
21/08/2025
সৌদি আরবের প্রতিযোগিতায় হয়তো মারুফ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় কোনো অবস্থান অর্জন করতে পারেনি। কিন্তু সে যে তেলাওয়াত উপহার দিয়েছে, তা শুধু প্রতিযোগিতার মঞ্চের জন্য নয়—এটি আমাদের জাতির জন্য এক চিরস্মরণীয় উপহার হয়ে থাকবে ইনশাআল্লাহ।
কোনো পুরস্কারই কুরআনের সুরকে মাপতে পারে না।
মারুফের কণ্ঠে কুরআনের যে আবেগধারা বয়ে গিয়েছে, তা কোটি মানুষের হৃদয়ে আল্লাহর কালামের প্রতি নতুন করে ভালোবাসা জাগিয়েছে।
সমালোচনা থাকবে, আল্লাহর কাজ করলে সবসময়ই থাকে। কিন্তু মনে রাখবেন—
মানুষের সমালোচনা সাময়িক, কুরআনের সুর চিরস্থায়ী।
আমরা মারুফের এই তেলাওয়াতকে শ্রদ্ধা করি, ভালোবাসি, এবং বিশ্বাস করি একদিন এই কণ্ঠ বিশ্বময় কুরআনের দাওয়াত ছড়িয়ে দেবে।
© Qari Abu Rayhan