Fakrul Alam Dalim

  • Home
  • Fakrul Alam Dalim

Fakrul Alam Dalim অর্থ আর স্বা'র্থ
বদলে দেয় মা'নু'ষের চরিত্র।

03/08/2025

সঠিক পুরুষের কাছে “শ‍্যামলা সাদামাটা নারীটাও তার চোখে বিশ্বসুন্দরী।”❤️‍🩹🕊️

03/08/2025

রাইট।

03/08/2025

কথাগুলো সুন্দর।

যা-ই বলেন।তা-ই বলেন ভাই।
03/08/2025

যা-ই বলেন।
তা-ই বলেন ভাই।

হা হা🤗
03/08/2025

হা হা🤗

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞এই ধারণা শুধু ভুল না ...
20/07/2025

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —

> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞

এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক এবং দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর।

---

📊 এখন চলুন দেখা যাক আন্তর্জাতিক গবেষণায় কী বলা হয়েছে:

🔹 গবেষণা ১: (Pennsylvania State University, USA)

👉 গবেষক Dr. Eric Corty এবং Jenay Guardiani-এর নেতৃত্বে এক যৌন স্বাস্থ্য জরিপে দেখা যায়:

ধরন সহবাসের সময়কাল (গড়)

“Too short” ১–২ মিনিট
“Adequate” ৩–৭ মিনিট
“Desirable” ৭–১৩ মিনিট
“Too long” ১০–২০ মিনিটের বেশি (অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করে)

📌 এই গবেষণা অনুযায়ী, ৩–৭ মিনিট সহবাসই অধিকাংশ দম্পতির জন্য যথেষ্ট এবং স্বাভাবিক।

---

🔹 গবেষণা ২: (Journal of Sexual Medicine, 2008)

👉 ৫০০ দম্পতির উপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে:

প্রবেশের পর গড় সহবাসকাল: ৫.৪ মিনিট

“থ্রাস্ট” সংখ্যা (পুশ ইন–আউট): গড়ে ১০০–৫০০ বার, যার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়।

📌 গবেষকরা বলেন:

> “Longer in*******se is not equal to better satisfaction. Connection, communication and emotional intimacy matter far more.”

---

🔹 গবেষণা ৩: (University of Queensland, Australia)

👉 Dr. Brendan Zietsch-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়:

“Intercourse duration does not correlate with relationship satisfaction.”

অর্থাৎ, সহবাসের সময় বেশি হলেও দাম্পত্য সুখ বাড়ে না, বরং সঙ্গীর চাহিদা ও আরাম বোঝাই আসল বিষয়।

---

📛 সমাজ কী শিখাচ্ছে?

🔴 “৩০ মিনিট না পারলে ব্যর্থ”
🔴 “হাজার বার থ্রাস্টই সুখ”
🔴 “দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা”

এই সব কুসংস্কার পুরুষদের মনে দুশ্চিন্তা, হীনম্মন্যতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে।
আর স্ত্রীদের জন্য এটি হতে পারে — শরীরী কষ্ট, মানসিক দুরত্ব, নিরব ক্ষোভ।

---

🌙 ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। আগে আদর করো, পরস্পরের অনুভূতি বোঝো, তারপর মিলনে যেয়ো।”
(ইহইয়া উলুমুদ্দিন – ইমাম গাযযালি)

📌 কোনো হাদীস, কোনো ইসলামী শিক্ষায় —
❌ থ্রাস্টের সংখ্যা
❌ সময়ের দৈর্ঘ্য
— এগুলোর উপর কোনো গৌরব বা শর্ত নেই।

---

✅ উপসংহার:

> ❝ সহবাসে সাফল্য মানে — কতবার পুশ ইন–আউট হলো নয়, বরং স্ত্রী চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেললো কি না — সেটাই সত্যিকারের জয়। ❞
❝ বিজ্ঞান ও দ্বীন — উভয়েই বলে, সময় নয় — অনুভবই মুখ্য! ❞

---

📣 তরুণদের জন্য বার্তা:

➤ ৩ মিনিটে প্রেমে জয় করা যায়, ৩০ মিনিটে ক্লান্তি ডেকে আনা যায়

➤ হাজার থ্রাস্টে নয়, স্ত্রীর সন্তুষ্টির হাসিতে প্রমাণ হয় পুরুষত্ব

➤ বিজ্ঞানের কথা শোনো, সমাজের কুসংস্কার ভাঙো

#সহবাস_সচেতনতা
#যৌনশিক্ষা
#বিজ্ঞান_ও_ইসলাম
#থ্রাস্ট_কুসংস্কার
#স্বাস্থ্যকর_সম্পর্ক

করণ-অর্জুন ছবির শুটিংয়ের সময় তোলা ছবিতে সালমান খান,হৃত্বিক রোশন এবং শাহরুখ খান।।।
18/03/2025

করণ-অর্জুন ছবির শুটিংয়ের সময় তোলা ছবিতে
সালমান খান,হৃত্বিক রোশন এবং শাহরুখ খান।।।

"বাইকিং কেবল শখ নয়, এটি একটি পরিবার!  স্যারের মতো নিবেদিত মানুষ থাকলেই এই পরিবার আরও শক্তিশালী হয়।"সময়ের পরীক্ষায় যারা প...
18/03/2025

"বাইকিং কেবল শখ নয়, এটি একটি পরিবার! স্যারের মতো নিবেদিত মানুষ থাকলেই এই পরিবার আরও শক্তিশালী হয়।"
সময়ের পরীক্ষায় যারা পাশ করে, তারাই সত্যিকারের লিজেন্ড! স্যার সেই বিরল মানুষদের একজন, যিনি নিরলসভাবে বাইকারদের পাশে থাকেন।"

সম্মান পেতে হলে সম্মান দিতে জানতে হয়। যিনি দিনের পর দিন বাইকিং কমিউনিটির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাকে নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো জায়গা নেই!"
সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছু, কিন্তু কিছু মানুষ সবসময় মানুষের পাশে থাকে। Subrata Ranjan Das Subrata Ranjan Das স্যার সেই ব্যতিক্রমী একজন!"

বর্তমান সময়ে Subrata Ranjan Das স্যার বাইকিং কমিউনিটির জন্য আশীর্বাদ। কেউ তাকে দাদা বলে, কেউ বলে স্যার, কেউ বা ভাই, তাকে...
18/03/2025

বর্তমান সময়ে Subrata Ranjan Das স্যার বাইকিং কমিউনিটির জন্য আশীর্বাদ। কেউ তাকে দাদা বলে, কেউ বলে স্যার, কেউ বা ভাই, তাকে কে কি বলে সম্বোধন করছে সে বিষয়ে তিনি কখনোই কোন মন্তব্য করেন নাই।
দিনশেষে তিনি যেকোনো পরিস্থিতিতে বাইকারদের পাশে থাকেন। 🥰🥰🥰

তিনি বাইকারদের স্বার্থে সব সময় কাজ করছেন, Subrata Ranjan Das Sir, সবাইকে নিয়েই এগিয়ে যেতে চেয়েছে।
আমাদের দেশের বাইকিং কমিউনিটিতে তার অবদান অনেক তা বলতে গেলে দিন রাত শেষ হয়ে যাবে তবুও তার কথা শেষ হবে না ❤️❤️❤️

তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করা আর বাইকিং কমিটিকে কলঙ্কিত করা একই কথা 😍😍😍



#ভালোবাসা অবিচল YRC Barishal 💚💚💚

আমাদের এডমিন টুটালই হিরো😱   ভাইয়ের জন্য সবাই আর্শীবাদ করবেন❤️🙏
18/03/2025

আমাদের এডমিন টুটালই হিরো😱
ভাইয়ের জন্য সবাই আর্শীবাদ করবেন❤️🙏

গতকাল সন্ধ্যা ৭ টায় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী ইউনিভার্সিটির মাননীয়...
18/03/2023

গতকাল সন্ধ্যা ৭ টায় মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর ড.এম. জামাল উদ্দীন আহমেদ। সাক্ষাৎকারে ফেনী ইউনিভার্সিটির প্রথম কনভোকেশন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান, আইকিউএসি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ বলেন, “ফেনী সহ এর আশেপাশের অঞ্চলে উচ্চশিক্ষা অর্জনে ফেনী ইউনিভার্সিটির গুরুত্বপূর্ন অবদান রয়েছে্। আশা করি ভবিষ্যতেও এই অবদান অব্যাহত থাকবে”।

ফেনী ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর ড.এম জামাল উদ্দীন আহমেদ ফেনী ইউনিভার্সিটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিভিন্ন প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতির কাছে উত্থাপন করেন।

সৌজন্য সাক্ষাৎকার শেষে মহামান্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান মাননীয় ভাইস চ্যান্সেলর ড.এম জামাল উদ্দীন আহমেদ।

মৃত্যু পর্যন্ত মানুষের এই চেষ্টা
16/02/2023

মৃত্যু পর্যন্ত মানুষের এই চেষ্টা

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Fakrul Alam Dalim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share