Exosbd

Exosbd ExosBD | Latest Online News and Magazine Site

মেট্রোরেলের র‍্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবেন যাত্রীরা। তাঁরা ঘরে বসে র‍্যাপিড পাসের ওয়েবসাইট ব্...
30/09/2025

মেট্রোরেলের র‍্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবেন যাত্রীরা। তাঁরা ঘরে বসে র‍্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবেন। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকলে পড়তে হবে না।

সমন্বিত ই-টিকিটিং ব্যবস্থা চালু করা এবং ভাড়া আদায় সহজ করার লক্ষ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) স্মার্ট কার্ড ‘র‍্যাপিড পাস’ চালু করেছে। এবার সংস্থাটি এই কার্ড অনলাইনে রিচার্জ করার ব্যবস্থায় কাজ করছে। এমআরটি পাসেও এই সুবিধা থাকবে। মেট্রোরেলে বর্তমানে দুই ধরনের স্থায়ী কার্ড আছে—র‍্যাপিড পাস এবং এমআরটি পাস।

ডিটিসিএ সূত্র জানায়, র‍্যাপিড পাসের ওয়েবসাইট থেকে কার্ড রিচার্জ করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোতে এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানোর কাজও শুরু হয়েছে। ডিটিসিএর কর্মকর্তারা স্টেশন পরিদর্শন করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (অক্টোবর) মাঝামাঝি র‍্যাপিড পাসে অনলাইনে রিচার্জ চালু হতে পারে।র‍্যাপিড পাস ও এমআরটি পাস—উভয় কার্ডেই অনলাইনে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। যেকোনো ব্যাংক কার্ড, নগদ, বিকাশ, রকেটসহ সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে টাকা ভরা যাবে। ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমেও রিচার্জের সুযোগ থাকবে।

সূত্র জানায়, অনলাইনে রিচার্জ করার জন্য যাত্রীর র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড রেজিস্ট্রেশন করা থাকতে হবে। রেজিস্ট্রেশন করা না থাকলে rapidpass.com.bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন শেষে ওয়েবসাইটের রিচার্জ অপশনে গিয়ে টাকা দেওয়ার মাধ্যম বেছে নিয়ে টাকার পরিমাণ দিতে হবে। সফল হলে অনলাইনে মেসেজ আসবে। এরপর যেকোনো মেট্রো স্টেশনে গিয়ে এভিএম মেশিনে রেজিস্ট্রি করা র‍্যাপিড বা এমআরটি পাস কার্ড ট্যাপ করলে রিচার্জের টাকা কার্ডে যুক্ত হবে।ডিটিসিএ জানায়, শুরুতে মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে চারটি এভিএম বসানো হবে। ভবিষ্যতে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সাপোর্ট করা মোবাইল ফোন থেকেও সরাসরি টিকিট কেনা এবং রিচার্জের ব্যবস্থা চালু করা হবে। তখন মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই রিচার্জ ও মেট্রোর টিকিট কাটা যাবে।

ডিটিসিএর কর্মকর্তারা জানান, বর্তমানে প্রায় ১৬ লাখ গ্রাহক র‍্যাপিড ও এমআরটি পাস ব্যবহার করছে। এর মধ্যে আগে প্রায় ৬০ হাজার কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছিল। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৫ হাজার গ্রাহক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

কবে থেকে অনলাইনে রিচার্জ আনুষ্ঠানিকভাবে চালু হবে, জানতে চাইলে প্রধান উপদেষ্টার সড়ক পরিবহন ও সেতুবিষয়ক বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে, তার আগেও হতে পারে।’বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ মো. হাদিউজ্জামান বলেন, মেট্রোর র‍্যাপিড ও এমআরটি পাস অনলাইনে রিচার্জের সুযোগ চালু প্রশংসনীয় পদক্ষেপ। শুরু থেকে এই সুবিধা থাকলে যাত্রীরা আরও সহজে মেট্রো ব্যবহার করতে পারত। অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে যেন অপ্রয়োজনীয় জটিলতা বা প্রযুক্তিগত সমস্যা না হয়, সে বিষয়েও নজর দিতে হবে। না হলে যাত্রীদের হয়রানির আশঙ্কা থেকে যাবে।

#বাংলাদেশ #মেট্রোরেল #টিকিট #রিচার্জ #অনলাইন #

সম্পূর্ণ ফ্রি...! এই সুযোগ মিস করা ঠিক হবে না।সরকারি অর্থায়নে থাকা ও খাওয়া সহ ৩ মাসের ১টি ও ২ মাসের ২টি, মোট ৩ টি প্রশিক...
03/09/2025

সম্পূর্ণ ফ্রি...!
এই সুযোগ মিস করা ঠিক হবে না।
সরকারি অর্থায়নে থাকা ও খাওয়া সহ ৩ মাসের ১টি ও ২ মাসের ২টি, মোট ৩ টি প্রশিক্ষণ কোর্সে জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউট, সাভার কর্তৃক সকল জেলার যুব ও যুবনারীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

আবেদনের লিংক :
https://admission.univadmin.info

অর্থনৈতিক সমস্যার কারণে যারা পিছিয়ে আছেন,নিজেদের ক্যারিয়ার এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ হতে পারে...।

পঁচিশের অর্ধেকটা, ফুরিয়ে গেছে!বাকি ৫টা মাসের, প্রত্যেক মাসে যদি মাত্র কয়েক ঘন্টা, এই ১৮টা ওয়েবসাইটে সময় দিতে পারেন -...
21/07/2025

পঁচিশের অর্ধেকটা, ফুরিয়ে গেছে!
বাকি ৫টা মাসের, প্রত্যেক মাসে যদি মাত্র কয়েক ঘন্টা, এই ১৮টা ওয়েবসাইটে সময় দিতে পারেন - তাহলে স্কিল ডেভেলপমেন্টে আপনি, ছাব্বিশে গিয়ে অনেকটা এগিয়ে থাকবেনঃ
• Duolingo - নতুন ভাষা শেখার চেষ্টা করুন, দিনে ১০ মিনিট সময় দিয়ে
• Khan Academy - বিভিন্ন বিষয়ের সম্পূর্ণ ফ্রি কোর্স করুন
• W3Schools - ফ্রিতে প্র্যাকটিস করে ব্যাসিক থেকে কোডিং শিখুন
• Instructables - বিভিন্ন DIY প্রজেক্ট তৈরি শিখতে পারেন
• Investopedia - ইনভেস্টিং আর ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে শিখুন
• GIMP - ফ্রি ও ওপেন-সোর্স ছবি এডিট করার এই সফটওয়্যারের কাজ শিখুন
• HyperPhysics - ফিজিক্সের বিভিন্ন টপিক সম্পর্কে বিস্তারিত শিখতে পারেন
• Bash Academy - শেল স্ক্রিপ্টিং ও ডেভেলপমেন্ট শিখতে পারেন
• The Odin Project - ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ফ্রিতে শিখতে পারেন
• NewseumED - সাংবাদিকতা নিয়ে প্রচুর ফ্রি লার্নিং রিসোর্স পাবেন এখানে
• Smiling Mind - ফ্রিতে মেডিটেশন শেখার সেরা অ্যাপ
• IBM Quantum Challenge - কোয়ান্টাম কম্পিউটিং শেখার ফ্রি লার্নিং রিসোর্স
•NASA's Eyes - মহাকাশ নিয়ে ফ্রিতে শিখুন, নাসার এই ফ্রি লার্নিং রিসোর্স থেকে
• BrainBashers - ফ্রিতে মেন্টাল ওয়ার্কআউট করুন, এই প্লাটফর্ম থেকে
• Bartleby Learn - বিভিন্ন অ্যাকাডেমিক বিষয়ের ফ্রি রিসোর্স পাবেন এখানে
•Launch School - ফ্রিতে ভালোমানের কোডিং শিখুন এই প্লাটফর্মে
• BBC Learning English - ইংরেজি দক্ষতা বাড়ানোর জন্য সেরা ফ্রি প্লাটফর্ম
• GeoGuessr - ভূগোল শিখুন, সম্পূর্ণ ফ্রিতে
লিস্টটা সেইভ করে, শেয়ার করুন! শেয়ার করলে, নিজের দক্ষতা কমে যায় না 🖤

08/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।
এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

ঈদ মোবারক! 🌙✨রমজান মাসের বরকত, রহমত ও মাগফিরাত আমাদের জীবনে শান্তি এবং সুখ বয়ে আনুক। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করুন ...
30/03/2025

ঈদ মোবারক! 🌙✨

রমজান মাসের বরকত, রহমত ও মাগফিরাত আমাদের জীবনে শান্তি এবং সুখ বয়ে আনুক। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করুন এবং নতুন বছরের পথে আমাদেরকে সুপথে পরিচালিত করুন।

১৫মার্চ শনিবার সারাদিন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন। ৬-১২মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ খাওয়ান। ১২-৫৯ম...
09/03/2025

১৫মার্চ শনিবার সারাদিন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন।

৬-১২মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন-এ খাওয়ান। ১২-৫৯মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন-এ ক্যাপশুল খাওয়ান।

শিশুর বয়স ৬মাস+ হলে অবশ্যই ভরা পেটে নিয়ে আসবেন। শিশুকে কিছুনা কিছু খাওয়াবেন। নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন।

ভিটামিন -এ কেন খাওয়াবেন?

ভিটামিন 'এ' ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সব ধরনের মৃ*ত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃ*ত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো

অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে যাবেন

যারা পোস্ট দেখছেন অবশেষে শেয়ার করে দিবেন যাতে সবাই খাওয়াতে পারে 🥰

Ramadan is a month full of spiritual reflection, fasting, and devotion, but it also has a profound impact on your physic...
06/03/2025

Ramadan is a month full of spiritual reflection, fasting, and devotion, but it also has a profound impact on your physical health. While fasting from dawn to dusk is the main focus of the month, the way we nourish and care for our bodies during the non-fasting hours is equally important.

As we dedicate ourselves to spiritual growth, it’s crucial not to overlook our physical well-being. This guide is packed with practical tips to help you stay healthy, energized, and balanced during Ramadan.

https://www.exosbd.com/importance-of-health-during-ramadan/

Address


Alerts

Be the first to know and let us send you an email when Exosbd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exosbd:

  • Want your business to be the top-listed Media Company?

Share