07/11/2025
কোথায় আছো? মনে পড়ে আমাকে? ভুলে গেছো কি পুরোপুরি? আমি এখনো তোমাকে ভুলতে পারিনি। আমার সকল পথে তুমি লেগে আছো। সমস্ত চিন্তা চেতনা জোড়ে কেবল তোমারই বসবাস। আসলে আমি তোমাকে ভুলতে চাইনি বলেই মনে রেখে দিয়েছি। আমাকে কত মানুষ কত কি বলেছে, কত প্রেম এসে দরজায় নেড়েছে কড়া, কিন্তু আমি দরজা খুলতে পারিনি! মানুষ বলে এটা বোকামি, কিন্তু আমি জানি এটা ভালোবাসা। এটাই ভালোবাসা ❤️🩹😊