23/09/2025
আমাদের দেশে অনেকেই ভারতীয় শাড়িসহ বিভিন্ন পণ্যের জন্য ভারতে ছুটে যান। কিন্তু চোখ খুলে দেখুন—ভারতের বাজারেই এখন বাংলাদেশি শাড়ি বিক্রি হচ্ছে! ভারতের মানুষ বাংলাদেশি শাড়ির নাম শুনলেই কিনে নিচ্ছেন, গর্বের সাথে ব্যবহার করছেন।
তাহলে আমরা কেন নিজের দেশের পণ্যের মূল্য দিচ্ছি না? কেন নিজের টাকাই বিদেশে পাঠিয়ে, ডলার খরচ করে রিজার্ভ কমাচ্ছি?
বিদেশি পণ্যের মোহে পড়ে দেশের ভালো জিনিসগুলোকে অবহেলা করা কি ঠিক? আমাদের দেশেই আছে অসংখ্য মানসম্মত পণ্য—যা নিয়ে আমরা গর্ব করতে পারি, মাথা উঁচু করে দাঁড়াতে পারি।
আসুন, আমরা সবাই দেশি পণ্য ব্যবহার করি। দেশি পণ্যের প্রতি আস্থা রাখি। আমাদের কেনাকাটাই হোক দেশের শক্তি।
ভিডিওটি করেছেন একজন ভারতীয় ব্যবসায়ী নিজে, যেখানে তিনি বাংলাদেশের শাড়ির গুণগান করেছেন। ভাবুন তো—বিদেশিরা যদি আমাদের পণ্যের কদর করে, তবে আমরা কেন করব না?
ভিডিও লিংক: https://www.facebook.com/share/v/1AuUJkuHpb