10/05/2021
👇 Clan Recruitment 🔈
🛡Clan Name : Zomfaa Gaming
🛡Clan Tag : ZGx(Your Name)
🛡Clan Level : 1
🛡Region : Asia
🔐Platform Recruitment: Any
🔐 Level Recruitment: 40+
🔐 K/D Recruitment: 2.00 (Behaviour Obhiously Valo Hote Hbe!)
🔐 Tier Recruitment: Platinum V
👇 RECRUITMENT RULES 🔈
1️⃣অ্যাক্টিভ প্লেয়ার হতে হবে।
2️⃣রিনেম কার্ড থাকতে হবে বাধ্যতামূলক।
3️⃣ ক্ল্যান এর সকল প্লেয়ারদের সাথে সব সময় খেলতে হবে।অবশ্যই ভদ্র, বিনয়ী হতে হবে। যদি ক্ল্যান মেম্বাররা ইনভাইট দেয় খেলার জন্য ইগনর করা যাবে না,না খেল্লে একবার বলে দিবেন।
4️⃣ক্ল্যান এর সকল প্লেয়ারদের সাথে ভালো ব্যবহার করতে হবে সে যেই হোক না। বড়রা ছোটদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ছোটরা বড়দের সম্মান করতে হবে।
5️⃣আমাদের ক্ল্যানের টাইটেল এর পাশাপাশি যার যার Name দিতে হবে।
6️⃣ যার যার দেশের পাতাকা ব্যবহার করতে হবে বাধ্যতামূলক।অন্য কোন দেশের পতাকা ব্যবহার করা যাবে না।
7️⃣ ক্ল্যান এর স্বার্থে ক্ল্যান লিডার যা বলবেন তা মেনে চলতে হবে।
🔴Last 2 Season এর Statistics এর SS সহ ইনবক্সে করতে হবে।
👇
☢প্রতি সপ্তাহে ক্ল্যান কাস্টম রুমের ব্যবস্থা আছে। প্রতি Friday সন্ধ্যা সাতটায় একটি ক্লাসিক ম্যাচ হয়। সাপ্তাহিক কাস্টম রুমের ভিতর কোন পুরস্কার ব্যবস্থা নেই। শুধুমাত্র ক্ল্যান এর প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য।
☢আমাদের ক্ল্যানের একটি মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি চাইলে এড হয়ে যখন খুশি নক দিয়ে সবার সাথে খেলতে পারবেন। কোন সমস্যা বা কোন কিছু জানার থাকলে গ্রুপের মধ্যে শেয়ার করা হয়। সেখান থেকে সবার সমস্যা সমাধান করা হয়।
☢একটি পরিবার পাবেন,তাই যে যেভাবে পারেন সবসময় সবাই সবাইকে সহযোগিতা করবেন! একটি ক্ল্যান না, পরিবার হিসেবে আমাদের মেনে নিবেন,তারাই জয়েন দিয়েন ❤
বিদ্রঃ যারা জয়েন করতে চান, Shadman Mostahid (Nicher Comment Box ID Deua Ache!) কে ইনবক্সে করুন। Thank You So Much 💞🖤