23/01/2025
আপনি শিল্পী,
আপনার অধিকার আছে ইভেন্ট অর্গানাইজার বা আর্টিস্ট ম্যানাজার কে জিজ্ঞেস করার -
১।কোথায় শো,
২।কার শো , কাদের শো, কি উদ্দেশ্যে শো
৩।কেমন শো ,
৪।কতজন লোক হবে,
৫।দর্শক কারা,
৬।নিজের ব্যান্ড না থাকলে কোন সেট অব মিউজিসিয়ান বা যন্ত্রী বাজাবে, তাদের সাথে আপনার আগে থেকে সঙ্গত আছে কিনা বা চেনেন কিনা।
৭।কোন সাউন্ড কোম্পানির সাউন্ড থাকবে,
৮।সেই সাউন্ড গ্রাউন্ডে উপস্থিত মানুষের জন্য এবং আপনার পারফরমেন্স এর জন্যে যথেষ্ট কিনা,
৯।কেমন লাইট থাকবে,
১০।মোস্ট ইমপোর্টেন্টলি সিকিউরিটি কেমন ( বর্তমান সময়ে অবশ্যই জানতে হবে )
১১। সম্মানী কিভাবে পাবেন বা নিবেন।
১২। ঢাকার বাইরে হলে, ট্রান্সপোর্টেশন, রিপোর্টিং টাইম
উপরোক্ত বিষয় গুলো ধোয়াশা থাকলে শো করবেন না আপনার/ আপনাদের প্রতি অনুরোধ।
অনেক ইভেন্ট অর্গানাইজার বা আর্টিস্ট ম্যানেজার ইদানিং কিছু বলেনা শো তে নিয়ে যায়, স্পটে গিয়ে একটা না একটা সমস্যার সম্মুখীন হতে হয়।
এরকম ধোয়াসা মার্কা ইভেন্ট অর্গানাইজার বা আর্টিস্ট ম্যানেজার এর সাথে কাজ করা বন্ধ করার এখনই সময়।
সে মাঝখান থেকে ৫/১০/১৫/২০ হাজার টাকা লাভের জন্য শিল্পীদের বিপদে ফেলে।
যে সকল ইভেন্ট অর্গানাইজার বা আর্টিস্ট ম্যানেজার বলবে "এতো কথা জিজ্ঞেস করেন কেনো বা এতো কথার কি আছে - শো করলে করণে না করলে নাই" তাদের নাম প্রকাশ করে দিন যেনো অন্যেরাও কাজ করা বন্ধ করে দেয়।
শো অর্গানাইজার বা আর্টিস ম্যানেজারদের এমন ভাব যেনো ওনাদের কারণেই শো হয়। এই ভাব নিতে দেয়া যাবে না। একটা অনুষ্ঠানের শিল্পীর গুরুত্বই সব থেকে বেশি তার পারফরমেন্স ভালো হওয়ার জন্যে যেটা জরুরী সেটাই মেনে নিতে হবে।
দায়িত্ব আপনার, দিন শেষে শো খারাপ হলে সব দোষ আপনার হবে, নেপথ্যের ঘটনা তখন বলেও কোনো লাভ হবে না। দর্শক জানতে চায় না আপনার সাথে কি হয়েছে।
ধন্যবাদ 🙏🇧🇩