Sami Tamal

Sami Tamal Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sami Tamal, .

বাংলাদেশে অনেক so-called ডায়েটিশিয়ান আছেন, যারা নিজের ফিটনেস ঠিক রাখেন না — ওভারওয়েট বা শারীরিকভাবে আনফিট, কিন্তু ক্যাম...
27/10/2025

বাংলাদেশে অনেক so-called ডায়েটিশিয়ান আছেন, যারা নিজের ফিটনেস ঠিক রাখেন না — ওভারওয়েট বা শারীরিকভাবে আনফিট, কিন্তু ক্যামেরার সামনে এসে ওজন কমানোর পরামর্শ দিতে শুরু করেন।

কিন্তু আপনি তাদের কিছু বললেই ছ্যাত করে উঠবে — বডিশেমিং এর ধোঁয়া তুলবে, অথবা নিজের ডিগ্রির কথা বলা শুরু করবে।

In 2026, nobody cares about your fitness advice unless you’re living a healthy life worth listening to and following.

ফেসবুকে দেখলাম, একজন নাকি ওজন কমাতে গিয়ে মারা গেছে।কিন্তু সত্যি বলতে — ওজন কমানোর কারণে কেউ মারা যায় না।মানুষ মারা যায় ত...
22/10/2025

ফেসবুকে দেখলাম, একজন নাকি ওজন কমাতে গিয়ে মারা গেছে।
কিন্তু সত্যি বলতে — ওজন কমানোর কারণে কেউ মারা যায় না।

মানুষ মারা যায় তখন, যখন সে না বুঝে নিজের শরীরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
যখন সে এমন কিছু করে, যা শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকারক।

কিন্তু একটা মানুষ কেন এমন কিছু করে, যেটা তার জন্য ক্ষতিকারক?
👉 কারণ তার ফাউন্ডেশন ভুল — তার নিয়তটাই শুদ্ধ না।

আপনি ওজন কমাবেন, কারণ এটা আপনার জীবনের জন্য একটা হেলদি সিদ্ধান্ত —যাতে আপনি ভালো থাকেন, হালকা থাকেন, এবং নিজের শরীরকে লং টার্মে Safe রাখেন।

কিন্তু আপনি যদি ওজন কমানো শুরু করেন এই চিন্তা থেকে —
“মানুষ আমাকে সুন্দর বলবে” বা “মানুষ যেন খারাপ না ভাবে”—
তাহলে আপনি প্রথম দিন থেকেই ভুল পথে হাঁটছেন।

কারণ এখানে আপনার লক্ষ্য হেলদি থাকা না,
আপনার লক্ষ্য কেবল মানুষের প্রশংসা পাওয়া।

আমি এখন পর্যন্ত প্রায় ৪৫ কেজি ওজন কমিয়েছি। “কমিয়েছি” বলছি, কারণ মাঝে কিছুটা বেড়েছে, কিন্তু আমার চূড়ান্ত লক্ষ্য — ৭০ কেজি কমানো। আর আমি জানি, আমি সেটা করবই।

আমি এটা করছি না কারো প্রশংসা পাওয়ার জন্য, না কারো তিরস্কার থেকে বাঁচার জন্য।

বুলিং?
হ্যাঁ, অসংখ্যবার শুনেছি কটূ কথা।
আমার পুরো টিনেজ কেটেছে সেই তিক্ততায়।
তবু সেখান থেকে কোনোদিন মোটিভেশন পাইনি।

আমার পরিবর্তন এসেছে Self Love থেকে, Self Hate থেকে নয়।

ওজন কমানোর কারণ হতে হবে শুদ্ধ,
প্রক্রিয়াটাও হতে হবে শুদ্ধ,
আর যাদের কাছ থেকে শিখছেন —
তাদের মনোভাবও হতে হবে শুদ্ধ।

কারন —
🔥 Impure Thought → Impure Action → Impure Result.

বুঝতে পারলে ভালো।
না পারলে একদিন বুঝবেন —
ওয়েট লস বা ফিটনেস মানে নিজেকে শাস্তি দেওয়া না, বরং নিজেকে ডেভেলপ করা, বেটার করা, হেলদি লাইফ লিড করা এবং অন্যদের ইনস্পায়ার করা।

কারণ অনেক মানুষ অন্ধকারে আছে —
& They Need You.

Fat হওয়া এবং Obese হওয়া এক নয় ।Fat হওয়া মানে শরীরে চর্বি থাকা, যা অনেক সময় প্রাকৃতিক এবং প্রয়োজনীয় । কিন্তু Obese তখনই হ...
16/10/2025

Fat হওয়া এবং Obese হওয়া এক নয় ।

Fat হওয়া মানে শরীরে চর্বি থাকা, যা অনেক সময় প্রাকৃতিক এবং প্রয়োজনীয় । কিন্তু Obese তখনই হয়, যখন সেই অতিরিক্ত fat আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে । যেমন ভালুক বা তিমি—তারা fat হলেও Obese নয়, কারণ তাদের শরীরের fat তাদের জীবনের জন্য জরুরি এবং এতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হয় না ।

এর মানে কী ?

এর মানে হচ্ছে, অতিরিক্ত ওজন থাকলে, কেউ যদি আপনাকে বলে, "তুমি যেমন আছো, তেমনই সুন্দর," এটা শুনতে ভালো লাগতে পারে কিন্তু বাস্তবতা হলো, যদি সেই অতিরিক্ত ওজন আপনার শরীরের জন্য ক্ষতিকর হয়, তাহলে ভবিষ্যতে সেটা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে ।

মানুষ আপনাকে অনেক সময় যে পজিটিভ মেসেজ দিচ্ছে, সেটা সব সময় সত্যি নাও হতে পারে । বডি পজিটিভিটি মানে নিজের শরীরকে ভালোবাসা—কিন্তু নিজের সুস্থতাকে অবহেলা করে নয় ।

তাই নিজেকে জিজ্ঞেস করা উচিত - আমি কীভাবে দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে পারব ? অতিরিক্ত ওজনের কারণে যে স্বাস্থ্য সমস্যা হতে পারে, সেগুলো থেকে নিজেকে কীভাবে রক্ষা করব ?

আগামী ৫ বছরে আপনি নিজের শরীর এবং মানসিক অবস্থাকে এমন এক অবস্থায় নিয়ে যেতে পারেন, যা আজকে আপনার কাছে অসম্ভব মনে হতে পারে । কাজেই আপনি যদি নিজেকে শুধু বলেন, "যেমন আছি, তেমনি ভালো," তাহলে আপনি নিজের স্বাস্থ্যের জন্য ভুল মেসেজ দিচ্ছেন ।

নিজেকে ভালোবাসুন, তবে নিজের সুস্থতার দায়িত্বও নিন । নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি যত্নশীল হওয়া ।

ছবিতে বলিউড অভিনেত্রি সারাহ আলী খান

15/10/2025

Go fast, fast, fast 😄

15/10/2025

70 kg weight loss journey

13/10/2025

70 kg weight loss journey

ওজন কমানো পৃথিবীর অন্যতম সহজ কাজ 🚀আজ হাঁটায় খরচ হয়েছে প্রায় ১৪০০ ক্যালরি ।৩০ দিন এইভাবে হাঁটলে 👉 ১৪০০ × ৩০ = ৪২,০০০ ক্য...
06/10/2025

ওজন কমানো পৃথিবীর অন্যতম সহজ কাজ 🚀

আজ হাঁটায় খরচ হয়েছে প্রায় ১৪০০ ক্যালরি ।

৩০ দিন এইভাবে হাঁটলে 👉 ১৪০০ × ৩০ = ৪২,০০০ ক্যালরি 🔥

১ কেজি ফ্যাট ≈ ৭৭০০ ক্যালরি

তাহলে 👉 ৪২,০০০ ÷ ৭৭০০ ≈ ৫ কেজি ওজন কমে যাবে — শুধু হাঁটলেই, যদি আপনি ডায়েটে Maintenance ক্যালরিও গ্রহন করে থাকেন ।

এর বাইরেও আরও অনেক কিছু কাজ করে — ফ্যাট লস vs ওয়াটার লস, ডায়েট, মেটাবলিজম, ইনসুলিন লেভেল ইত্যাদি।

জটিলতায় না গিয়ে আমি শুধু সহজ দিকটা দেখালাম ।

ওজন কমানো আসলে সহজ । কঠিন হয় কারণ আমাদের হ্যাবিট আর লাইফস্টাইল একদম F***ed up.

04/10/2025

Simple, yet magnetic 👋

03/09/2025

The hardest part of a weight-loss journey isn’t the diet or the workouts — it’s removing the very reason that made you overweight in the first place.

21/08/2025

Best of Sylhet

06/07/2025

Tanguar Haor 👇

Address


Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sami Tamal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sami Tamal:

  • Want your business to be the top-listed Media Company?

Share