05/08/2025
অসহায় এক গরীব মায়ের একমাত্র উপার্জনকারী আজ দুর্বৃত্তের হাতে নির্মমভাবে হত্যা হয়েছে।
কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝিলমিল এরিয়ায় রিক্সা চালানোর সময় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে মারা গিয়েছে । ওরা এতটাই অসহায় যে প্রতিদিনের খাবার প্রতিদিন জোগাড় করতে হয়, তা না হলে তাদের অনাহারে থাকতে হয়। ভাগ্যের কি নির্মম পরিহাস কে জানত আজই হবে তার শেষ রিক্সা চালান। মা বোনের কান্নার আর্তনাতে আল্লাহ যেন ঐ সকল পাপীদের উপযুক্ত শাস্তি দেয়। আবেগপ্রবণ হয়ে গেলাম আসলে অল্প বয়সে এই ছেলেটার পরিবারের হাল ধরতে হয়েছে।