ইউসুফ ভাই

ইউসুফ ভাই সর্বদা সব জায়গায় সব সময় আল্লাহই আমার ভরসা।

16/08/2025

আলহামদুলিল্লাহ 🌸
আল্লাহ তায়ালার অসীম রহমত ও মেহেরবানিতে সিজার সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মহান রব আমাকে সুস্থ-সবল এক পুত্রসন্তান দান করেছেন। এ নেয়ামতের জন্য শুকরিয়া আদায় করছি এবং প্রিয় নবী ﷺ-এর নির্দেশ অনুসারে সন্তানের জন্য দোয়া করছি যেন সে দ্বীনদার, নেক আমলকারী, পিতামাতার অনুগত এবং মানুষের উপকারী হয়।

আপনাদের সকলের দোয়া ও শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ তায়ালা সবাইকে সুস্থ রাখুন এবং আমাদের সন্তানকে দ্বীনের খেদমতে কবুল করুন—আমিন 🤲

13/08/2025

১/তুমি বদলালে, চারপাশ বদলে যাবে!
২/মানুষকে বদলাতে চাই? আগে নিজেকে বদলাও!
৩/এই ২.৩০ মিনিট বদলে দিতে পারে তোমার জীবন। #পরিবর্তন #নিজেকে_বদলাও #দ্বীনেরপথে

এর সাথে Entertainmentbuzz – আমাকে তার রাইজিং ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉
10/08/2025

এর সাথে Entertainmentbuzz – আমাকে তার রাইজিং ফ্যানদের একজন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে! 🎉

07/08/2025

"মানুষের কথা এমন হওয়া উচিত—যা শুনে অন্যের হৃদয় শান্তি পায়, আশা পায়, ভালোবাসা পায়। আমাদের প্রতিটি শব্দ যেন হয় সদাচরণের প্রতিচ্ছবি। রাসুল (সা.) বলেছেন—‘যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে।’
তাই আসুন, আমরা কষ্ট না দিয়ে শান্তি দেওয়ার মতো কথা বলি। কারণ, একটিমাত্র সুন্দর কথা—কারো জীবন বদলে দিতে পারে।

#ইউসুফভাই

একটু বেশিই পেরেশানিতে আছি!
05/08/2025

একটু বেশিই পেরেশানিতে আছি!

ফজর মোবারক!
01/08/2025

ফজর মোবারক!

01/08/2025

"একদিন আমরা সবাই মারা যাবো..."

একদিন সব কিছু শেষ হয়ে যাবে।
এই দুনিয়া, এই বাড়ি, এই অর্থ, এই খ্যাতি – কিছুই আমাদের সাথে যাবে না।
যে ঘরে আজ আমরা রাজা হয়ে ঘুরি,
একদিন সেই ঘরের কোলেই আমাদের নিঃশব্দ লাশ পড়ে থাকবে।

যে মানুষগুলোকে আমরা খুশি করতে চেয়েছি,
যাদের জন্য রাতের ঘুম হারাম করেছি –
তারা হয়তো জানাযার পরই ভুলে যাবে আমাদের কথা।

শুধু থাকবে আমাদের আমল।
যদি ভালো হয়, তাহলে কবর হবে জান্নাতের বাগান,
আর যদি খারাপ হয়, তাহলে শুরু হবে এক চিরস্থায়ী শাস্তির যাত্রা।

তাই এসো, এখনো সময় আছে –
নিজেকে বদলাই, আল্লাহকে ভয় করি, মানুষকে ভালোবাসি,
আমাদের সময়, সম্পদ আর শক্তিকে ব্যবহার করি নেক পথে।
কারণ মৃত্যু কোনো দিন দেরি করে না –
সে ঠিক এসে যায়... হঠাৎ, নিঃশব্দে।

#ইউসুফ

28/07/2025

আহংকার সম্পর্কে পবিত্র কুরআনের বাণী

> إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْتَكْبِرِينَ

“নিশ্চয়ই আল্লাহ অহংকারকারীদের ভালোবাসেন না।”

—সূরা আন্-নাহল (১৬:২৩)

অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে বিনয়ী বান্দা।
অহংকারের বিপরীতে আছে নম্রতা, ভদ্রতা ও সত্যিকারের সম্মান।

চলুন, অহংকার নয়—বিনয়কে গ্রহণ করি।

27/07/2025

মানবিকতা নিয়ে কিছু কথা:

মানবিকতা মানে শুধু কারো জন্য দুঃখ পাওয়া নয়, বরং সেই দুঃখ ভাগ করে নেওয়া।
মানবিকতা হলো মানুষের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
এই গুণটি মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে।

যখন কেউ কষ্টে থাকে, তখন পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে একবেলা খাওয়ানো, অসুস্থকে দেখে আসা, কিংবা শুধু একটা সহানুভূতির কথা—এসবই মানবিকতার পরিচয়।
আজকের সমাজে অনেক কিছু বেড়েছে—প্রযুক্তি, বিল্ডিং, গাড়ি, বিলাসিতা—কিন্তু কমে গেছে একটা জিনিস, তা হলো মানবিকতা।

চলো আমরা নিজেদের মধ্যে মানবিকতাকে জাগিয়ে তুলি।
কারণ আমরা মানুষ, আর মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব।

ইউসুফ ভাই

প্রত্যেকের সকালটা সুন্দর হোক।
26/07/2025

প্রত্যেকের সকালটা সুন্দর হোক।

25/07/2025

আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته

আজ পবিত্র জুমাবার
মুমিনের জন্য রহমতের এক বিশেষ দিন!
এই দিনে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়, নেকি বাড়ে।

রাসূলুল্লাহ্ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন কোনো মুসলমান বান্দা দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন।”
(বুখারি ও মুসলিম)
আজ কিছু সময় আল্লাহর সামনে নিজেকে হাজির করি।
কুরআন তিলাওয়াত করি, দরুদ শরীফ পাঠ করি,
আর অন্তর দিয়ে ক্ষমা চাই—
যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন।

জুমার আমলগুলো আজ ভুলে যেও না:

গোসল

সুন্দর পোশাক

সুগন্ধি ব্যবহার

সূরা কাহফ পড়া

বেশি বেশি দরুদ পাঠ

সালাতের প্রতি যত্নবান হওয়া

জুমার দিনে একে অপরকে ভালোবাসার কথা মনে করিয়ে দাও, আর দোয়া করো— আল্লাহ যেন আমাদের ঈমানের উপর মৃত্যুবরণ করান।

✨ জুমা মুবারক ✨

#জুমা_মুবারক

Address

Rajabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইউসুফ ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share