01/06/2025
🏞️ "আপনার শহরের গোপন রত্ন কোথায়?" — Zamfluence Explorer Series
🗣️ আপনার শহরের এমন কোন জায়গা আছে, যেটা গুগলে নেই — কিন্তু আপনার মনে গেঁথে আছে?
হয়তো সেটা স্কুলের পেছনের পুরনো ফুচকার দোকান,
হয়তো রেললাইন ধরে হাঁটার ছোট্ট রাস্তা,
বা নদীর পাড়ের নির্জন ঘাট,
যেখানে গিয়ে আপনি নিজেকে খুঁজে পান।
📸 আজকেই সে জায়গার একটা ছবি তুলুন —
✍️ একটা ছোট গল্প লিখুন,
আর আমাদের সাথে শেয়ার করুন ইনবক্সে বা হ্যাশট্যাগ দিয়ে!
আমরা তুলে ধরবো সেসব অচেনা জায়গার অজানা গল্প।
আপনার গল্পে অনুপ্রাণিত হবে হাজারো পথিক।