
04/05/2025
"আল্লাহর ঘরে, চোখ বন্ধ, দুই হাত তুলে প্রার্থনায় একান্ত নিবিষ্ট একজন বান্দা।
"যেখানে শেষ হয় মানুষের আশা, সেখান থেকেই শুরু হয় আল্লাহর রহমত।"
"হৃদয়ের গভীর থেকে একটাই প্রার্থনা—আল্লাহ, তুমি আমার জন্য যথেষ্ট।"
"দোয়ার হাত কখনো খালি ফেরে না।"
"এই পবিত্র মূহূর্তগুলো চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে থাকবে।"
"মোনাজাতে চোখ বন্ধ, কিন্তু মন খোলা আল্লাহর দরবারে।"
"প্রত্যেক অশ্রু আল্লাহ জানেন, প্রত্যেক দোয়া তিনি শুনেন।"
"কাবার ছায়ায় শান্তির খোঁজে।"