28/04/2020
বৈঠকখানা এপিসোড - ১ লকডাউন স্পেশাল
বৈঠকখানা-র প্রথম এপিসোডে আমরা সমাজের বিভিন্ন বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ-দের কাছে পৌঁছে গিয়েছিলাম আমাদের কিছু প্রশ্ন নিয়ে
১ ) লকডাউন তাঁদের কাছে কেমন লাগছে এবং কিভাবে সময় কাটাচ্ছেন
২ ) সমাজের কাছে কি বার্তা দিতে চাইছেন
৩ ) লকডাউন পরবর্তী সময়ে আমাদের সমরকৌশল (স্ট্রেটেজি) কি হওয়া উচিত
আজ মোবাইল মারফত আমাদের বৈঠকখানায় এসেছেন
মাননীয় তপোধীর ভট্টাচার্য, প্রাক্তন উপাচার্য আসাম বিশ্ববিদ্যালয়
মাননীয় অরিজিৎ আদিত্য, প্রাক্তন সম্পাদক দৈনিক যুগশঙ্খ পত্রিকা
মাননীয় নীলোৎপল চৌধুরী, শিলচরের বিশিষ্ট ব্যক্তিত্ব, মিডিয়া বিশেষজ্ঞ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, সমাজকর্মী
মাননীয় কমলেন্দু ভট্টাচার্য, প্রাক্তন এমপি, জি.সি কলেজের প্রাক্তন অধ্যাপক, শিলচর কলেজ অফ এডুকেশন এর বর্তমান সভাপতি ও রামানুজ গুপ্ত কলেজের অতিথি প্রভাষক
সম্মানিত অতিথিদের অজস্র ধন্যবাদ জানাই এখন সময় ১৯ -এর বৈঠকখানায় তাঁদের মুল্যবান সময় দেওয়ার জন্য।
অনুষ্ঠান পরিচালনায় শ্রীমতী সুমনা পালচৌধুরী
অনুষ্ঠান প্রোডাকশন - Mammoth Studio
https://youtu.be/qP8fTTx7zf0
https://www.facebook.com/EKHANSAMAY19/
[email protected]