Silent love

Silent love Silent Love....��.... Never Tell Anyone Your Love�..

06/02/2022

Happy Rose Day🌷

01/11/2021

আমি ভীষণ ধৈর্যহীন।
এটা আমার স্বভাব নয় এটা আমার অভাব।
আশা পূরণ হবে এমন অপেক্ষা কর মানুষ ধৈর্য ধরে আমার আশা নেই তাই আমি ভীষণ ধৈর্যহীন।

৭বছর আগে এরাই  চলে গিয়েছিলো নেটওয়ার্কের বাইরে।যাদেরকে অবলম্বন করে নেটওয়ার্কের বাইরে ফিল্মটি তৈরী হয়েছে।সবার লাশ খুঁজে পা...
26/08/2021

৭বছর আগে এরাই চলে গিয়েছিলো নেটওয়ার্কের বাইরে।
যাদেরকে অবলম্বন করে নেটওয়ার্কের বাইরে ফিল্মটি তৈরী হয়েছে।

সবার লাশ খুঁজে পাওয়া গেলেও, সাব্বিরের লাশ খুঁজে পাওয়া যায় নি, সে চিরতরে নেটওয়ার্কের বাইরেই চলে গিয়েছিলো।(2)
#নেটওয়ার্কের_বাইরে 🇧🇩

ছবি গুলা সুন্দর ?তাদের দুজন এর গল্পটাও সুন্দর ছিল একজন আগলে রাখতে চেয়েছিল আর একজন থাকতে ছেয়েছিল কিন্ত প্রকৃতির একটা নিয়ম...
26/05/2021

ছবি গুলা সুন্দর ?
তাদের দুজন এর গল্পটাও সুন্দর ছিল একজন আগলে রাখতে চেয়েছিল আর একজন থাকতে ছেয়েছিল কিন্ত প্রকৃতির একটা নিয়ম আছে না ভালবাসলে যে এক হতে হবে তা তো কথা নাই
আজ ৯ মাস সে রাখেনি আমার খোঁজ তার গল্পে আমি নিখোঁজ 🙂🖤
প্রাক্তন 💔🌷

কথায় আছে "রূপে লক্ষ্মী গুনে সরস্বতী"; আমার কাছে এর অকৃত্তিম এক উদাহরণ 'রাফিয়াত রশিদ মিথিলা'।মিথিলা একজন জনপ্রিয় কণ্ঠশি...
25/05/2021

কথায় আছে "রূপে লক্ষ্মী গুনে সরস্বতী"; আমার কাছে এর অকৃত্তিম এক উদাহরণ 'রাফিয়াত রশিদ মিথিলা'।

মিথিলা একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা, লেখিকা, এবং একজন শিক্ষিকা।

২০০২দিকে প্রথম মডেলিংয়ে পা রাখেন। তারপর তাকে বিভিন্ন পণ্যের ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে টিভি বিজ্ঞাপনে দেখা যায়। উল্লেখযোগ্য জুঁই নারিকেল তেল, রবি, বাংলালিংক, মেরিল বেবি লোসন, মেরিল পেট্রোলিয়াম জেলি, ক্লোজ আপ টুথপেষ্ট ইত্যাদি।

টিভি নাটকে রেদোয়ান রনি ও ইফতেখার ফাহমি'র হাউসফুল ধারাবাহিকে কাজ করে প্রচুর জনপ্রিয়তা পান। এরপর টিভি নাটকে তার জনপ্রিয়তা বাড়তেই থাকে। তার অভিনীত জনপ্রিয় টেলিফিল্ম ও নাটকের মধ্যে রয়েছে এক্স-ফ্যাক্টর, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম, দেনমোহর, মিস্টার এন্ড মিসেস, আমার গল্পে তুমি, ব্যাচ ২৭, সময় চুরি, বাহুলতা, হিট উইকেট, কথোপকথন ইত্যাদি।

তাছাড়াও অভিনয় করেছেন মুখোমুখি, একটি সবুজ ব্যাগ, যোগ্যতা, WTF, দূরে থাকা কাছের মানুষ, খোলা জানালা'র মতো শর্টফিল্মে।

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমার 'অগোচরে' গানে কন্ঠ দিয়েছেন। এছাড়াও গেয়েছেন ঠিকানা নাটকের ঠিকানা, মিঃ এন্ড মিসেস নাটকের তোমার আমার, আমার গল্পে তুমি নাটকের টাইটেল ট্র্যাক, কথোপকথন নাটকের ছিলে আমার সহ রোদেলা দুপুরে, শহরের গল্পের মতো আরো অনেক গান। এরমধ্যে কয়েকটি গান ছিলো তার নিজের লিখা।

হাবিবের 'ঘুম' এবং অনর্বের 'কি হলে কি হতো' গানে মডেল হিসেবে হাজির হয়েছেন।

উপস্থাপনায় নিজের পারদর্শীতা দেখিয়েছেন বাংলাভিশনের পর্দায় 'আমার আমি' এবং জি ফাইভের 'অনেক অজানা কথা' অনুষ্ঠানে উপস্থাপনা করে থাকেন। করেছেন রেডিও শো 'বেড়ে উঠার গল্প'।

শিশুদের জন্য তিনি বরাবরই আবেগপ্রবণ, শিশুদের জন্য লিখেছেন শিশুতোষ সাহিত্য 'স্কুলের প্রথম দিন', লাল বেলুন, আয়রা আর মায়ের অভিযান, এবং তাঞ্জানিয়ার দ্বীপের মতো এডভেঞ্চার সিরিজ।

মাঝে কিছুদিন কাজের পরিমান কমিয়ে দিলেও এখন আবার কাজে ফিরেছেন। গতবছর হইচই এ মুক্তি পেয়েছিলো তার অভিনীত ওয়েব সিরিজ একাত্তর। এবছর জি ফাইভে মুক্তি পায় কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি, যেখনে তার অভিনীত রোমানা চরিত্রটি দারুণ প্রসংশানীয় ছিলো।

এতোসবের মধ্যেও শিক্ষাগত যোগ্যতায়ও তিনি অনন্য। ভিকারুননেসা নুন থেকে এসএসসি ও এইচএসসির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স করেছেন। এরপর তিনি আমেরিকাতে উচ্চশি

17/05/2021

ছেলেদের জীবনে সবচেয়ে বেশি দূবর্লতা হচ্ছে তার প্রিয় মানুষ টা!🖤

ছেলেরা প্রিয় মানুষ টার ভাগ কখনো কাউকে দিতে পারে না,অন্য কারো পাশে সহ্য করতে পারে না!

-নিজে বাদে অন্য কাউকে গুরুত্ব দেওয়া,অন্য কারো সাথে কথা বলাটা সহ্য করতে পারে না!
-নিজের সামনে অন্য কারো সাথে কথা বলা অন্য ছেলের প্রশংসা করা তা কোন ছেলে নিতে পারেনা!'

-প্রতিটি ছেলেই চাই তার প্রিয় মানুষটি তার প্রতি আসক্ত থাকুক,এটা হিংসে নয় এটা ভালবাসার অধিকার!

-কথা গুলো আসলেই সত্যি!❤️

07/05/2021

আজ এত কাল পরে!!!
সময়ের হিসাব মনে পরে?
চারটি বছর পেরিয়েছে,
দুমাস এখনো বাকি আছে।
তো, হঠাৎ কি মনে করে?
ঘুরতে এলাম বহুদিন পরে।
একাই কি এসেছো?
না, সাথে আছে সেও।
সে মানে কে?
এই হাতটি আজ ধরেছে যে।
ওহ, বিয়ে হয়ে গেছে?
হুম, দুটি মেয়েও আছে।
সুখেই আছো তবে?
দুখেই বা ছিলাম কবে?
বাড়ি ফিরবে কখন?
ইচ্ছে হবে যখন।
সময় আছে কি হাতে?
কেন কি হবে তাতে?
আমার সাথে যাবে?
সে সু্যোগ কি আর হবে?
ঘুরতে জাওয়াও কি বারণ?
কেন কর বায়না অকারণ।
চলোনা একটি বার।
কোথায় নিয়ে যাবে আবার?
সেই পুরোনো নদীর পার,
আজ ইচ্ছে নেই যাবার।
কেন ইচ্ছের এতো অভাব?
সবি সময়ের প্রভাব।
সব ইচ্ছেই কি শেষ?
হয়তো কিছু রয়েছে অবশেষ।
নীল শাড়ী আজও পরো?
নীল যে পছন্দ তারও।
শুধুই কি তার খাতিরে?
জীবন তো তাকেই ঘিরে।
আমি কি আজ কোথাও নেই?
অধিকার হারিয়েছো নিজেই।
জানি দোষটা আমারই ছিলো।
স্বীকার করলে তবে?
অবাধ্যই বা হয়েছি কবে?
সেই-যে শেষ বার।
সেটাই তো ভুল ছিলো আমারা।
হয়েছে, সে কথা বলো না আর।
"মা" বলে কে যেন ডাকছে তোমায়।
এবার তাহলে যেতে হবে আমায়।
আর কি দেখা হবে না বীণা?
ও নামে কখনো ডেকো না।
তাই হবে, কিন্তু উত্তর টা-তো দিয়ে যাবে,,,
কি হবে আর দেখা হয়ে?
যদি কভু আমায় মনে পরে,
তবে কোনো অন্ধকার ঘরে,
কেঁদে নিয়ো দুচোখ ভরে,
ঠিক আমি কাঁদি যেমন করে।
আমিও এখন উঠছি তবে।
তোমাকে আটকেছিই বা কবে?
নিজের খেয়াল রেখো কিন্তু।
তুমিও ভালো থেকো অনন্ত।

#শেষ কবিতা

-কম বয়সে তোমার নেশায় অনেকেই পরতে পারবে,  অনেক অপশন খুজে পাবে, কিন্তু শেষ বয়সে,,,,? - এমন কাউকে মন দাও যে শেষ বয়সে ভালোবে...
07/05/2021

-কম বয়সে তোমার নেশায় অনেকেই পরতে পারবে, অনেক অপশন খুজে পাবে, কিন্তু শেষ বয়সে,,,,?
- এমন কাউকে মন দাও যে শেষ বয়সে ভালোবেসে পাশে থাকবে 🖤

19/04/2021

- 𝖧𝖺𝗉𝗉𝗒 𝖡𝗂𝗋𝗍𝗁𝖽𝖺𝗒 𝖢𝗋𝗎𝗌𝗁 𝖰𝗎𝖾𝖾𝗇 🖤 😍
- Mehazabien Chowdhury 🥰 ✨ 🤍

15/02/2021

Happy Slap day 👋👋👋

14/02/2021

- My plan for valentine day!🥀😎

13/02/2021

Kiss day special 😍

12/02/2021

—Happy Hug day💑💕
—Dedicated to You Janu❤😍

11/02/2021

জীবনের শেষ পর্যন্ত একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি গুলি এভাবেই টিকে থাকুক ❤️😊

Happy Promise Day ❤️👀

10/02/2021

Happy Teddy Day😘🧸🧸

09/02/2021

Happy Chocolate Day !!!❤️

08/02/2021

One Day I Will propose you . Like That ! 😍🥀

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Silent love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Silent love:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share