Banglaprakash (বাংলাপ্রকাশ)

  • Home
  • Banglaprakash (বাংলাপ্রকাশ)

Banglaprakash (বাংলাপ্রকাশ) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banglaprakash (বাংলাপ্রকাশ), Publisher, .

বাংলা সাহিত্য প্রেমীদের জন্য বাংলাপ্রকাশ নিয়ে এসেছে সাহিত্যের ঐতিহ্য ও সমকালীনতার এক অনন্য মিশ্রণ। আমাদের লক্ষ্য—বাংলা ভাষার সেরা সাহিত্যিকদের কাজকে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। গল্প, কবিতা, উপন্যাস থেকে ভ্রমণকাহিনি—প্রতিটি বইতে খুঁজে পাবেন সাহিত্যর স্বাদ। বাংলাপ্রকাশে আপনি পাবেন বইয়ের এক বিশাল ভান্ডার। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, অনুবাদ, স্মৃতিকথা থেকে শুরু করে গবেষণামূলক বই—সবই র

য়েছে আমাদের সংগ্রহে। বইপ্রেমীদের জন্য আমাদের বিশেষ আকর্ষণ হলো প্রায় অর্ধ শতাধিক চিরায়ত বই, যা আপনাকে নিয়ে যাবে সাহিত্যের স্বর্ণযুগে।

জীবনানন্দ কবিতার নান্দনিকতালেখক: ড. মাহবুব সাদিকপ্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ) জীবনানন্দের কবিতায় অতীত উঁকি দেয় প...
11/08/2025

জীবনানন্দ কবিতার নান্দনিকতা
লেখক: ড. মাহবুব সাদিক
প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)

জীবনানন্দের কবিতায় অতীত উঁকি দেয় প্রায়ই একই রকম করে। আমাদের মানসপটে ঝলকে ওঠে সোনালি অতীতের দৃশ্যপট ও রূপচ্ছবি। জ্বলজ্বলে যে আকাশের ছবি আঁকেন তিনি, সেই আকাশপটও অতীত বেবিলনের কোনো এক রূপসী রানির ঘাড়ের ওপর জ্বলজ্বল-করা চিতার চামড়ার উজ্জ্বল শালের মতো জ্বলজ্বল করে। যে নক্ষত্রেরা হাজার হাজার বছর আগে মরে গেছে তারাও তাদের রূপ নিয়ে ফিরে আসে জীবনানন্দের কল্পনার আকাশে। যেসব রূপসীকে কবি হাজার হাজার বছর আগে এশিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছেন তারাও আকাশের সীমানায় কুয়াশার মধ্যে কাতারে কাতারে বর্শা-হাতে এসে দাঁড়ায়।
জীবনানন্দ দাশের কবিতায় এইসব চিত্রকল্প ও রূপচিত্র পড়তে পড়তে, মনন ও কল্পনায় এদের ছবি দেখতে দেখতে মনে হয় তাঁর কবিতায় হাজার বছরের ছবি রয়েছে। প্রায় প্রতি মুহূর্তে এখানে অতীত এসে উঁকি দেয়। প্রতিমুহূর্তে কথাটা ঠিক নয় যদিও, লিখছি আবেগবশত, তবু বলা দরকার যে এই কবির চেতনার মধ্যে হাজার বছরের অতীত সভ্যতার রূপরং উদ্ভাসিত হয়ে ওঠে। একেই কোনো কোনো সমালোচক বলেছেন ইতিহাসচেতনা। এলিয়ট একেই বলেন-A sense of the time-less as well as the temporal and of the timeless and of the temporal together.

কাজীদার গল্পলেখক: নাসির আহমেদ কাবুলপ্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)  কাজীদা-আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি...
10/08/2025

কাজীদার গল্প
লেখক: নাসির আহমেদ কাবুল
প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)

কাজীদা-আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি বিদ্রোহী কবি নজরুল নামেই পরিচিত। তিনি তাঁর রচিত গানের মধ্যেই বেঁচে থাকার দৃঢ় আস্থার কথা বলেছিলেন। বাংলা গানে তিনি অদ্বিতীয়। নজরুলের রচিত ও সুর করা (অধিকাংশ) গানের সংখ্যা প্রায় সাড়ে চার হাজার, মতান্তরে সাড়ে তিন হাজার। দুঃখজনক হলেও সত্যি যে, নজরুলের অনেক গান হারিয়ে গেছে এবং কিছু কিছু গান অন্য গীতিকারের নামে প্রচারিত হচ্ছে।
বহুমুখী প্রতিভার মানুষ নজরুল। কবিতা, গল্প, শিশুতোষ কবিতা, উপন্যাস, ইসলামি গান, শ্যামাসংগীত রচনা ছাড়াও তিনি প্রবন্ধও লিখেছেন। বাংলা ইসলামি গানে তাঁর সমকক্ষ আর কেউ নেই। আব্বাস উদ্দিনের অনুরোধে লেখা তাঁর প্রথম ইসলামি গান ‘ও মন, রমজানের ওই রোজার শেষে/এলো খুশি ঈদ’ সে সময় আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করেছিল, এখনও তা-ই। রাগপ্রধান বা রাগাশ্রয়ী সুরই তাঁর গানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কাজী নজরুলের এসব গুণ নজরুলভক্তরা জানেন। তবে জানেন না এমন অনেক কিছু রয়েছে; যা খুব একটা প্রচার ও প্রসার লাভ করেনি বলে। কাজীদার গল্প গ্রন্থটিতে নজরুলের জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ও না-জানা বিষয় সন্নিবেশিত হয়েছে। পাঠক বইটি সাদরে গ্রহণ করবেন বলে আশা করি।

03/08/2025
”অপরাজিত” বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। ‘প্রবাসী’ মাসিকপত্রে ১৩৩৬ সালের পৌষ সংখ্যা থেকে ১৩৩৮- এর আশ্...
30/07/2025

”অপরাজিত” বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। ‘প্রবাসী’ মাসিকপত্রে ১৩৩৬ সালের পৌষ সংখ্যা থেকে ১৩৩৮- এর আশ্বিন সংখ্যা পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।

‘অপরাজিত’ সাময়িকপত্রে মুদ্রণের আগে লেখকের পরিকল্পিত নাম ছিল ‘আলোর সারথি’, কিন্তু ‘প্রবাসী’ তে ছাপানোর সময়েই শিরোনাম পরিবর্তন করে ‘অপরাজিত’ রেখেছিলেন।

‘পথের পাঁচালী’ র অপু-কাহিনীরই সম্প্রসারণ ‘অপরাজিত’। পরে কোন এক সময়ে অপুর সন্তান কাজলকে নিয়ে উপন্যাস রচনার ইচ্ছা তার মনে ছিল। ‘তৃণাঙ্কুর’ দিনলিপিতে তিনি লিখেছিলেন:

“অপুকে জন্ম থেকে ৩৪ বৎসর বয়স পর্যন্ত আমি কলমের ডগায় সৃষ্টি করেচি। তাকে ছাড়তে সত্যিকার বেদনা অনুভব করচি-তবে সে ছিল অনেকখানিই আমার নিজের সঙ্গে জড়ানো, সেইজন্যে বেশি কষ্ট হচ্ছে বিদায় দিতে কাজলকে, লীলাকে, দুর্গাকে, রাণূদি’কে-এরা সত্য সত্যই কল্পনাসৃষ্ট প্রাণী। কোনোদিকে এদের কোনো ভিত্তি নেই এক আমার কল্পনা ছাড়া।“

অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস। 📖

উপন্যাসটি "পথের পাঁচালী"-এর ধারাবাহিক। এখানে অপু চরিত্রের জীবনের নতুন অধ্যায় উঠে এসেছে—তার কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়া এবং স্বপ্নপূরণের সংগ্রাম। গ্রামীণ জীবন থেকে শহুরে জীবনযাত্রায় অভিযোজনের গল্পটি সামাজিক বাস্তবতা, আত্ম-অন্বেষণ, এবং জীবনের ছোট ছোট আনন্দ ও বেদনার মিশেলে ভরপুর।

বইটি সেসময়ের বাংলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশকে চিত্রিত করেছে এবং পাঠকদের কাছে মানবিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ফুটিয়ে তুলেছে।📚

👉উপন্যাসটি পড়তে এবং উপভোগ করতে এখন Banglaprakash (বাংলাপ্রকাশ) থেকে সংগ্রহ করুন ২৫% ছাড়ে ‼

📖 বিস্তারিত জানতে: ইনবক্স ✨✨

23/07/2025

📚✨ বিজ্ঞান, ইতিহাস আর ইসলামের এক অনন্য মিশ্রণ এখন আপনার প্রিয় সন্তানের জন্য!
🔖 এখনই সংগ্রহ করুন ২৫% ছাড়ে — শুধুমাত্র Banglaprakash (বাংলাপ্রকাশ) -এ!

আঙ্কল টম নামের একজন কৃষ্ণাঙ্গ দাসের জীবনকাহিনী এই উপন্যাসের কেন্দ্রবিন্দু। বইটিতে দেখানো হয়েছে কীভাবে টম নৃশংস দাসমালিক...
22/07/2025

আঙ্কল টম নামের একজন কৃষ্ণাঙ্গ দাসের জীবনকাহিনী এই উপন্যাসের কেন্দ্রবিন্দু। বইটিতে দেখানো হয়েছে কীভাবে টম নৃশংস দাসমালিকদের হাতেও মানবিক গুণাবলী, ধর্মবিশ্বাস আর সহনশীলতা ধরে রাখে। গল্পে তার পরিবার, অন্য দাসদের জীবন ও দাসপ্রথার নিষ্ঠুর বাস্তবতাও উঠে এসেছে।

একটি সাহিত্যকর্ম মানুষের চিন্তা-চেতনাকে এতটাই নাড়িয়ে দিতে পারে যে, বলা হয় এই বই প্রকাশের পর এর প্রভাব এতটাই ব্যাপক হয়েছিল যে, আমেরিকার গৃহযুদ্ধের (American Civil War) সূচনা ত্বরান্বিত করতে এটি ভূমিকা রেখেছিল!

15/07/2025

শরৎচন্দ্র চট্টোপাধায় এর লিখিত বই এখন পাওয়া যাচ্ছে Banglaprakash (বাংলাপ্রকাশ)_এ:

পথের দাবী
পল্লী-সমাজ
দত্তা
গৃহদাহ
শুভদা
চরিত্রহীন

২৫% ছাড়ে সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন ইনবক্সে।

সহজ ভাষায় মহাকাব্য! 🌟📖  ছোটদের রামায়ণ ও ছোটদের মহাভারত! রহীম শাহ সম্পাদিত এই দুই বইয়ে ছোটরা মহাকাব্যের বীরত্ব, নীতি আ...
10/07/2025

সহজ ভাষায় মহাকাব্য! 🌟📖

ছোটদের রামায়ণ ও ছোটদের মহাভারত!

রহীম শাহ সম্পাদিত এই দুই বইয়ে ছোটরা মহাকাব্যের বীরত্ব, নীতি আর গল্পের রঙিন জগৎ খুঁজে পাবে সহজ ভাষায়। এখনই সংগ্রহ করুন ২৫% ছাড়ে!

👉 Banglaprakash (বাংলাপ্রকাশ)

এক বছর আগে শুরু হয়েছিলো ইতিহাসের এক অনন্য অধ্যায় — জুলাই বিপ্লব।যেখানে জীবন্ত হয়ে উঠেছে জনতার কণ্ঠ, রাস্তায় ঝড় তোলা স্লো...
02/07/2025

এক বছর আগে শুরু হয়েছিলো ইতিহাসের এক অনন্য অধ্যায় — জুলাই বিপ্লব।
যেখানে জীবন্ত হয়ে উঠেছে জনতার কণ্ঠ, রাস্তায় ঝড় তোলা স্লোগান, আর একটি দেশের পরিবর্তনের সাহসী পদক্ষেপ।

📘 মহিউদ্দিন রনির লেখা "জুলাই ২৪ - আপস নয় সংগ্রাম"
এই বইয়ে আছে প্রত্যক্ষদর্শীদের গল্প, আন্দোলনের প্রেক্ষাপট, বিশ্লেষণ ও অনুপ্রেরণার বুনন।

🔴 চলুন, ফিরে দেখি কীভাবে সাধারণ নাগরিকের প্রতিবাদ এক জাতির আশা হয়ে উঠেছিল।
প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)
# E

লাতিন আমেরিকার মন ও মননঅনুবাদ ও সংকলন : রাজু আলাউদ্দিনপ্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)
29/06/2025

লাতিন আমেরিকার মন ও মনন
অনুবাদ ও সংকলন : রাজু আলাউদ্দিন
প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)

  আজকের লেখক পরিচিতি: শাহাবুদ্দীন নাগরীগল্প: কবি এসেছিল প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)
26/06/2025



আজকের লেখক পরিচিতি: শাহাবুদ্দীন নাগরী
গল্প: কবি এসেছিল
প্রকাশনী: Banglaprakash (বাংলাপ্রকাশ)

Address


Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Alerts

Be the first to know and let us send you an email when Banglaprakash (বাংলাপ্রকাশ) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share