TVET Bangladesh

  • Home
  • TVET Bangladesh

TVET Bangladesh Dedicated for the TVET sector of Bangladesh to promote TVET in people

20/06/2025
20/06/2025
20/06/2025
20/06/2025
20/06/2025

ভর্তি চলছে...! ভর্তি চলছে........! ভর্তি চলছে.........!

দক্ষ হউন, জীবন বদলে যাবে…………..!
সম্পূর্ণ সরকারি অর্থায়নে বিনা খরচে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে........!
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 𝐀𝐒𝐒𝐄𝐓 প্রকল্পের আওতায় ৩মাস মেয়াদী কোর্সে ভর্তি চলছে…………..!
সুবিধাসমূহ:
✓ নিয়মিত উপস্থিতির ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের জন্য সরকার কর্তৃক বৃত্তি প্রদানের ব্যবস্থা।
✓ প্রশিক্ষণ শেষে শতভাগ চাকুরির ব্যবস্থা।
✓ আধুনিক ল্যাবে দক্ষ প্রশিক্ষক দ্বারা ক্লাস করার সুবিধা।
✓ সফলভাবে কোর্স সমাপ্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন 𝐍𝐚𝐭𝐢𝐨𝐧𝐚𝐥 𝐒𝐤𝐢𝐥𝐥 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫𝐢𝐭𝐲 (𝐍𝐒𝐃𝐀) সরকারি সনদ প্রদান।

প্রশিক্ষণ কেন্দ্রের ১০টি কোর্স:
সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার, ঢাকাঃ
১. কেয়ারগিভিং, লেভেল-২
২. সুইং মেশিন অপারেশন্স, লেভেল-২
৩. ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, লেভেল-২
৪. মোবাইল ফোন সার্ভিসিং, লেভেল-১
৫. সোলার ইলেক্ট্রিক্যাল সিস্টেম ইনস্টলেশন এ্যান্ড মেইনটেন্যান্স, লেভেল-১

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজিঃ
৬. কনজুমার ইলেক্ট্রনিক্স, লেভেল-১
৭. মোবাইল ফোন সার্ভিসিং, লেভেল-১
৮. মোটর ড্রাইভিং, লেভেল-৩
৯. গ্রাফিক্স ডিজাইন, লেভেল-৩
১০. ডিজিটাল মার্কেটিং, লেভেল-৩

#অনলাইন আবেদনের লিংক:
https://forms.gle/BDky6GPdgcX69WHh9 (১ থেকে ৫নং কোর্সর জন্য)
https://forms.gle/uQig7t8W4waSspXr7 (৬ থেকে ১০নং কোর্সর জন্য)

যোগাযোগ:
সাইক প্রফেশনাল ট্রেনিং সেন্টার , ঢাকা।
৯৬৫, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা।
(৩০৬ নং মেট্রো পিলারের পূর্বে/স্টেশন সংলগ্ন)
মোবাইল: ০১৯৩৬০০৬৭৫৭, ০১৯৩৬০০২৮৩৮
E-mail: [email protected]

সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি
এম/৩, মিরপুর-১৩, ঢাকা।
(আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের পিছনে)
মোবাইল: ০১৯৩৬০০২৪৪৫, ০১৯৩৬০০৬৭৬০
E-mail: [email protected]

প্রার্থী বাছাই ২১ জুন ২০২৫
ভর্তি যোগ্যতা:
ন্যূনতম ৮ম শ্রেনি/SSC পাস।
বয়স ১৮ থেকে ৪৫ বছর।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি-২ কপি।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র-১ কপি।
জাতীয় পরিচয় পত্র-১ কপি

28/05/2025

♦️ভ‌র্তি ♦️ভ‌র্তি ♦️ভ‌র্তি
-ভ‌র্তি বি‌জ্ঞ‌প্তি- ২০২৫-২৬ সেশনে ভ‌র্তি শুরু
SSC এবং HSC পাশ করার পর যেসকল শিক্ষার্থী ডি‌প্লোমা ইঞ্জি‌নিয়া‌রিং সম্পন্ন করার কথা ভাব‌ছেন?
সে স্বপ্ন পূরণ করার জন‌্য আপনা‌দের পা‌শে আছে
"পার্ক প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউট(৫১০৪৫)"

28/05/2025
28/05/2025

🧠 তুমি কী চাও? শুধু সময় নষ্ট, না ভবিষ্যতের প্রস্তুতি?
আজকের সিদ্ধান্তই হতে পারে তোমার আগামী জীবনের টার্নিং পয়েন্ট...

📘 এসএসসি/সমমান পরীক্ষার পর তোমার হাতে এখন "সময়"।
এই সময়টাই ঠিক করবে তুমি অন্যদের মতো হারিয়ে যাবে, নাকি নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলবে।

🎓 এটাই সুযোগ — একদম ফ্রি প্রশিক্ষণে নিজের ভিত গড়ে তোলার!
আমরা দিচ্ছি:
✅ বেসিক কম্পিউটার কোর্স – ভবিষ্যতের প্রতিটি চাকরি বা উদ্যোগের প্রথম শর্ত
✅ স্পোকেন ইংলিশ – আত্মবিশ্বাসের সাথে কথা বলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার

🔍 ভেবে দেখো...
তুমি কি এমন একজন হতে চাও, যে সময় হারিয়ে ফেলে?
না কি, সেই ব্যক্তি হতে চাও, যে এই সময়কে কাজে লাগিয়ে সবার থেকে এগিয়ে যায়?

📍 প্রশিক্ষণস্থল:
IMB Polytechnic Institute (IMB-IMST)
আনারকলি, ডেইরি ফার্ম, আশুলিয়া, সাভার, ঢাকা - ১৩৪১

📞 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানার জন্য:
📱 ০১৭৪২-২৮৪২৩২
📱 ০১৯৮৫-৯০৩০৫৫

🚨 ভবিষ্যৎ অপেক্ষা করে না। তুমিও দেরি কোরো না।
👉 আজই সিদ্ধান্ত নাও – আসন সীমিত!

🗝️ "তোমার সময়, তোমার সিদ্ধান্ত — কিন্তু তোমার ভবিষ্যৎও কিন্তু তোমার হাতেই!"

Address


Alerts

Be the first to know and let us send you an email when TVET Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share