Cozy Chapters

  • Home
  • Cozy Chapters

Cozy Chapters ✨ Unfolding moments through food, travel, and lifestyle. Each post is a new cozy chapter. 🌿

(31)

ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি , গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।ছেলের ...
24/07/2025

ফুটফুটে প্রানবন্ত ছোট্ট মিরসাদের কে হারানোর শোক এখনো আমরা ভুলে উঠিনি ,
গতকাল থেকেই তার মায়ের অবস্থা ছিল খুবই করুণ।
ছেলের মৃ'ত্যুর শোক সহ্য করতে না পেরে অবশেষে মিরসাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে'কাল করেছেন।😓

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

শোকে পাথর হয়ে গেছে পরিবার গুলো!
দোয়া করা ছাড়া আমাদের কিছু বলার আর ভাষা নাই 💔
#বিমান #বাংলাদেশ #মা

good night      ゚viralシfypシ゚viralシ
23/07/2025

good night
゚viralシfypシ゚viralシ

23/07/2025

আপনি ফুটপাত দিয়ে হাঁটছেন, অপরিকল্পিত নির্মাণাধীন ভবন থেকে আপনার মাথায় ইট পড়ে আপনি প্রাণ হা'রাবেন।

রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে এক খুশির উপলক্ষ্য নিয়ে খেতে গেছেন, অননুমোদিত গ্যাস লাইনের বি'স্ফো'রণে আপনি প্রাণ হা'রাবেন৷

নিয়ম মেনে ড্রাইভিং বা রাইডিং করছেন, ধনীর নেশাগ্রস্ত আদুরে দুলাল গাড়িচা'পা দিয়ে আপনার প্রাণ'না'শ করবে৷

প্রভাবশালীদের সাথে দ্ব'ন্দ্বে জড়াবেন, পাথর দিয়ে পি'ষে আপনার প্রাণ'না'শ করা হবে, আপনার লা'শের উপর উঠে নৃত্য করা হবে।

মানুষের অধিকার নিয়ে সোচ্চার হবেন, আয়না ঘর আপনাকে বলবে, "আহো ভাতিজা, আহো!"

গ্রাম থেকে ঢাকা এসে একটা ফ্যাক্টরিতে কাজ করে ঘষেমেজে নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন, ভবন ধ্ব'সে প্রাণ হা'রাবেন।

নারী হয়ে নির্বিঘ্নে লেখাপড়া, চাকরি-বাকরি করতে যাবেন, যৌ'ন হয়'রানির শিকার হবেন একশোতে একশো৷ ধ'র্ষি'তা হওয়ার সুযোগও কম না৷

শাসনযন্ত্রের অপ'শাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলবেন, আপনার পরিবার আপনার মৃ'তদেহটাও খুঁজে পাবে না৷

আপনার সন্তান বাহিরে খেলছে, সিটি কর্পোরেশনের অবহেলিত উন্মুক্ত ম্যানহোলে পড়ে প্রাণ হা'রাবে।

সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন, তার মৃ'তদেহ পাবেন বিশ্ববিদ্যালয়ের পুকুরে।

সর্বশেষ, আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন, প্রশিক্ষণ বি'মান বি'ধ্ব'স্ত হয়ে আরো দুয়েকশো সন্তানের সাথে আপনার সন্তানেরও প্রাণ নিবে৷

আর হ্যাঁ, এগুলোর ন্যায় বিচার প্রত্যাশা করেন? তাহলে বলবো আপনারা বড্ড বোকা৷

জি, এটাই এশিয়া মহাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর মাছে ভাতে বাঙালির বাংলাদেশ।

© মূল লেখকের নাম পাওয়া যায়নি
゚viralシfypシ゚viralシ #নিউজ #দুর্ঘটনা

23/07/2025

7k followers done💚
Back To Back 100%
゚viralシfypシ゚viralシ

ঢাকার মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতিরাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক য...
23/07/2025

ঢাকার মালিবাগ থেকে যুবক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

রাজধানীর মালিবাগ এলাকা থেকে নাইমুর রহমান সিফাত (২৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১৯ জুলাই ২০২৫, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছেন তার স্ত্রী।

নিখোঁজ সিফাত ল্যাপটপ সার্ভিসিং দোকানে (মাল্টিপ্লান মার্কেট) যান ল্যাপটপ মেরামতের জন্য। দোকান থেকে বেরিয়ে বাসায় ফেরার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার কিছুক্ষণ পর তার স্ত্রীকে ফোন করে জানান, “আমি এখন মালিবাগে আছি।” সেটাই ছিল তার শেষ কথোপকথন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ সিফাতের সাথে ছিল: ১ টি মোবাইল ফোন,২ টি ল্যাপটপ,কিছু নগদ অর্থ।

সিফাত নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাদুলী মোল্লা পওন খাস বাড়ির নুর নবী সন্তান ।বর্তমানে তিনি স্ত্রীসহ ঢাকার খিলগাঁওয়ের তিলপাপাড়ায় বসবাস করতেন।

তার স্ত্রী তানজিলা আক্তার (আনঞ্জুমান জারা) জানিয়েছেন, তারা নিকটস্থ থানা ও পরিচিত জায়গাগুলো খুঁজে দেখেছেন, তবে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সাধারণ মানুষের সহায়তা কামনা করেছেন।

যদি কেউ নাইমুর রহমান সিফাতকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান,নিম্নোক্ত নম্বর দুটিতে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে: ০১৭৪৩০৪২৭৫২, ০১৭১৬২৩২৪৭৩

পরিবার বলছে, “সিফাতের মতো একজন শান্ত ও দায়িত্ববান মানুষ হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা চরমভাবে আতঙ্কিত ও দুশ্চিন্তায় আছি।

#দুর্ঘটনা #নিউজ

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭"আম্মু আমি আজ স্কুলে যাব না।”৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,“একদম না যাওয়া...
22/07/2025

জুনায়েদের বলা শেষ কথাগুলো 😔😭

"আম্মু আমি আজ স্কুলে যাব না।”

৭ বছরের বয়সী জুনায়েদের কথা শুনে মা ধ'ম'কে বললেন,

“একদম না যাওয়ার বায়না ধরবে না জুনায়েদ। যেতে হবে, চলো রেডি হও।”

“মা, ভালো লাগছে না আমার। কাল থেকে যাই?”

“না, বাবা এখনি যেতে হবে। স্কুল থেকে আসার পর, তোমাকে নিয়ে ঘুরতে যাব। কেমন?”

জুনায়েদের চোখ চকচক করে উঠল। বলল,

“সত্যি!”

“হ্যাঁ, সত্যি।”

জুনায়েদকে স্কুলের জন্য রেডি করে মা, আর ছেলে বেরিয়ে পড়লো। স্কুল গেইটে জুনায়েদকে নামিয়ে মা হেসে বললেন,

“আম্মু, বাসায় গিয়ে চিকেন রান্না করব, তোমার জন্য। ঠিক আছে?”

“ওকে, আম্মু।”

জুনায়েদের মা, রান্না করছিল। হঠাৎ নিউজ পেল, জুনায়েদের স্কুলে বিমান ক্র্যাশ করেছে। হাত থেকে চিকেনের পাতিলটা পড়ে গেল। কাঁ'পা কাঁ'পা হাতে জুনায়েদের বাবাকে কল দিলো। তারপর, ছুটে বেরুলো ছেলেকে খুঁজতে। “জুনায়েদ, ঠিক আছেতো?”
তারপর? তারপর, ২ ঘন্টা খোঁজার পর, হঠাৎ দেখতে পেলো, “পো/ড়া দে'হ নিয়ে জুনায়েদ তার আম্মুর দিকেই এগিয়ে আসছে। মুহুর্তেই পড়ে গেল মা'টিতে। শেষ নি’শ্বা’স ত্যাগ করলো জুনায়েদ। কলিজা কাঁ/পি/য়ে দেওয়ার মত চিৎ’কা’র করে উঠল জুনায়েদের বাবা-মা। মা কান্না করতে করতে বললেন,

“আমার বাজান, আমার বাজানে, না করছিল আম্মু আজ আমি স্কুলে যাব না। আমি জো'র করে পাঠিয়েছি। আমার বাজানে আজকে বিকেলে ঘুরতে যাওয়ার কথা ছিল আমার সাথে। ওহ বাজান, চিকেন খাইবা না তুমি? আব্বা, আমারে নিঃস্ব করে তুমি কই চইলা গেলা আব্বা?”

জুনায়েদের আর বাসায় ফেরা হলো না, চিকেন খাওয়া হলো না, তার আম্মুর সাথে ঘুরা হলো না, আর, হোমওয়ার্কও করা হলো না।

মারশিয়া জাহান মেঘ

মাইলস্টোন কলেজ, ঢাকা উত্তরা।
২১ জুলাই ২০২৫,,,,,,,
#মাইলস্টোন #বিমান #দুর্ঘটনা

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে:১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,২. আহতদের নির্ভুল তালিকা,৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণে...
22/07/2025

শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে:

১. নিহতদের নাম-ঠিকানা প্রকাশ,

২. আহতদের নির্ভুল তালিকা,

৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,

৪. ক্ষতিপূরণ প্রদান,

৫. ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল,

৬. প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।

#মাইলস্টোন #বিমান #দুর্ঘটনা

22/07/2025

প্রায় দুবছর ধরে গাযযার মানুষ প্রতিদিন যা নিচ্ছে, একদিন নিতে গিয়ে পুরো জাতি স্তব্ধ হয়ে গেছি।
আজকে সারাদিন নিউজফিডে কোনো ট্রল, জোক, মক, সার্কাজম পোস্ট নেই।
তেমন কেউ নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করিনি। চেক ইন নেই, স্টোরি দিইনি।
ওয়াচিং অমুক মুভি, লিসেনিং তমুক সং কেউ শেয়ার করিনি।
হা হা রিয়েক্ট দেওয়ার মত কোনো কন্টেন্ট আজ কেউ আপলোড করেনি।
আজকে সোশ্যাল মিডিয়ায় অনর্থক হাসি মজা নেই। ব্যক্তিগত গীবত শাকায়েত নেই। অশ্লীলতা নেই। প্রেম প্রণয় নেই। নেই আন্দোলন সংগ্রাম।
ভিডিও দেখতে দেখতে পাশে থাকা বন্ধুর কাছে অকপটে স্বীকার করেছি,
"দেখ, জীবন আসলে কিছুই না।"
বুঝি আল্লাহ্ চাইলে আমার এত হাসি আনন্দ বিনোদনের আয়োজন, ভোগ সামগ্রীর স্বাদ এক ঝটকায় নিয়ে নিতে পারেন।
বিপদ আসলে আমরা কত সিরিয়াস হয়ে যাই। আমাকে আমার ফিতরাতের পথ দেখিয়ে এক বিজলী চমকিয়ে যায়।
আর বিপদ কেটে গেলে আমি হয়ে যাই উৎফুল্ল। বিস্মৃত।
আল্লাহ্ বলেন,
"মানুষকে যখন বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে ও দাঁড়িয়ে (সর্বাবস্থায়) আমাকে ডাকে। তারপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলে যেন সে কখনও কোনও বিপদের জন্য আমাকে ডাকেইনি!"[সূরা ইউনুস:১২]
©

মর্গের ভেতরটা নিস্তব্ধ, কিন্তু বাতাস ভারী—জেট ফুয়েলের ঝাঁঝালো গন্ধে। ঢাকার কয়েকটি হাসপাতালের মর্গে ঢুকলেই বোঝা যায়, যেন ...
21/07/2025

মর্গের ভেতরটা নিস্তব্ধ, কিন্তু বাতাস ভারী—জেট ফুয়েলের ঝাঁঝালো গন্ধে। ঢাকার কয়েকটি হাসপাতালের মর্গে ঢুকলেই বোঝা যায়, যেন যুদ্ধ শেষে ক্ষতবিক্ষত দেহগুলো এখানে আশ্রয় নিয়েছে। প্লাস্টিক বডি ব্যাগের ভেতর যে যন্ত্রণার ইতিহাস গুমরে উঠছে, তা আর কল্পনায় নয়—বাস্তবে স্পর্শ করা যাচ্ছে।
সোমবার দুপুরে কুর্মিটোলা আকাশে যে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়, তাতে প্রাণ হারান অন্তত ১৮ জন। মরদেহগুলোর বেশিরভাগই শিশু—এমনটাই জানালেন এক পুলিশ সদস্য, যিনি দুর্ঘটনার পর থেকেই মর্গে রয়েছেন। তিনি বলেন, “বডি ব্যাগ খুলে চোখ রাখা যায় না। ওদের বয়সই বা কত? ছয়, সাত কিংবা আট!”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একটি সামরিক হাসপাতালে ঘুরে দেখা গেছে, প্রতিটি মর্গেই রাখা হয়েছে দগ্ধ মরদেহ। বডি ব্যাগ খুললেই বের হয় এভিয়েশন টারবাইন ফুয়েলের (ATF) তীব্র গন্ধ—প্রমাণ করে কতটা ভয়াবহ ছিল বিস্ফোরণ। শিশুর শরীরেও লেগে আছে আগুনের দাগ, গলে যাওয়া কাপড়, ঝলসে যাওয়া হাত-পা।
মর্গের পাশের বিশ্রামকক্ষে বসে থাকা এক নারী অস্ফুট কণ্ঠে বলছিলেন, “বিমানটা নিচে পড়তেই চারপাশে আগুন। জানলার পাশে বসে ছিল আমার মেয়ে। কে জানত স্কুলটাই তার কবর হবে!”
মেয়েটির নাম রুনা। বয়স মাত্র ৯। মা তার ব্যাগটা এখনো বুকে আগলে রেখেছেন। মাঝে মাঝে ফোঁপান, আবার চুপ করে বসে থাকেন। আশপাশে আরও অনেক মা-বাবা—কারও মুখে আর ভাষা নেই।
মর্গের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “আমরা সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করছি। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হবে। তবে অধিকাংশ মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করাই কঠিন।”
তবে মর্গে ঢোকার সময় যে গন্ধটা নাকে লেগে থাকে, তা শুধু জেট ফুয়েলের নয়—সেই গন্ধে মিশে আছে মৃত্যুর, ভয়াবহতার, আর অপূরণীয় এক ক্ষতির ইতিহাস।
কিন্তু এর মধ্যেই শিশুদের কফিন নামিয়ে দেওয়া হয়েছে মাটির নিচে। এক মা বলেছিলেন, “ওর বইগুলো তো আগুনেও পুড়ল না, আমি সেগুলো নিয়ে যাব।” কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি।
এই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি ভবিষ্যতের সম্ভাবনাকে পুড়িয়ে দেওয়া এক কালো দিন।
আল্লাহ সবাইকে এই শোক সইবার তৌফিক দান করুক।
আমিন।
#মাইলস্টোন #বিমান #দুর্ঘটনা

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিং...
21/07/2025

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)
সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।
যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য।
তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্ব*স্ত হয়।
এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।
- সাফিন রাহমান
#উত্তরা #বিমান

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cozy Chapters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share