VONDO RONY

VONDO RONY পরিস্থিতি যেমন আমিও তেমন ই তাই নিজের অস্তিত্ব নিজেই খুঁজে বেড়াই।

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব-তো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থে...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্ব-তো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"! ❤️
©

সরি ইউনুস সাব,আজকে না বললেই নয়।কিছু না বুঝলেও মানুষের পকেট থেকে টাকা কীভাবে বের করতে হয়, সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝে ...
22/07/2025

সরি ইউনুস সাব,
আজকে না বললেই নয়।

কিছু না বুঝলেও মানুষের পকেট থেকে টাকা কীভাবে বের করতে হয়, সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝে গেছেন। আপনারা হেলিকপ্টারে চড়ার টাকা ঠিকই পান, একজন উপদেষ্টা ৩-৪টা গাড়ি ব্যবহার করেও সরকারি খরচে চলেন। আপনি ১০ মাসে ১১ বার বিদেশ সফর করেন, সবই রাষ্ট্রের পয়সায়। ইউনুস বিশ্ববিদ্যালয় বানানোর জন্যও বাজেট পায়।

আপনাদের সব কিছু চলে রাজকীয়ভাবে। কিন্তু আজ আমার দগ্ধ ভাই-বোনেরা হাসপাতালে পড়ে আছে, তাদের চিকিৎসার জন্য আপনারা এক টাকাও বরাদ্দ দিতে পারলেন না?
ভিক্ষুকের মতো জনগণের কাছেই হাত পেতে ভিক্ষা চান!
লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে!

আরও টাকা তুলুন! যত পারেন উঠান! কারণ এই রাষ্ট্রের হাতে এখন দুর্দশাগ্রস্তদের জন্য এক ফোঁটা সহানুভূতি পর্যন্ত নেই—টাকা তো বহু আগেই শেষ!”

20/07/2025

মুস্তাফিজুর রহমান ❤️

16/07/2025

সব রাজনৈতিক দলগুলো এতো মারামারি করছে
শুধুমাত্র জনগণের সেবা করার জন্য..
কতটা সৌভাগ্যবান দেশের মানুষ, ভাবা যায়!!

রাগের এক মর্মান্তিক পরিণতি: আমাদের শিক্ষা নেওয়ার সময় এখনই! কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রাম...
13/07/2025

রাগের এক মর্মান্তিক পরিণতি: আমাদের শিক্ষা নেওয়ার সময় এখনই! কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বাবা শাহিনের সঙ্গে তার ছেলের বচসা হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে বাবা রাগের মাথায় ছেলের দিকে ছুঁড়ে মা'রেন একটি কাঁচি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়!

তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর শেষমেশ ভর্তি করা হয় পিজি (BSMMU) হাসপাতালে। বর্তমানে সেই ছেলে ICU-তে মৃ*ত্যুর সঙ্গে লড়ছে। এখনও তার মাথা থেকে কাঁচি অপসারণ করা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করতে প্রায় দেড় লাখ টাকার প্রয়োজন এবং অপারেশনটি জীবনঝুঁকিপূর্ণ।

ছেলের এমন মর্মান্তিক অবস্থায় বাবা শাহিনও ছুটোছুটি করে পা*গল প্রায়। আজ তিনি কাঁদছেন, ছুটছেন—কিন্তু সময় আর ফেরে না! এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, রাগ কীভাবে মুহূর্তেই একটি জীবনকে ধ্বং'সের দিকে ঠেলে দিতে পারে। একটি ভুল সিদ্ধান্ত, একটি রাগান্বিত প্রতিক্রিয়া—সবকিছু বদলে দিতে পারে চিরতরের জন্য। তাই আসুন, আমরা রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি। কারণ রাগ কখনোই সমাধান দেয় না, বরং ধ্বং'স ডেকে আনে। এক মুহূর্তের রাগের আগুন অনেক সময় সারাজীবনের কান্না হয়ে ফিরে আসে।

12/07/2025

Baba.💔😅

12/07/2025

চাঁদপুরের ঘটনার বিস্তারিতঃ

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধী জানিয়েছে:

রমজানের আগেরদিন ইসলামিক আলোচনায় ইমাম সাহেব বলেছেন [যাকে আঘাত করা হয়েছে] - মিলাদ কুরআন শরীফে নেই।

পরে আমি কুরআন শরীফ পড়তে গিয়ে মিলাদ সেখানে পাই।

এ নিয়ে ইমাম আমাকে বলেছিলো অফিসারের কাছে দরখাস্ত না করে পিওনের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে?

অফিসার হচ্ছে আল্লাহ, আর পিওন হচ্ছে নবী।

আমার নবীজীকে পিওন বলছে- এটা আমি মানতে পারিনি।

পরে তাকেছুরিকাঘাতকরি।

মসজিদ কমিটি বিষয়টি নিয়ে দ্রুত মামলা করবে জানা গেছে।

অপরাধী পুলিশের কাছে আটক আছে।

সোহাগ ভাইয়ের বাচ্চা দুটোর কথা শুনলাম, তারা বলতেছে আমরা তো এতিম হয়ে গেলাম! বাবা ছাড়া আমরা বাঁচবো কিভাবে!💔
12/07/2025

সোহাগ ভাইয়ের বাচ্চা দুটোর কথা শুনলাম, তারা বলতেছে আমরা তো এতিম হয়ে গেলাম! বাবা ছাড়া আমরা বাঁচবো কিভাবে!💔

11/07/2025

আগামী কয়েক বছরের জন্য এ দেশের সকল দলের রাজনীতি নিষিদ্ধ করা হোক। ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে দেয়া হোক।

বাকরুদ্ধ,মানুষ নামের অমানুষ।
11/07/2025

বাকরুদ্ধ,মানুষ নামের অমানুষ।

oky
01/07/2025

oky

ধন্যবাদ ❤️
30/06/2025

ধন্যবাদ ❤️

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when VONDO RONY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share