02/05/2022
ক্ষণজন্মা মানিক
________________________
চিরজীবন্ত সত্যের জয় নিমিত্তে বঙ্গের বিস্ময়
অপু দুর্গার হরষ পরশে সূচিত জন খ্যাতি
রবি শিল্প নব সৃষ্টে চারুকলা সৃষ্টি হয়
পিতৃযৎহীন মেধাবী জীবনে অশেষ স্তুতি।
ফেলুদার মগজাস্ত্র প্রয়োগে গণশত্রুর হার
ত্রিলোকেশ্বর শঙ্কুর অতি শক্তিশালী যন্ত্রপাতি
অ্যাং কতৃর্ক বঙ্কুবিহারী মাঝে প্রতিবাদের প্রসার
তারিণী খুঁড়োর গল্পকথনের প্রস্তুতি।
ক্রোধবিহীন যে নম্রজীবন , তাঁকে ঘিরে জন অরণ্য
গুপি বাঘার সঙ্গীত প্রেমে সংশ্লিষ্ট অনন্য পুলক।
সিনেমা , সাহিত্য ও চিত্রজগতে তিনি চির - বরেণ্য
চিরস্মরণীয় সেই মুকুল নামক জাতিস্মর বালক।
শ্রমিক দিবসের পরবর্তী দিন বঙ্গ প্রিয় রায় দিবস
নশ্বর জগতেও অবিনশ্বর অস্কারজয়ী রায় দ্যা বস।
-----------
সবার একটা করে জুজু আছে, দানো আছে সেই পুঁচকে বেলায় যখন সেদ্ধ লেইলেই পিণ্ডিটা যখন গিলতে ইচ্ছে করতো না, রাত্তির হলে জোর করে ঘুমিয়ে পড়তে ইচ্ছে করতো না, গামলায় জল নিয়ে ছুপুস ছপাস করতে ইচ্ছে করতো, খাওয়ার পরেও ওয়াক ওয়াক এক্সপেরিমেন্ট করতে ইচ্ছে করতো, দেওয়াল জুড়ে, খাতা জুড়ে পিকাসো পাইন হতে ইচ্ছে করতো… তখন থেকে তারা আছে।
সবার একটা করে বাক্স আছে। তাতে কত গল্প জ্যান্ত হয়ে থাকে । রাক্ষস, খোক্কস, মাঝরাতে থেমে যাওয়া স্বপ্ন, হেরে যাওয়া সাহসগুলো, কেউ না জানা ফিসফিস দুপুরগুলো,ছেড়ে যাওয়া ছিঁড়ে যাওয়া চিঠিগুলো, হারিয়ে ফেলার দু:খগুলো…।
সবার একটা করে সত্যজিৎ আছে। কেউ তাতে রাখে প্রথম দেখা ভয় না পাওয়া ভূতেদের, কেউ রাখে ক্লাস থেকে রোজরোজ চুরি হয়ে যাওয়া টিফিন উদ্ধার করা প্রথম গোয়েন্দাগিরি, কলেজে না উঠেও জীবনের প্রথম পাওয়া প্রোফেসরকে (যে বেলা চাও গায়নি কখনো), কেউ রাখে "অনুশোচনা"-র মানে, আরো কত কি। জীবন বেড়ে যায়, বড়ো হয়ে যায়, বুড়িয়ে যায়…সত্যজিৎ-এ ভর করে।
সবার একটা করে সত্যজিৎ আছে। তাতে একটা গোটা জীবন বেঁচে থাকে।
শুভ জন্মদিন মহারাজ ❤️
তোমারে সেলাম।
লেখা:- সুমন ঘোষ