18/10/2025
''সমাজে সৎ লোকের মূল্য নেই''
@আজকের সমাজে সৎ মানুষকে সবাই সম্মান দেয় মুখে, কিন্তু বাস্তবে কেউ পাশে দাঁড়ায় না।
সততা যেন এখন বোকামির প্রতীক হয়ে গেছে।
যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, তাকে বলা হয় উগ্র;
আর যে মানুষ চুপ থেকে অন্যায় দেখে যায়, সমাজ তাকে “চতুর” বলে প্রশংসা করে।
একজন সৎ মানুষ আজ চাকরিতে টিকে না, ব্যবসায় টিকে না,
কারণ সে ঘুষ দেয় না, মিথ্যা বলে না, কারও ক্ষতি করে না।
এই সমাজে মিথ্যাবাদী মানুষরা হাসে, আর সত্যবাদীরা কাঁদে।
তবু মনে রেখো —
সততার দাম মানুষ না দিলেও, আল্লাহ একদিন নিশ্চয়ই দেবে।
কারণ সময় কখনও কারও প্রতি অবিচার করে না।
শরীফ মাহমুদ Imon Bhuiyan MD Hafaz Ahammed Asra Ful