15/08/2025
কিন্তু মেয়ে যখন বলেছিল আর পারছে না সংসার করতে ,আর এই অত্যাচার সহ্য করতে তখন ঠিকই মেয়েকে বলা হয়েছিল ,সংসার না করলে বাচ্চা গুলার কি হবে,বাবা ছাড়া বাচ্চা দেখবে কে ভবিষ্যৎ কি বাচ্চাদের আর সমাজ কি বলবে তাই মেনে নাও। তাহলে এখন বাচ্চা গুলার কি হবে?বাচ্চার বাবা কই?এখন বাবা পলাতক আর মা নেই এই সমাধান টা উত্তম সমাজের কাছে ।এই মেয়েটা বিয়ের পর থেকেই হয়তো মেনে নিয়ে ,মানায় নিয়ে আসছে ,এত বছরে ও হয়তো হাজার বার চেয়েছে এইখান থেকে বেড়িয়ে আসছে । কিন্তু এই সমাজ ,পরিবার মা হওয়ার দায়ে তাকে বেড়িয়ে আসতে দেয় নি। তাহলে এখন এত কান্নাকাটি ,আহাজাড়ি কিসের।