Emranul Haque, HR DESK BD

  • Home
  • Emranul Haque, HR DESK BD

Emranul Haque, HR DESK BD HR Professional || Content Creator

আমি মৃত্যুকে আলিঙ্গন করার আগে, মৃত্যু যদি আমাকে পাকড়াও করে।।দুনিয়ায় শত চাহিদা মেটাতে যে প্রচেষ্টা, যে অধ্যাবসায়, প্রতিয...
02/10/2025

আমি মৃত্যুকে আলিঙ্গন করার আগে, মৃত্যু যদি আমাকে পাকড়াও করে।।

দুনিয়ায় শত চাহিদা মেটাতে যে প্রচেষ্টা, যে অধ্যাবসায়, প্রতিযোগিতা - এক নিমিষে যখন নিশ্বাস বন্ধ হয়ে যাবে, কি হবে তখন। এক টাকার একটা কয়েনওতো সাথে নিয়ে যেতে পারবো না।

দুনিয়ায় প্রস্তুতি নেওয়ার পরে, পরকালের প্রস্তুতি নেওয়ার সময় যদি না পাই, কি হবে তখন? আমার সময় আসেনি বলে অপেক্ষায় থাকা অবস্থায়, যদি সময় শেষ হয়ে যায়, তবে কি হবে তখন?

মৃত্যুকে আলিঙ্গন করার আগে, মৃত্যু যদি আমায় পাকড়াও করে, কি হবে তখন??

29/09/2025

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম - বিশ্ব হার্ট দিবস পালিত।

24/09/2025

"কেউ আপনার অকল্যাণ চায় সেটা বুঝতে পেরেও তার সাথে হাসিমুখে কথা বলা, তার বিপদে এগিয়ে যাওয়া, তার সাথে সম্পর্ক রক্ষা করে চলা—এসব খুব উঁচু স্তরের ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার খুব সালেহিন বান্দা না হলে ধৈর্যের এমন স্তরে পৌঁছানো যায় না।"

—আরিফ আজাদ

দুঃখের পরই সুখ :মহান আল্লাহ বলেন, ‘আর আমি (আল্লাহ) তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের...
23/09/2025

দুঃখের পরই সুখ :

মহান আল্লাহ বলেন, ‘আর আমি (আল্লাহ) তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যারা তাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৬)

দুঃখ-কষ্ট, বিপদাপদ, পাওয়া না-পাওয়া, সফলতা-ব্যর্থতা নিয়েই জীবন। প্রকৃত সুখ ও সফলতার জায়গা দুনিয়া নয়, প্রকৃত সুখ ও সফলতার জায়গা হলো জান্নাত। যারা মহান আল্লাহর ওপর ঈমান আনে এবং সব ধরনের পরিস্থিতিতে তাঁর ওপর অগাধ বিশ্বাস রাখে, দুঃখ-কষ্ট, রোগ-ব্যাধি কিংবা শত্রুর অনিষ্ট—কিছুই তাদের ব্যর্থ করতে পারে না। কারণ তারা সব পরিস্থিতিতে মহান আল্লাহর কাছে আশ্রয় কামনা করে। এবং আল্লাহর ওপর অগাধ বিশ্বাস রেখে ধৈর্য ধারণের কারণে প্রতিটি বিপদ তাদের মর্যাদা বৃদ্ধি করে, তাদের জান্নাতকে সুসজ্জিত করে এবং তারা এও বিশ্বাস করে যে কষ্টের পরই সুখ আছে। কারণ পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই স্বস্তি আছে।’ (সুরা : আল ইনশিরাহ, আয়াত : ৬)

দুঃখ, ক্ষুধা, ভয় ও ব্যর্থতা—এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামাত্র। এ ধরনের পরিস্থিতিতে যারা মহান আল্লাহর ওপর ভরসা করতে পারে, তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। ইরশাদ হয়েছে, ‘আর আমি (আল্লাহ) তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। যারা তাদের ওপর বিপদ এলে বলে, আমরা তো আল্লাহরই। আর নিশ্চয়ই আমরা তাঁর দিকেই প্রত্যাবর্তনকারী।’ (সুরা : বাকারা, আয়াত : ১৫৫-১৫৬)

কোনো বিপদে পতিত হওয়ার আগেই যদি সে সম্পর্কে সংবাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সে বিপদে ধৈর্যধারণ সহজ হয়ে যায়। কেননা, হঠাৎ করে বিপদ এসে পড়লে দুশ্চিন্তা অনেক বেশি হয়। যেহেতু মহান আল্লাহ সব মানুষকে লক্ষ্য করেই পরীক্ষার কথা বলেছেন, সেহেতু সবার অনুধাবন করা উচিত যে এ দুনিয়া দুঃখ-কষ্ট সহ্য করার স্থান। সুতরাং এখানে যেসব সম্ভাব্য বিপদাপদের কথা বলা হয়েছে, সেগুলোকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্যধারণ করা সহজ হতে পারে। পরীক্ষায় সমষ্টিগতভাবে উত্তীর্ণ হলে পরে সমষ্টিগতভাবেই পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ধৈর্যের পরীক্ষায় ব্যক্তিগত পর্যায়ে যারা যতটুকু উত্তীর্ণ হবে, তাদের ততটুকু বিশেষ মর্যাদাও প্রদান করা হবে।

জীবনে বিপদাপদ আসা মানেই আল্লাহর আজাব নয়, আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বেশি পরীক্ষা করেন। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘বিপদ যত তীব্র হবে, প্রতিদানও তদনুরূপ বিরাট হবে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতিকে ভালোবাসলে তাদের পরীক্ষা করেন। যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের জন্য আছে আল্লাহর সন্তুষ্টি। আর যারা তাতে অসন্তুষ্ট হয়, তাদের জন্য আছে অসন্তুষ্টি।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪০৩১)

যারা মুমিন, তাদের আসলে হারানোর কিছুই নেই। শত্রু ও হিংসুকরা তাদের আঘাত দিয়ে নিশ্চিহ্ন করে দিতে চায়; কিন্তু মহান আল্লাহ ওই আঘাতগুলোর বিনিময়ে তাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেন।

আয়েশা (রা.) বলেন, আমি শুনেছি, রাসুল (সা.) বলেছেন, ‘যেকোনো মুসলমানের গায়ে একটি কাঁটা বিদ্ধ হয় কিংবা তার চেয়েও বেশি ছোট্ট কোনো আঘাত লাগে, তার বিনিময়ে তার একটি মর্যাদা বৃদ্ধি পায় এবং তার একটি গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (মুসলিম, হাদিস : ৬৪৫৫)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, জাবির (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, ‘কিয়ামত দিবসে বিপদে পতিত (ধৈর্যধারী) মানুষের যখন প্রতিদান দেওয়া হবে, তখন (পৃথিবীতে) বিপদমুক্ত মানুষরা আকাঙ্ক্ষা (পরিতাপ) করবে, হায়! দুনিয়াতে যদি কাঁচি দিয়ে তাদের শরীরের চামড়া কেটে টুকরা টুকরা করে দেওয়া হতো।’ (তিরমিজি, হাদিস : ২৪০২)

সুবহানাল্লাহ, মহান আল্লাহ এত দয়াময় যে সাধারণ অসুস্থতা ও দুঃখ-কষ্টের বিনিময়েও তিনি বান্দাকে পাপমুক্ত করেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.)-এর সামনে জ্বরের বিষয় উল্লিখিত হলে এক ব্যক্তি জ্বরকে গালি দেয়। নবী (সা.) বলেন, জ্বরকে গালি দিয়ো না। কেননা, তা পাপ দূর করে, যেমন—আগুন লোহার ময়লা দূর করে। (ইবনে মাজাহ, হাদিস : ৩৪৬৯)

তাই যেকোনো ধরনের বিপদে বিচলিত না হয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। ধৈর্যধারণ করা উচিত। কারণ মুমিনের হারানোর কিছুই নেই, প্রতিটি কষ্ট তার জন্য সফলতার দ্বার খুলবে। তার মর্যাদা আরো বেশি গুণ বাড়িয়ে দেবে।

মহান আল্লাহ সবাইকে বিপদাপদমুক্ত রাখুন। কেউ বিপদে পড়ে গেলে মহান আল্লাহর ওপর ভরসা করার তাওফিক দান করুন।

-মুফতি মুহাম্মদ মর্তুজা

23/09/2025

বিদেশে মানুষ ছুটিতে যায়, Body & Soul নিয়ে।
আর আমরা ছুটিতে যাই- অফিস, বাসা, সোসাইটি সাথে নিয়ে।
তাই ওরা ফিরে আসে Refresh হয়ে, আমরা ফিরি Depressed হয়ে।

Inna lillahe wa inna ilaihe rajeun. Indeed we belong to Allah, and indeed to Him we shall return.Our venerable Shaykh,  ...
23/09/2025

Inna lillahe wa inna ilaihe rajeun.

Indeed we belong to Allah, and indeed to Him we shall return.

Our venerable Shaykh, who had great virtue over the people, His Eminence Shaykh ʿAbdul-ʿAzīz ibn ʿAbdullāh Āl al-Shaykh, the Grand M***i of the Kingdom of Saudi Arabia, has passed away.

O Allah, forgive Shaykh ʿAbdul-ʿAzīz, raise his rank among the rightly guided, grant good succession among his descendants, forgive us and him, O Lord of the worlds, expand his grave for him and fill it with light.

21/09/2025

কঠিন কাজে পতিত ব্যক্তির দো‘আ

اللّٰهُمَّ لاَ سَهْلَ إِلاَّ مَا جَعَلْتَهُ سَهْلاً، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ إِذَا شِئْتَ سَهْلاً

হে আল্লাহ! আপনি যা সহজ করেছেন তা ছাড়া কোনো কিছুই সহজ নয়। আর যখন আপনি ইচ্ছা করেন তখন কঠিনকেও সহজ করে দেন।

আল্লা-হুম্মা লা সাহ্‌লা ইল্লা মা জা‘আলতাহু সাহ্‌লান, ওয়া আনতা তাজ্‘আলুল হাযনা ইযা শি’তা সাহ্‌লান

সহীহ ইবন হিব্বান ২৪২৭, (মাওয়ারিদ); ইবনুস সুন্নী, নং ৩৫[১] আর হাফেয (ইবন হাজার) বলেন, এটি সহীহ হাদীস। তাছাড়া আবদুল কাদের আরনাউত ইমাম নওয়াবীর আযকার গ্রন্থের তাখরীজে পৃ. ১০৬, একে সহীহ বলে মত প্রকাশ করেছেন।

আপনার Gmail ইনবক্সে দেখবেন প্রচুর unwanted সাবস্ক্রাইবড ইমেইল আসে প্রতিদিন। একসাথেই সব একটা পেইজ থেকে Unsubscribe করে দি...
21/09/2025

আপনার Gmail ইনবক্সে দেখবেন প্রচুর unwanted সাবস্ক্রাইবড ইমেইল আসে প্রতিদিন। একসাথেই সব একটা পেইজ থেকে Unsubscribe করে দিতে পারবেন!

এই লিঙ্কে যান: mail.google.com/mail/

এই লিঙ্কে ক্লিক করলেই আপনি আপনার Gmail অ্যাকাউন্টে যত জায়গায় সাবস্ক্রাইব করা আছে, তার সবগুলোর একটা লিস্ট পেয়ে যাবেন। একদম একটা পেইজে এবং একটা জায়গায়।

এরপর সেখান থেকে এক ক্লিকে অপ্রয়োজনীয় সার্ভিসগুলো থেকে গণহারে (mass) Unsubscribe করা শুরু করুন! মাত্র কয়েক মিনিটেই আপনার ইনবক্স হয়ে উঠবে একদম ক্লিন এবং ক্লিয়ার :)

Gmail is email that’s intuitive, efficient, and useful. 15 GB of storage, less spam, and mobile access.

Address

Haven, 2nd Floor, 05 Rajapur Lane, Andarkilla

4000

Opening Hours

Monday 19:00 - 22:00
Tuesday 19:00 - 22:00
Wednesday 19:00 - 22:00
Thursday 19:00 - 22:00
Friday 15:00 - 18:00
Saturday 19:00 - 22:00
Sunday 19:00 - 22:00

Telephone

+8801975233888

Alerts

Be the first to know and let us send you an email when Emranul Haque, HR DESK BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emranul Haque, HR DESK BD:

  • Want your business to be the top-listed Media Company?

Share