20/06/2025
ভর্তি চলছে...! ভর্তি চলছে........! ভর্তি চলছে.........!
দক্ষ হউন, জীবন বদলে যাবে…………..!
সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনা খরচে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে........!
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 𝐀𝐒𝐒𝐄𝐓 প্রকল্পের আওতায় ৩মাস মেয়াদী কোর্সে ভর্তি চলছে…………..!
সুবিধাসমূহ:
✓ নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের জন্য সরকার কর্তৃক বৃত্তি প্রদানের ব্যবস্থা।
✓ প্রশিক্ষণ শেষে শতভাগ চাকুরির ব্যবস্থা।
✓ আধুনিক ল্যাবে দক্ষ প্রশিক্ষক দ্বারা ক্লাস করার সুবিধা।
✓ সফলভাবে কোর্স সমাপ্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 (𝐍𝐒𝐃𝐀) সরকারি সনদ প্রদান।
প্রশিক্ষণ কেন্দ্রের ১০টি কোর্স:
সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ঢাকাঃ
১. কেয়ারগিভিং, লেভেল-২
২. সুইং মেশিন অপারেশন্স, লেভেল-২
৩. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, লেভেল-২
৪. মোবাইল ফোন সার্ভিসিং, লেভেল-১
৫. সোলার ইলেক্ট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন এ্যান্ড মেইনটেন্যান্স, লেভেল-১
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিঃ
৬. কনজুমার ইলেক্ট্রনিক্স, লেভেল-১
৭. মোবাইল ফোন সার্ভিসিং, লেভেল-১
৮. মোটর ড্রাইভিং, লেভেল-৩
৯. গ্রাফিক্স ডিজাইন, লেভেল-৩
১০. ডিজিটাল মার্কেটিং, লেভেল-৩
#অনলাইন আবেদনের লিংক:
https://forms.gle/BDky6GPdgcX69WHh9 (১ থেকে ৫নং কোর্সর জন্য)
https://forms.gle/uQig7t8W4waSspXr7 (৬ থেকে ১০নং কোর্সর জন্য)
যোগাযোগ:
সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার , ঢাকা।
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
(৩০৬ নং মেট্রো পিলারের পূর্বে/স্টেশন সংলগ্ন)
মোবাইল: ০১৯৩৬০০৬৭৫৭, ০১৯৩৬০০২৮৩৮
E-mail: [email protected]
সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি
এম/৩, মিরপুর-১৩, ঢাকা।
(আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পিছনে)
মোবাইল: ০১৯৩৬০০২৪৪৫, ০১৯৩৬০০৬৭৬০
E-mail: [email protected]
প্রার্থী বাছাই ২১ জুন ২০২৫
ভর্তি যোগ্যতা:
ন্যূনতম ৮ম শ্রেনি/SSC পাস।
বয়স ১৮ থেকে ৪৫ বছর।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি-২ কপি।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র-১ কপি।
জাতীয় পরিচয় পত্র-১ কপি