
01/03/2025
মাহে রমজান উপলক্ষে আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার ফুড প্যাকেট বিতরণ।
প্রতিবছরের ন্যায় এবারও মাহে রমজান উপলক্ষে আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেড় শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে স্থানীয় ফাঁড়ির বাজারে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
৩০ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাউল, পিয়াজ, আলু, রসুন, আদা, সয়াবিন তেল, লবন, মসুর ডাল, চানা ও খেজুর।
এলাকার উন্নয়ন ও শিক্ষায় অবদান রাখা এই সংস্থাটি দেশ ও প্রবাসের দাতা ব্যক্তিদের অনুদানে প্রতিবছর এভাবে অসহায়দের মুখে হাসি ফুটানোর চেষ্ঠা করে থাকে।
জনাব, হাজী বাহার উদ্দিন এর সভাপতিত্বে মোহাম্মদ কফিল উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা ও আঙ্গুরা মোহাম্মদ পুর উন্নয়ন সংস্থার উপদেষ্টা জনাব দুলাল উদ্দিন রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব নাইস উদ্দিন, জনাব নইম উদ্দিন, জনাব লেইচ উদ্দিন, জনাব শাহিন আহমদ, জনাব নজরুল ইসলাম, জনাব রুবেল আহমদ, মৌলানা আব্দুল ফাত্তাহ, জনাব কলিম উদ্দিন, জনাব অহিদ উদ্দিন, মৌলানা শাহেদ আহমদ, জনাব ইকবাল আহমদ, এছাড়াও এলাকার যুবসমাজরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলাকার উন্নয়ন তথা গরীব-দুঃখীদের মুখে হাসি ফুটানোসহ শিক্ষাখাতের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। দাতাব্যক্তিদের দেওয়া আমানত সংস্থাটি যথাযথভাবে বিতরণ করে যাচ্ছে। বক্তারা দেশ ও প্রবাসীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরিশেষে মাওলানা হাফিজ আব্দুল ফাত্তাহ সাহেবের দোয়া মাধ্যমে সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয়।