The Sribhumi Times

  • Home
  • The Sribhumi Times

The Sribhumi Times Daily News updates & Advisement in Barak valley,Assam, Northeast.

শ্রীভূমি শহরে গাড়ি চলছে। বন্ধ শুনলেই যে কিছু বন্ধ হয় যায় এতদ্রূপ আজকের বন্ধ কারণ শহরের মানুষ গ্রামে যেতে পারছেনা। গ্রা...
06/09/2025

শ্রীভূমি শহরে গাড়ি চলছে। বন্ধ শুনলেই যে কিছু বন্ধ হয় যায় এতদ্রূপ আজকের বন্ধ কারণ শহরের মানুষ গ্রামে যেতে পারছেনা। গ্রামাঞ্চলের মানুষ শহরে আসতে পারছেনা। তবে ছোট গাড়ি যতযথ চলছে। মিশ্র প্রভাব।

বদরপুরে বন্ধ সমর্থনে নবীন চন্দ্র কলেজের ছাত্র ছাত্রীদের রাজপথে প্রতিবাদে উত্তাল । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্ট...
06/09/2025

বদরপুরে বন্ধ সমর্থনে নবীন চন্দ্র কলেজের ছাত্র ছাত্রীদের রাজপথে প্রতিবাদে উত্তাল । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজ সকাল ৫ টা থেকে রাত ৮ টা শ্রীভূমি(করিমগঞ্জে) ১৬৩ ধারা জারি করা হয়েছে।একটাই অনুরোধ করিমগঞ্জ হোক বা শ্রীভূমি সর্বাবস্থা...
06/09/2025

আজ সকাল ৫ টা থেকে রাত ৮ টা শ্রীভূমি(করিমগঞ্জে) ১৬৩ ধারা জারি করা হয়েছে।

একটাই অনুরোধ করিমগঞ্জ হোক বা শ্রীভূমি সর্বাবস্থায় শান্তি বজায় রাখবেন।

 : দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ইমরান হত্যা মামলা।  আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সহিত সাক্ষাৎ করে প্রদান করা হল স্মারকপত্র।
31/08/2025

: দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা ইমরান হত্যা মামলা। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী সহিত সাক্ষাৎ করে প্রদান করা হল স্মারকপত্র।

31/08/2025

: Morning Visuals of Silchar Rangirkhari Point

31/08/2025

চীনের আকাশে মোদিকে স্বাগত জানানো হয়েছে।।

এরআগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীকে এভাবে স্বাগত জানায়নি চীন।।

 : দুই যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক মাধ্যমে এডিট করে অশ্লী"ল ফটো ভাইরাল করলো যুবকরা, লোকলজ্জায় আ"ত্মহ,",ত...
19/08/2025

: দুই যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক মাধ্যমে এডিট করে অশ্লী"ল ফটো ভাইরাল করলো যুবকরা, লোকলজ্জায় আ"ত্মহ,",ত্যা করলেন দুই সন্তানের জননী। চাঞ্চল্যকর এই ঘ"টনটি ঘটেছে শিলচর সদর থানার অধীনস্থ নিয়াইরগ্রাম দ্বিতীয় খন্ড গ্রামে। এনিয়ে গৃহবধূ খালেদা বেগম লস্করের পিতা সফিক উদ্দিন লস্কর শিলচর সদর থানায় কাপ্তানপুর ১৮ খন্ড টিকরগ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন লস্কর ওরফে টিটু ও ফারুক হোসেন লস্করের বিরুদ্ধে এক মামলা দায়ের করেছেন। এবিষয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সফিক উদ্দিন লস্কর জানান, প্রায় ছয় বছর আগে কাপ্তানপুর টিকরগ্রামের সাহিন উদ্দিন লস্করের সাথে সামাজিক ভাবে তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। বিয়ের পর খুব সুন্দর ভাবে তাদের সংসার চলছিল। বর্তমানে এক পুত্রই কন্যা সন্তান রয়েছে তাদের। কিন্তু সম্প্রতি গ্রামের কম্পিউটার দোকানী আনোয়ার হোসেন লস্কর ওরফে টিটু ও তাঁর ভাই ফারুক হোসেন লস্কর তার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। মেয়ে এতে রাজি না হওয়ায় অভিযুক্ত ফারুক হোসেন কম্পিউটারে এডিট করে তাঁর মেয়ের অশ্লী"ল ফটো তৈরি করে। বিষয়টি জানার পর তার মেয়ে ও তার স্বামী এর প্রতি"বাদ করেন। গত ৬ আগস্ট সেখানে এর বিচার সভা হয় হয়। বিচার সভায় অভিযুক্তরা ওই ফটো ডিলেট করার বদলে পাঁচ লক্ষ টাকা দাবি করে বলে অভি"যোগ করেন সফিক উদ্দিন। পরে বিচার সভা ছেড়ে চলে যায় অভিযুক্তরা। ঐদিন রাতেই তিনি তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বাবার বাড়িতে থাকাকালীনই নিজের আত্মসম্মান আ"ঘাত লাগায় গত ৯ আগস্ট গলায় ফাঁ"স লাগিয়ে আ",ত্মহ,,,"ত্যা করেছে খালেদা বেগম লস্কর, বলে জানান তিনি। নিজের মেয়ের সুবিচার কামনা করে দুই অভিযুক্তদের ক,"ঠোর শা"স্তির দাবী করেন তিনি। এদিকে খালেদার স্বামী সাহিন উদ্দিন লস্করও পুরো ঘটনা তুলে ধরে সুবিচার চাইলেন।

 : এবার কাছারে ভুয়ো পুলিশ অফিসার শামিদ বড়ভুইয়া S.I পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার ...
17/08/2025

: এবার কাছারে ভুয়ো পুলিশ অফিসার শামিদ বড়ভুইয়া
S.I পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে পুলিশ রবিবার শিলচরে এ বিষয়ে বক্তব্য রাখেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাত্তা।বলেন,অভিযুক্ত নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে আসাম পুলিশের ড্রাইভার ও অন্যান্য পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষীপুর থানার রূপাইবালি এলাকার একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়।

 : শিলচর ন্যশনেল হাইওয়ে সংলগ্ন শনি মন্দির চুরি কান্ডে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। ধৃতদের ...
17/08/2025

: শিলচর ন্যশনেল হাইওয়ে সংলগ্ন শনি মন্দির চুরি কান্ডে জড়িত দুই যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ।

ধৃতদের নাম অনিক দাস (২৭) ও পল্লব দাস (২৬) বলে জানা গেছে।

তাদের কাছ থেকে একটি সোনার চেইন, প্রতিমার সোনার চোখ এবং দুটি রুপোর ব্রেসলেট উদ্ধার করেছে পুলিশ।

 : শিলচর থেকে লোড করে  ইম্ফল এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল কিন্তু গাড়িটা লোড করার পরে অনুমানিক আট-10 দিন হয়ে গেছে। এখন ...
15/08/2025

: শিলচর থেকে লোড করে ইম্ফল এর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল কিন্তু গাড়িটা লোড করার পরে অনুমানিক আট-10 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত এই গাড়িটার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না যদি আপনারা কেউ কোন জায়গায় খবর পেয়ে থাকেন এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো।6001461047 🚨💨🔍📞👍

বিঃ বেশি বেশি শেয়ার করে সাহায্য করার অনুরোধ রইলো।

 #কাটিগড়া: লাটিমারা গ্রামের আব্দুল মন্নান মুজমদারে ছেলে হুসেইন আহমদ মজুমদার গতকাল মুম্বাই এয়ারপোর্ট থেকে কলিকাতা হয়ে ...
01/08/2025

#কাটিগড়া: লাটিমারা গ্রামের আব্দুল মন্নান মুজমদারে ছেলে হুসেইন আহমদ মজুমদার গতকাল মুম্বাই এয়ারপোর্ট থেকে কলিকাতা হয়ে সিলচার আশার পথে ইন্ডিগো বিমানে তাহাকে মারধর করা হয় এবং একটার সময় সিলচার আসার কথা থাকলেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
বর্তমান তার বাড়িতে মা বাবা ভাই বোন সহ আত্মীয় স্বজন পথের দিকে তাকিয়ে সুধু কান্না আর কান্নাকাটি ছাড়া কুন সহয়াতা পাচ্ছেন সবারই কাছে সুধু আবেদন করেছেন যদি কেহ পেয়ে বা দেখে থাকেন তাহলে দয়া করে নিচের নং যোগাযোগ করতে অনুরোধ জানান।
6000467825
শেয়ার করে সহযোগিতা করতে বিনম্র আবেদন করেছেন বাবা আব্দুল মন্নান মুজমদার ।

শিলচরের কাঞ্চনপুরে ছাগল চু'রি'র অভিযোগে চার যুবককে গ'ণধো'লাই,  পুলিশের হস্তক্ষেপে রক্ষা।
12/07/2025

শিলচরের কাঞ্চনপুরে ছাগল চু'রি'র অভিযোগে চার যুবককে গ'ণধো'লাই, পুলিশের হস্তক্ষেপে রক্ষা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Sribhumi Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share