Arishar Ammi-আরিশার আম্মী

Arishar Ammi-আরিশার আম্মী Explorer, I think!✨

01/07/2025
"Lost in a world where every shelf holds a new adventure 📚✨"
26/06/2025

"Lost in a world where every shelf holds a new adventure 📚✨"

Surprise  Pizza from Nonodini It was so yummy.😋
21/06/2025

Surprise Pizza from Nonodini
It was so yummy.😋

তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।তাকে একরোখা বলেছ,... একটি গোঁয়...
20/06/2025

তোমার সন্তান তা-ই হবে, তুমি তাকে যা বলছো।

তাকে স্মার্ট বলেছ,... সে বিশ্বাস করবে সে স্মার্ট।
তাকে একরোখা বলেছ,... একটি গোঁয়ার তৈরি করে ফেলেছ তুমি।
যদি বলো─ "কিছুই মনে রাখতে পারো না তুমি!"... পরদিন থেকে স্কুলের পড়া মনে থাকবে না তার, এবং প্রায়ই কিছু-না-কিছু হারিয়ে ফেলবে।
তাকে "বেয়াদব" বললে,... তুমি কল্পনাও করতে পারবে না আগামীকাল কী প্রচণ্ড মাত্রার বেয়াদবি করবে সে তোমার সাথে, বন্ধুদের সাথে, এমনকি স্কুলেও!
তাকে যদি "লক্ষ্মী" বলো,... দেখবে─ যে-সহপাঠীটির সাথে কেউ খেলছে না, তাকে তোমার সন্তানটি ডেকে নিয়ে একসাথে খেলছে; দেখবে─ টিচারকে হেল্প করছে সে গড়িয়ে পড়ে যাওয়া মার্কার-পেনটি তুলে দিয়ে; দেখবে─ কান্নারত একটি শিশুকে আদর করছে সে।

বলো─ "তুমি বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে 'পারবে'",... "তুমি ডাক্তার হতে 'পারবে'",... "গায়িকা হতে 'পারবে' তুমি",... "তুমি বড়ো হয়ে পেইন্টার হতে 'পারবে'";... পরমুহূর্ত থেকেই তোমার সন্তান আপ্রাণ প্রচেষ্টায় থাকবে অমন হয়ে উঠতে।

গুরুত্ব দিলে, শিশু নিজেকে গুরুত্বপূর্ণ ভাববে।
অবহেলা করলে, সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে।

শিশুকে, তার ক্ষমতা চিনিয়ে দিতে হয়;
তবেই সে হয়ে ওঠে যোগ্য মানুষ, নিজের মধ্যকার ক্ষমতা চিনে নিয়ে।

অতএব, তোমার শিশুসন্তানকে বলো─ "তুমি এই জগতের সুন্দরতম মানুষ।"
তোমার সন্তানটি হয়ে উঠবে তোমার জীবনের সুন্দরতম উদাহরণ।

ম্যাজিক!

সে তা-ই হবে, যা সে মনেপ্রাণে বিশ্বাস করে।

19/06/2025
Late night Craving ☕️ fans
18/06/2025

Late night Craving ☕️
fans

জেনজিদের কেউ আজকাল বাজার করে না। জানে না কোন মাছের কী নাম, দেশি আর কক মুরগির পার্থক্য জানে না, কোন মাছে কোন তরকারি মজে ভ...
19/05/2025

জেনজিদের কেউ আজকাল বাজার করে না। জানে না কোন মাছের কী নাম, দেশি আর কক মুরগির পার্থক্য জানে না, কোন মাছে কোন তরকারি মজে ভালো, ফোঁড়ন কী বেসন কী পোস্ত কী, কিছুই জানে না। আমার ধারনা, অনেক আনন্দের মত, তাঁদের জীবন থেকে বাজার করার আনন্দ হারিয়ে গেছে। হয়ত খাওয়ার আনন্দও।

বাজার করা আমি শিখেছি আব্বার কাছ থেকে। তিনি প্রতিদিন অফিস যাবার পথে বাজারে যেতেন। খালই হাতে আমি থাকতাম সাথে। সেই থেকে এখনো বাজার করা আমার অন্যতম আনন্দের একটা কাজ। শুক্রবারে ঢাকার বাজারে গেলে এখনো আমি ছেলেবেলায় হাটবারে হাটে যাওয়া মত আনন্দ পাই।

প্রথমে একবার বাজারের এ মাথা থেকে ওমাথা রেকি করে আসবো। কারন এক খানে সজিনার ডাঁটা পছন্দ হলো, কিনে ফেললাম, পরে আরেকখানে আরো ভালো ডাটা দেখে মন খারাপ করার পাত্র আমি নই। পুরো বাজার দেখে সেরাটা কিনবো এই আমার রুল নম্বর ওয়ান। সে কারনে সুপার শপে বাজার করা আমার দুই চোখের বিষ।

বাজার করতে আমার সময় লাগে। তর্জনী আর বৃদ্ধাংগুলের মাপ-মতো-চাপ দিয়ে দিয়ে আমি প্রতিটা ঢেঁড়শের কচিত্ব পরীক্ষা করি। চাপটা এমন ভাবে দিই যাতে ঢেড়শ ফাটবে না অথচ রান্না করার পর তাতে শক্ত আঁশ হবে কিনা বুঝা যাবে।

সরু এবং লম্বা শসা কিনি। একটা শসাকে চার আঙ্গুলে ধরে বৃদ্ধাংগুল দিয়ে অনেকটা স্মার্ট ফোন সুইপ করার মতো হালকা ডলা দিয়ে দেখে নিই শসার গায়ে ঘামাচির মতো শক্ত দানাগুলো আছে কিনা।

ছোট বড় সব চাল কুমড়োর, যাকে ঢাকার বাজারে জালি বলে, দাম এক হলেও আমি ছোট কচিটাই কিনি। কেনার সময় তর্জনী আর মধ্যমা দিয়ে কুমড়োর গায়ে হালকা প্রলেপ দেওয়ার মতো স্পর্শ করি। দেখি মোলায়েম হুলগুলো আঙ্গুলে টের পাওয়া যায় কি না। যত হুল তত কচি ! কচি চালকুমড়োর চাক ভাজি আমার বড় প্রিয়।

লাউগুলোর গায়ে নখের গুঁতো দেওয়ার মত নিপীড়ক আমি নই। বরং এক হাতে লাউকে আকাশ পানে তুলে ধরে তাকিয়ে দেখি ওর গায়ে পশম গুলো সারিবদ্ধ দেখা যায় কি না। আরেক হাতের তর্জনী দিয়ে রেডিওর নব ঘুরানোর মতো লাউয়ের আগার ফুলটা দেখি শুকিয়ে মচমচে হয়েছে কিনা।

পটল কিনি বোটা দেখে আর পেট টিপে। এর গায়েও হালকা হুল থাকে। পটলের একটা সহজ সুত্র হল, যতো শক্ত ততো তাজা।

মাছ চেনার আলাদা তরিকা আছে। পরে বলবো।

ভালো থাকার জন্য খুব বেশি কিছু করতে হয় না ।যদি আপনি ভালো থাকতে চান আপনি শুধু ব্যস্ত থাকেন ।আর কিছু না নিজের লাইফটাকে আত্...
04/05/2025

ভালো থাকার জন্য খুব বেশি কিছু করতে হয় না ।যদি আপনি ভালো থাকতে চান আপনি শুধু ব্যস্ত থাকেন ।আর কিছু না নিজের লাইফটাকে আত্মকেন্দ্রিক বানিয়ে ফেলেন ।নিজেকে নিয়েও ব্যস্ত থাকেন ,নিজের ফ্যামিলিকে নিয়ে ব্যস্ত থাকেন ,নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন ।অন্যকে নিয়ে ভেবে নিজের মূল্যবান সময় নষ্ট করার কোন প্রয়োজন নাই ।

আমার জীবনে আমি কিছু সহজ নিয়মে চলি----
# আমি আমার ফ্যামিলিকে সময় দেই।

# আমি আমার বিজনেসে সময় দেই।

# ফ্রি টাইমে আমি আমার ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে কথা বলি।

# সুযোগ পেলেই কারো উপকার করার চেষ্টা করি।

# কখনো কারো ক্ষতি করি না বা এমন কোন কথা ও বলি না যেটা দিয়ে কারো ক্ষতি হতে পারে। বা এমন কোন কথাও বলি না যেটা দিয়ে কেউ কষ্ট পেতে পারে।

# আমাকে নিয়ে কে কি ভাবতেছে সেটা ভাবি না। সত্যিকথা বলতে সেটা ভাবার সময় আমার নাই কারণ আমি অনেক ব্যস্ত থাকি। যদি কখনো শুনি আমাকে নিয়ে কেউ কিছু ভাবতাছে তখন আমি বুঝতে পারি সে হয়তো নিজের জীবনে অসুখী। তাই আমার লাইফ নিয়ে তার এত মাথাব্যথা ।তাই অসুখী ভেবে তাকে সিমপ্যাথি দেই মনে মনে বাট সেটা নিয়ে মাথা ঘামাই না।

দিনশেষে আমি যখন আমার আশেপাশে আমার খারাপ চায় বা আমার শত্রু এরকম কাউকে খুঁজতে যাই তখন আমি কাউকে খুঁজেই পাইনা কারণ হচ্ছে আমি তাদের নিয়ে ভাবিই না।

তাই আমার কাছে মনে হয় নিজে ভালো থাকাটা অনেক সহজ ।নিজে ভালো থাকলে আপনি আশেপাশের মানুষগুলো কেউ ভালো রাখতে পারবেন এবং নিজেও ভালো থাকতে পারবেন ।অন্যকে নিয়ে ভাবা বাদ দেন শুধু নিজেকে নিয়ে ভাবেন ব্যাস ভালো থাকতে আর কিছু লাগে না।

আরিশার রুটি সমাচার✨ছবিতে যে বেলুন ফিরিটা দেখতে পাচ্ছেন এটা আরিশার নানুর ছোটবেলায় তার নানা দিয়েছিল। এখন সেটা দিয়ে আরিশা...
03/05/2025

আরিশার রুটি সমাচার✨
ছবিতে যে বেলুন ফিরিটা দেখতে পাচ্ছেন এটা আরিশার নানুর ছোটবেলায় তার নানা দিয়েছিল। এখন সেটা দিয়ে আরিশা প্রতিদিন সকালে রুটি বানায়।

ছোটবেলা থেকেই আমি আরিশাকে হাতে কোন ডিভাইস দেয়নি।
কিন্তু টিভিতে তাকে কিছু ক্রিয়েটিভ কার্টুন দেখাই যেটা দেখে আরিশা অনেক কিছু শিখেছে ।যেটা আমার হাতে ধরে তাকে শিখানো হয়তো বা পসিবল হতো না । আমি নিজেও অনেক কিছু শিখেছি যা আমিও জানতাম না।

কিন্তু যতই সেরা ধীরে ধীরে বড় হচ্ছে তার টিভি দেখার নেশাটা দিন দিন বাড়ছে মনে হচ্ছিল ।তাই সকালে যেন টিভি দেখাটা আর না হয় তাকে এখন রুটি বানাতে দেওয়া হয়। এবং সে সুন্দর করে রুটি বানাইতে পারে ।ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো বা প্রো লেভেলের রুটি বানাতে পারবে আরিশা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arishar Ammi-আরিশার আম্মী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share