
12/01/2025
কত বড় একটা দেশ,আর এই বড় দেশে মাত্র একটু আগুনের পুলকা পড়ছে আর এতেই বিশ্বের কান্নাকাটি, আর অথচ ফিলিস্তিনের উপর প্রতিদিন গেরে আগুন বাহিরে আগুন কলিজায় আগুন, না আছে বাসস্থান না আছে খাবার, বিশ্বের নামব জাতি কি এগুলো দেখেনা, ইহুদি বলেন খ্রিষ্টান বলেন হিন্দু বলেন মুসলিম বলেন যে ধর্ম বলেন সবাই এই দুনিয়ার মানব জাতি , সবাইকে সৃষ্টিকর্তা বসবাসের জন্যই পাঠাইছে, এই দুনিয়া কেউ নিয়ে যেতে পারবেনা, বরং আমরাই থাকবো কি না একবার চিন্তা করা উচিত, রাজনীতি করবো নিজের সার্থ পুরানোর জন্য, তাহলে অন্য জনে কি করবে? অতএব মানব জাতি লোভ থেকে দুরে না গেলে পৃথিবীটা দংশ হয়ে যাবে, সৃষ্টিকর্তা আমাদের বাঁচার জন্য সব কিছুই দিয়েছে, আর আমরা মানব জাতি জেনে সুনে সব দংশ করে দিচ্ছি 😭