরাহ্নে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় (Department of International Relations and Cooperation) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মিজ ফাদানে ও তাঁর সহকর্মীদের সাথে এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন যেখানে তিনি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার হাই কমিশন খোলা, বর্তমানে তৃতীয় কোন দেশ হতে বাংলাদেশী নাগরিকদের ভিসা সুবিধা প্রদান, দ্রুত ইভিসা চালু, ট্রানজিট ভিসার জটিলতা নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সহ নানাবিধ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। দূতাবাসের প্রথম সচিব জনাব মো: তৌফিকুল ইসলাম এ বৈঠকে উপস্থিত ছিলেন।