Tafsir - তাফসীর

Tafsir - তাফসীর শান্তির ধর্ম ইসলাম

সৌদি আরবের প্রতিযোগিতায় হয়তো মারুফ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো অবস্থান অর্জন করতে পারেনি। কিন্তু সে যে তেলাওয়াত উপহার দ...
21/08/2025

সৌদি আরবের প্রতিযোগিতায় হয়তো মারুফ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো অবস্থান অর্জন করতে পারেনি। কিন্তু সে যে তেলাওয়াত উপহার দিয়েছে, তা শুধু প্রতিযোগিতার মঞ্চের জন্য নয়—এটি আমাদের জাতির জন্য এক চিরস্মরণীয় উপহার হয়ে থাকবে ইনশাআল্লাহ।
কোনো পুরস্কারই কুরআনের সুরকে মাপতে পারে না।
মারুফের কণ্ঠে কুরআনের যে আবেগধারা বয়ে গিয়েছে, তা কোটি মানুষের হৃদয়ে আল্লাহর কালামের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়েছে।

সমালোচনা থাকবে, আল্লাহর কাজ করলে সবসময়ই থাকে। কিন্তু মনে রাখবেন—
মানুষের সমালোচনা সাময়িক, কুরআনের সুর চিরস্থায়ী।

আমরা মারুফের এই তেলাওয়াতকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং বিশ্বাস করি একদিন এই কণ্ঠ বিশ্বময় কুরআনের দাওয়াত ছড়িয়ে দেবে।
© Qari Abu Rayhan

এশিয়া উপমহাদেশের ইসলামের  এক উজ্জল নক্ষত্র আল্লামা বাবুনগরীর আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান ক...
19/08/2025

এশিয়া উপমহাদেশের ইসলামের এক উজ্জল নক্ষত্র আল্লামা বাবুনগরীর আজ ৪র্থ মৃত্যু বার্ষিকী আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক

কুমিল্লা,লাকসাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের স্ত্রী ৩ জন ছেলে ও ২ জন মেয়ে সহ মোট ৫ জন সন্তান জন্...
17/08/2025

কুমিল্লা,লাকসাম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমান সাহেবের স্ত্রী
৩ জন ছেলে ও ২ জন মেয়ে সহ মোট ৫ জন সন্তান জন্ম দেন ।
মা এবং নবজাতকরা সুস্থ আছেন
আলহামদুলিল্লাহ্

ইসলামিক কনফারেন্স ২০২৫আয়োজনে: গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশনভেন্যু: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা
17/08/2025

ইসলামিক কনফারেন্স ২০২৫
আয়োজনে: গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন
ভেন্যু: ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা

আল্লাহ এই আস সুন্নাহ ফাউন্ডেশন কে দ্বিনের জন্যে কবুল করুক। আমিন।
17/08/2025

আল্লাহ এই আস সুন্নাহ ফাউন্ডেশন কে দ্বিনের জন্যে কবুল করুক। আমিন।

আলহামদুলিল্লাহ!!!আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোজ খবর নেওয়ার জন্য বাসায় যান বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার  প্রিয় শায়েখ হযরত ...
16/08/2025

আলহামদুলিল্লাহ!!!
আমীরে জামায়াতের স্বাস্থ্যের খোজ খবর নেওয়ার জন্য বাসায় যান বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার প্রিয় শায়েখ হযরত মাওলানা Mizanur Rahman Azhari

আজ ১৪ই আগস্ট। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ২য় মৃত্যু বার্ষিক।আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস...
14/08/2025

আজ ১৪ই আগস্ট। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের
২য় মৃত্যু বার্ষিক।আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।আমিন 😭😭

12/08/2025

আলহামদুলিল্লাহ
মক্কা বিশ্ব কুরআন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আল মারুফ ফাইনালে উঠেছে।
আগামীকাল সকাল ১০ টায় ফাইনালে পড়বে। দেশবাসির কাছে দুয়া চাই।

ইন্না-লিল্লাহ 😭মর্মান্তিক দূর্ঘটনা-ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ...
06/08/2025

ইন্না-লিল্লাহ 😭

মর্মান্তিক দূর্ঘটনা-

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,

পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উদ্ধার করে একে একে ৭টা মরদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন। ইন্না-লিল্লাহি ওইন্নাইলাইহি রজিউন।

চৌমুহনী জহুরের নামাজ চৌরাস্তায় পড়ার চিত্র..
05/08/2025

চৌমুহনী জহুরের নামাজ চৌরাস্তায় পড়ার চিত্র..

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭হাফেজ মো: সাকিব রহ.জামিয়া ইসলামিয়া মাইজদী আল আমিন মাদরাসার"  মিযান ( ৬ষ্ঠ) জামাত...
05/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
হাফেজ মো: সাকিব রহ.
জামিয়া ইসলামিয়া মাইজদী আল আমিন মাদরাসার" মিযান ( ৬ষ্ঠ) জামাতের তালিবুল ইলম।
মাদরাসার প্রথম সাময়িক পরীক্ষার আজ পঞ্চম দিন ছিল। তাদের আজ বাংলা সাবজেক্ট এর পরিক্ষা ছিল।
পরিক্ষার উত্তরপত্রে শেষ বাক্য লেখা ছিল "আল্লাহ ও তার রাসুল সাঃ আমার জন্য যথেষ্ট "
পরিক্ষা শেষ করে নাস্তা সেরে রুমে আসলো, হঠাৎ বেহুশ হয়ে পড়ে যায়।
সে অবস্থায় পরম বন্ধু আল্লাহর ডাকে সাড়া দেয়।😓🤲
ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে শহিদী মর্যাদা দান করুন।

Address

Senbag
3863

Alerts

Be the first to know and let us send you an email when Tafsir - তাফসীর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tafsir - তাফসীর:

Share

Category