25/05/2021
কথায় আছে "রূপে লক্ষ্মী গুনে সরস্বতী"; আমার কাছে এর অকৃত্তিম এক উদাহরণ 'রাফিয়াত রশিদ মিথিলা'।
মিথিলা একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা, লেখিকা, এবং একজন শিক্ষিকা।
২০০২দিকে প্রথম মডেলিংয়ে পা রাখেন। তারপর তাকে বিভিন্ন পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিভি বিজ্ঞাপনে দেখা যায়। উল্লেখযোগ্য জুঁই নারিকেল তেল, রবি, বাংলালিংক, মেরিল বেবি লোসন, মেরিল পেট্রোলিয়াম জেলি, ক্লোজ আপ টুথপেষ্ট ইত্যাদি।
টিভি নাটকে রেদোয়ান রনি ও ইফতেখার ফাহমি'র হাউসফুল ধারাবাহিকে কাজ করে প্রচুর জনপ্রিয়তা পান। এরপর টিভি নাটকে তার জনপ্রিয়তা বাড়তেই থাকে। তার অভিনীত জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকের মধ্যে রয়েছে এক্স-ফ্যাক্টর, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, দেনমোহর, মিস্টার এন্ড মিসেস, আমার গল্পে তুমি, ব্যাচ ২৭, সময় চুরি, বাহুলতা, হিট উইকেট, কথোপকথন ইত্যাদি।
তাছাড়াও অভিনয় করেছেন মুখোমুখি, একটি সবুজ ব্যাগ, যোগ্যতা, WTF, দূরে থাকা কাছের মানুষ, খোলা জানালা'র মতো শর্টফিল্মে।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার 'অগোচরে' গানে কন্ঠ দিয়েছেন। এছাড়াও গেয়েছেন ঠিকানা নাটকের ঠিকানা, মিঃ এন্ড মিসেস নাটকের তোমার আমার, আমার গল্পে তুমি নাটকের টাইটেল ট্র্যাক, কথোপকথন নাটকের ছিলে আমার সহ রোদেলা দুপুরে, শহরের গল্পের মতো আরো অনেক গান। এরমধ্যে কয়েকটি গান ছিলো তার নিজের লিখা।
হাবিবের 'ঘুম' এবং অনর্বের 'কি হলে কি হতো' গানে মডেল হিসেবে হাজির হয়েছেন।
উপস্থাপনায় নিজের পারদর্শীতা দেখিয়েছেন বাংলাভিশনের পর্দায় 'আমার আমি' এবং জি ফাইভের 'অনেক অজানা কথা' অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকেন। করেছেন রেডিও শো 'বেড়ে উঠার গল্প'।
শিশুদের জন্য তিনি বরাবরই আবেগপ্রবণ, শিশুদের জন্য লিখেছেন শিশুতোষ সাহিত্য 'স্কুলের প্রথম দিন', লাল বেলুন, আয়রা আর মায়ের অভিযান, এবং তাঞ্জানিয়ার দ্বীপের মতো এডভেঞ্চার সিরিজ।
মাঝে কিছুদিন কাজের পরিমান কমিয়ে দিলেও এখন আবার কাজে ফিরেছেন। গতবছর হইচই এ মুক্তি পেয়েছিলো তার অভিনীত ওয়েব সিরিজ একাত্তর। এবছর জি ফাইভে মুক্তি পায় কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি, যেখনে তার অভিনীত রোমানা চরিত্রটি দারুণ প্রসংশানীয় ছিলো।
এতোসবের মধ্যেও শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অনন্য। ভিকারুননেসা নুন থেকে এসএসসি ও এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। এরপর তিনি আমেরিকাতে উচ্চশি