বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা

  • Home
  • বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা

বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা অধীকার আদায়ের সংগ্রাম,সর্বদা সত্য বলার অঙ্গীকারবদ্ধ!

মিডর‍্যান্ডে পুলিশের গু..লি..তে ৫ ডাকাত হতাহত===================================দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মিডর‍্যান...
25/08/2025

মিডর‍্যান্ডে পুলিশের গু..লি..তে ৫ ডাকাত হতাহত
===================================
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মিডর‍্যান্ড এলাকায় পুলিশ ধাওয়া দিয়ে একটি গাড়িতে থাকা ৫ ডাকাতকে গু..লি করেছে।

তাদেরকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ৫ ডাকাত মা*রা যেতে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

নিজ খরচে সাউথ আফ্রিকা এনে বিপাকে এক প্রবাসী; সন্ধান চান আল আমিনের================================[ছবির ব্যক্তিটির নাম আল...
22/08/2025

নিজ খরচে সাউথ আফ্রিকা এনে বিপাকে এক প্রবাসী; সন্ধান চান আল আমিনের
================================[
ছবির ব্যক্তিটির নাম আল আমিন, দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পাকুরা গ্রামে।
দুই বছর আগে তাকে সাউথ আফ্রিকা নিয়ে আসেন লিম্পোপু প্রভিন্সের পালাবোরোয়ার এলাকার প্রবাসী বাংলাদেশি এবং একই গ্রামের সাজ্জাদ হোসেন।

ইন্ডিয়ায় এক মাস থাকার পর ফ্লাইট যোগে জোহানেসবার্গে আসেন শেখ আল আমিন। সাহজাদ হোসেন তার সাউথ আফ্রিকার এলাইলাম করা সহ ১০ লাখ টাকা খরচ করেন। শর্ত ছিলো- আল আমিন চাকুরী হিসেবে সাজ্জাদের দোকানে কাজ করে ধীরে ধীরে তার টাকা পরিশোধ করবে। তবে প্রতি মাসে কিছু টাকা বাড়িতে দেয়া হবে।

এভাবে দেড় বছর চলার পর গত মাসে হঠাৎ উধাও হয়ে যান শেখ আল আমিন। বিপাকে পড়েন তাকে নিয়ে আসা সাজ্জাদ হোসেন। তিনি জানান, তার পাওনা টাকার মধ্যে মাত্র ৩ লাখ টাকা পরিশোধ হয়েছে বাকী ৭ লাখ না দিয়েই লাপাত্তা আল আমিন।

ঘটনার পর বিপত্তি বাধে অন্য জায়গায়। আল আমিন অন্যত্র চলে যাবার পর তার বাড়িতে সাজ্জাদ হোসেন যোগাযোগ করলে আল আমিনের পরিবার উলটো সাজ্জাদকে হু ম কি ধ-মকি দেয়। তারা বলেন আল আমিনকে সাজ্জাদ কি ড ন্যা প করে মেরে ফেলেছে। এ নিয়ে গ্রাম্য সালিশ ডেকেছেন আল আমিনের পরিবার।
এ বিষয়ে দেশে বিদেশে মানসিকভাবে চাপে রয়েছেন সাজ্জাদ হোসেন। তিনি ইতিমধ্যে সাউথ আফ্রিকার স্থানীয় পুলিশ স্টেশনে মা ম লা করেছেন।

শেখ আল আমিনের সন্ধান পেতে তিনি প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন। কেউ আল আমিনকে জোন দোকানে চাকুরী করতে দেখলে 0611961147 নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন সাজ্জাদ হোসেন।

কেপটাউনে বদ্ধ দোকান থেকে প্রবাসীর লাশ উদ্ধার।========================================দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক সপ্তাহ ...
16/08/2025

কেপটাউনে বদ্ধ দোকান থেকে প্রবাসীর লাশ উদ্ধার।
========================================
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক সপ্তাহ পর দোকান থেকে উদ্ধার হলো সারোয়ার হোসেন বাবুর নিথর দেহ।

নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (স্ট্রোক) করে মৃত্যুবরণ করেন বাংলাদেশি প্রবাসী সারোয়ার হোসেন বাবু (পিতা: মোজাম্মেল সরদার)।
কিন্তু মর্মান্তিক বিষয় হলো মৃত্যুর এক সপ্তাহ পর আজ (শনিবার) পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়
কেপটাউনের মির্লাটন এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে তিনি মারা যান।ধারণা করা হচ্ছে,গত সপ্তাহের কোনো এক দিন দিনে বা রাতে মৃত্যুবরণ করেন এই রেমিট্যান্স যোদ্ধা।মৃত্যুর পর লাশ দোকানের টয়লেটের পাশেই পরে থাকতে দেখা যায়।
মুন্সিগঞ্জ প্রবাসী জমির উদ্দিন জানান,লাস্ট এক সপ্তাহ সারোয়ারের সাথে কথা হয়েছিলো।

সারোয়ারের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার আধারা গ্রামে।

সূত্র: আফ্রিকান টাইম

সাউথ আফ্রিকান পুলিশ হ*ত্যা*য় জড়িত ৩ সন্ত্রাসী সোয়াজিল্যান্ডে নি*হ*ত=====================================দক্ষিণ আফ্রিকার ...
15/08/2025

সাউথ আফ্রিকান পুলিশ হ*ত্যা*য় জড়িত ৩ সন্ত্রাসী সোয়াজিল্যান্ডে নি*হ*ত
=====================================
দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গায় এক পুলিশ খু-নে-র সাথে জড়িত তিন সন্ত্রা সী কে সোয়াজিল্যান্ডে যৌথ বাহিনীর অভিযানে গু**লি করে হ--ত্যা করা হয়েছে।

অভিযানে সাউথ আফ্রিকান পুলিশের সাথে সোয়াজি রয়েল পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।

জার্মিস্টনে হোম অফিসে আ গু নঃ সকল নথি, আইডি ও পাসপোর্ট অক্ষত আছে ===================================দক্ষিণ আফ্রিকার জোহা...
12/08/2025

জার্মিস্টনে হোম অফিসে আ গু নঃ সকল নথি, আইডি ও পাসপোর্ট অক্ষত আছে
===================================
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের জার্মিস্টন হোম অফিসে আজ সকালে বি ক্ষো ভ কারীরা আগু ন দিলে বিল্ডিংয়ের শীর্ষ দুই তলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে নিচের তলার হোম অফিসের নথি, আইডি ও পাসপোর্ট অক্ষত আছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশে হাইকমিশন খোলার জন্য দ্বিপাক্ষিক বৈঠক =========================================মান্যবর হাই কমিশনার জনাব শাহ্ আহ...
12/08/2025

বাংলাদেশে হাইকমিশন খোলার জন্য দ্বিপাক্ষিক বৈঠক
=========================================
মান্যবর হাই কমিশনার জনাব শাহ্ আহমেদ শফী স্যার আজ অপরাহ্নে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় (Department of International Relations and Cooperation) এর এশিয়া ও মধ্যপ্রাচ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মিজ ফাদানে ও তাঁর সহকর্মীদের সাথে এক দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন যেখানে তিনি বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার হাই কমিশন খোলা, বর্তমানে তৃতীয় কোন দেশ হতে বাংলাদেশী নাগরিকদের ভিসা সুবিধা প্রদান, দ্রুত ইভিসা চালু, ট্রানজিট ভিসার জটিলতা নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ সহ নানাবিধ সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। দূতাবাসের প্রথম সচিব জনাব মো: তৌফিকুল ইসলাম এ বৈঠকে উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া একরাম আর নেই===================================পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে সড়ক দুর্ঘটনায় মা...
12/08/2025

সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া একরাম আর নেই
===================================
পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত একরামুল হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত ৯টায় ডেলমাস হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলায়।

একরাম মোজাম্বিক হয়ে সড়ক পথে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ আসছিলেন। তাদের সাথে ছিল আরো ১৪/১৫ জন বাংলাদেশী। গতকাল ডেলমাস নামক স্থানে তাদের বরণকারী গাড়ি দূর্ঘটনা কবলিত হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যায়। মারাত্মক আহত অবস্থায় ডেলমাস হাসপাতালে ভর্তি করা হয় একরামকে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

রাত ৯টার দিকে লাইফ সাপোর্টে থাকা একরাম দুনিয়ায় মায়া ত্যাগ করেন।

সড়ক দুর্ঘটনায় আহত একরামকে দেখতে গেলেন রাষ্ট্রদূত ===================================গতকাল পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে মর...
11/08/2025

সড়ক দুর্ঘটনায় আহত একরামকে দেখতে গেলেন রাষ্ট্রদূত
===================================
গতকাল পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে গেছেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী। আজ বিকেলে তিনি ডেলমাস হাস্পাতালে গিয়ে লাইফ সাপোর্টে থাকা ফেনীর একরামের চিকিৎসার খোঁজ নেন। এসময় মর্গে থাকা নিহত নুরুল আমিন এবং নাইম ইসলামের মরদেহের খোজও নেন রাষ্ট্রদূত।।

হাসপাতাল থেকে বেরিয়ে রাষ্ট্রদূত জানান, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন একরাম। তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। নিহত দুই বাংলাদেশীর পোস্টমর্টেম হবে আগামীকাল। এক্ষেত্রে লাশ দাপন অথবা দেশে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করবে দূতাবাস।

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২ জন আহত ১৭======================================বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে সড়ক প...
10/08/2025

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত ২ জন আহত ১৭
======================================
বাংলাদেশ থেকে ২৯ জুলাই মোজাম্বিক হয়ে সড়ক পথে দক্ষিণ আফ্রিকায় আসার সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নোয়াখালী হাফেজ নুরুল আমিন ও মানিকগঞ্জের আবু নাঈম নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।।

দুর্ঘটনায় আহত হয়েছে ১৭ বাংলাদেশি। এদের মধ্যে একরামুল হক নামে এক বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক। সবাই বর্তমানে উইট ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় বাংলাদেশীরা জানান, দক্ষিণ আফ্রিকায় রবিবার ১০ আগস্ট ভোর রাতে প্রবেশের পর সীমান্ত থেকে ১৯ জন বাংলাদেশি নিয়ে একটি মাইক্রোবাস জোহানেসবার্গের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ডেলমাসের উইটব্যাংক ওল্ড রোডে ভোর সাড়ে ৬ টার দিকে গাড়িটি দুর্ঘটনায় কবলে পড়ে। এতে ঘটনাস্থলে ২ জন বাংলাদেশি নিহত হয়।

নিহত হাফেজ নুরুল আমিন নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নং রাজগঞ্জ ইউনিয়ের কৃষ্ণরামপুর গ্রামের কালিরহাট সংলগ্ন হাজী অলি উল্লাহ কোম্পানীর ছেলে। এবং অপরজন আবু নাঈম মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার চাঁনরব আলীর ছেলে।

এ সময় দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকা জেলার নবাবগঞ্জের বালুখন্ড ইউনিয়নের উৎপল মন্ডল নামের একজন। নোয়াখালীর সোনাইমুড়ি ও মাইজদী শহর সহ ফেনীর জেলার বেশ কয়েকজন আহত হয়েছে। ফেনীর জেলার দাগন ভুঞা উপজেলার হুদরায়তপুর ইউনিয়ের একরামুল হক আশংকাজনক অবস্থায় উইটব্যাংক হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনের পার্শ্ববর্তী কোন একটি লোকেশানে ( গ্রাম) মুন্সিগঞ্জের মুক্তার হোসেন সনি নামের এক বাংলাদেশী ...
09/08/2025

দক্ষিণ আফ্রিকার কুইন্স টাউনের পার্শ্ববর্তী কোন একটি লোকেশানে ( গ্রাম) মুন্সিগঞ্জের মুক্তার হোসেন সনি নামের এক বাংলাদেশী গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করন
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনি দক্ষিণ আফ্রিকায় উনার নিজের ফেসবুক পেইজে টুকটাক ভিডিও বানাতেন তাই অনেকেই ওনাকে চিনতেন।

ক্লিনিকে ফরেইনারদের চিকিৎসা সেবায় বাঁ-ধাঃ==================================দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের সুয়েটোর ডিপস্ল...
08/08/2025

ক্লিনিকে ফরেইনারদের চিকিৎসা সেবায় বাঁ-ধাঃ
==================================
দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের সুয়েটোর ডিপস্লোট ক্লিনিকে ফরেইনারদের চিকিৎসা সেবায় বা"ধা দেয়ার অপারেশন ডুডুলা'র ৩ সদস্যকে গ্রে"ফ"তার করেছে পুলিশ।
এ নিয়ে অপারেশন ডুডুলা'র মধ্যে চরম উ*ত্তে*জনা চলছে।

দক্ষিণ আফ্রিকার রেন্ডফন্টেইনে পুলিশের গু..লি..তে চার ডা-কা-ত নিহত;
05/08/2025

দক্ষিণ আফ্রিকার রেন্ডফন্টেইনে পুলিশের গু..লি..তে চার ডা-কা-ত নিহত;

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা:

  • Want your business to be the top-listed Media Company?

Share