16/12/2025
এই দিনে আমার আরও একটি পরিচয় বলার সৌভাগ্য আছে- আমার শশুড় একজন মুক্তিযোদ্ধা।
আজ বিজয় দিবস 🇧🇩
রাষ্ট্র আজ তাদের স্মরণ করছে, সম্মান জানাচ্ছে-
আমার শশুড়ও সেই সম্মাননা পেয়েছেন। এই মানুষগুলোর ত্যাগ ছাড়া আমাদের আজকের স্বাধীন পরিচয়টাই সম্ভব হতো না।
তিনি খুব সাধারণ, সোজাসাপ্টা মানুষ। যা বলেন, সরাসরি বলেন। কার এতে ভালো লাগলো না এতকিছু ভাবেন না উনি। যেমন- রান্না খারাপ হলে মুখের উপর বলে বসেন। কিন্তু ভালো হলে আবার চুপচাপ খেয়ে নেন। এই বেলায় প্রশংসা নেই 😁😅
তবে এই মানুষটাই আমার হাতের দুধ চা, ফিরনি, স্যুপ,
বেগুন-টমেটো ভর্তা আর রসুন ভর্তা অনেক পছন্দ করেন। একবার উনার বেশ কজন বন্ধু-বান্ধব এনে খাইয়েছেন। তাদের মধ্যে একজন বলছিলেন আজ দুধ চা খাবোনা। বাবা সাথে সাথে উনাকে বললেন- "এই চা না খেলে মিস করবেন ভাই। অরিথা কিভাবে যেন চা টা বানায়। আমার খুব ভালো লাগে। আমি সচারাচর এভাবে কারো প্রশংসা করিনা"...
আমি রান্না ঘরে বসে চুপচাপ শুনলাম বাবার মুখে প্রশংসা!! ভালোই লাগছিলো শুনতে...😅
এই প্রশংসাগুলোই আমার কাছে বড় প্রাপ্তি।
দোয়া করি-
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন আর এভাবেই সম্মানিত করুক। আপনার মতো মানুষদের কারণেই আমরা আজ স্বাধীন।
🇧🇩 শ্রদ্ধা
#বিজয়-দিবস